যত গর্জে তত বর্ষে না মোখার ক্ষেত্রে এমনটাই হলো
১৪ মে ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ১৫ মে ২০২৩, ১২:০০ এএম
বাংলায় একটা প্রবাদ আছে ‘যত গর্জে তত বর্ষে না। এর অর্থ হলো আড়ম্বরের তুলনায় কাজ কম। ঘূর্ণিঝড় মোখা নিয়ে সরকারের অর্থাৎ আবহাওয়া অধিদপ্তরের প্রচার প্রচারণার অবস্থা সে রকমই হয়েছে। সরকারের বা আবহাওয়া অধিদপ্তরের মোখা নিয়ে এই অতি তর্জন-গর্জনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা সমালোচনার ঝড় বইছে।
ফেইসবুকে, টুইটারে অনেকে ব্যঙ্গ করে অনেক কিছু লিখেছেন। সরকারের পক্ষ থেকে ১০ নম্বর বিপদ সংকেত জারি করার পরও কক্সবাজার সমুদ্র সৈকতে অনেক পর্যটকদের ঘুরতে দেখা গেছে। এটি নিয়ে অনেকে টিকটক তৈরী করে সোস্যাল মিডিয়ায় দিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘ঘূর্ণিঝড় মোখা দেখতে কক্সবাজারে পর্যটকদের ভিড়’। অনেকেই আবার সরকারের প্রভাবশালী মন্ত্রীর অতীত মন্তব্যকে উদ্ধৃত করে বলেছেন‘ আমরা আগে করোনার চেয়ে শক্তিশালী ছিলাম, এখন মোখার চেয়ে শক্তিশালী’। এরকম আরও অনেক মন্তব্যের ঝড় চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
মোখা নিয়ে এ মাসের শুরুর দিকে অর্থাৎ ৩ মে ভারতের আবহাওয়া অধিদপ্তর প্রথম জানিয়েছিল যে চলতি মাসের ১১ থেকে ১২ তারিখে মোখা বাংলাদেশের উপকূলে আঘাত আনতে পারে। তখন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর বলেছিল মোখা চলতি মাসের ৭ থেকে ৮ তারিখে উপকূলে আঘাত আনতে পারে। সেই থেকে মোখা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নানা তথ্য প্রচার শুরু। কখনো তারা বলেছে মোখা সুপার সাইক্লোনে রূপ নিতে যাচ্ছে। আবার বলেছে এটি ‘সিডরের’ চেয়ে ভয়ংকর হবে। সর্বশেষ গত ১৩ মে মোখা নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রবল গতিতে উপকূলের দিকে ধেয়ে আসছে। চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্রবন্দরের আরও কাছাকাছি চলে এসেছে ঘূর্ণিঝড়টি। ক্রমেই বাড়ছে এর গতিবেগ। ঘূর্ণিঝড়টির কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭০ কিলোমিটার থেকে সর্বোচ্চ ১৯০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ের অগ্রভাগ কক্সবাজার উপকূলে আঘাত হানতে পারে। মূল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যার মধ্যে। বর্তমানে কক্সবাজার উপকূল থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ও চট্টগ্রাম উপকূল থেকে ৭০৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। কক্সবাজার উপকূলে ৮ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি করা হয়েছে।
অথচ আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এ তথ্যের আলোকে তেমন কিছুই ঘটেনি। গতকাল দুপুরের দিকে ঘূর্ণিঝড় মোখা ১০০ কিলোমিটার গতিতে আঘাত হেনেছে সেন্টমার্টিন ও টেকনাফে। ঝোড়ো বাতাসে সেন্টমার্টিন দ্বীপের ঘরবাড়ি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক বাড়িঘর উড়িয়ে নিয়ে গেছে। টেকনাফ উপজেলায়ও প্রচ- গতিতে বাতাস শুরু হয়।
ঘূর্ণিঝড় মোখা নিয়ে এমন জোরেসোরে প্রচারণার পিছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্যে ছিল এমনটাও অনেকে মনে করছেন। এ নিয়ে ইব্রাহিম খান নামে একজন তার ফেইসবুক ফেজে লিখেছেন, ‘মাননীয় ওবায়দুল কাদের স্যার করোনাকালীন যখন বলেছিলেন আমরা বাঙালিরা করোনার চেয়েও শক্তিশালী তখন মন্ত্রী মহাদয় কে নিয়ে অনেকে অনেক বাঁঝে মন্তব্য করেছিলো,মন্ত্রীর কথা ঠিকই ছিলো আসলে আমরা করোনার চেয়ে ও শক্তিশালী, তা নাহলে ঘূর্ণিঝড় মোখা দেখতেই সৈকতে আমরা কার মাথার চুল পেলাতে গেলাম। এখন আমরা মোখার চেয়ে ও শক্তিশালী।’
মামুন নূর নামে একজন তার ফেইসবুক আইউিতে লিখেছেন, যারা ঘূর্ণিঝড়কে নিয়ে অহেতুক অকারণে কথা বলেন তাদেরকে বলবো এটা দেখার পর বাজে মন্তব্য না করে ঘূর্ণিঝড় নিয়ে ফানি ভিডিও না করে ¯্রষ্টরার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আফজাল হোসেন লিখেছেন, মোখা দেখার এমন সুযোগ আর পাবেন না, চলুন সবাই কক্সবাজার যাই।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান এ বিষয়ে বলেন, ঘূর্ণিঝড় নিয়ে আমরা যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়েছি তা সব সময় সম্ভাব্য বলেছি। হতে পারে এমনটি বলেছি, হবেই এমনটি বলা হয়নি। তা ছাড়া আমাদের দেয়া তথ্য অনেকটাই সঠিক হয়েছে। অনেকে বলেছে এটা সুপার সাইক্লোন হবে, আমরা বলেছি না তা হবে না। তবে ঘূর্ণিঝড় প্রতি মুহূর্তে তার গতি পরিবর্তন করেছে, এ জন্য কিছু এদিক সেদিক হয়তো হয়েছে। এটাকে ভুল বলা যাবে না। আমরা গতকাল সর্বশেষ বলেছি বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মোখা’র মূল কেন্দ্রটি মিয়ানমারের দক্ষিণাঞ্চল দিয়ে যাবে। এতে বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের উপকূলীয় অঞ্চলে ঝুঁকি কমে গেছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পরলোকে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং :ভারতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম