সম্পত্তিটির মালিক এখন সরকার
১৫ মে ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০০ এএম
তথ্য গোপন করে রিট করায় সাংবাদিক আবেদন খানকে দেয়া ১০ হাজার টাকা জরিমানার দন্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্ট। সরকার মালিকানাধীন ৩শ’ কোটি টাকার একটি বাড়ি ‘নিজের’ দাবি করে রিট করেছিলেন তিনি। রিটে হেরে গেলে প্রবীণ এ সাংবাদিক আপিল করেন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগীয় বেঞ্চ সেই লিভ টু আপিল খারিজ করে দেন গতকাল সোমবার। এর ফলে হাইকোর্টের রায়ই বহাল থাকলো বলে জানান অ্যাটর্নি জেনারেল এএম আমিনউদ্দিন।
আদেশের বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান জানান, রাজধানীর ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়ি (তৎকালীন ১৩৯/এ) পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিতে রায় দিয়েছিলেন কোর্ট অব সেটেলমেন্ট। পরে ওই রায় বাতিল ঘোষণা করে আদেশ দেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে করা আপিল আবেদনের ওপর আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এর আগে বাড়িটির অন্যতম দাবিদার এস. নেহাল আহমেদ লিভ টু আপিল করেন। আপিলের ওপর শুনানি গ্রহণ করেন সুপ্রিম কোর্ট। শুনানি শেষে আপিল খারিজ করে দেয়ায় ধানম-ির আলোচিত ৩শ’ কোটি টাকার এই সম্পত্তির মালিক এখন সরকার। আবেদন খানের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট নকিব সাইফুল ইসলাম।
প্রসঙ্গত: পরিত্যক্ত সম্পত্তি হিসেবে ৩শ’ কোটি টাকার বাড়ি নিয়ে পৃথক ২টি রিটের চূড়ান্ত শুনানি শেষ হয় গতবছর ২১ নভেম্বর। শুনানি শেষে হাইকোর্ট কোর্ট অব সেটেলমেন্টের রায় বাতিল করেন। এই রায়ের বিরুদ্ধে নেহাল আহমেদ চলতি বছর লিভ টু আপিল করেন। গত সপ্তাহে এ সংক্রান্ত শুনানিতে আপিল বিভাগ বাড়ি নিয়ে কোর্ট অব সেটেলমেন্টে করা মূল মামলার রায়ের (পৃথক রায়ের) সরকারপক্ষকে দাখিল করতে বলেন। এ ধারাবাহিকতায় সরকারপক্ষ গতকাল নথি দাখিল করে। পরে এর ওপর শুনানি হয়।
এর আগে ২০২২ সালের ২১ নভেম্বর রাজধানী ধানমন্ডির ২ নম্বর সড়কের ২৯ নম্বর বাড়িটি (তৎকালীন ১৩৯/এ) প্রায় ৩শ’ টাকার পরিত্যক্ত সম্পত্তি সরকারের বলে রায় দেন হাইকোর্ট। একই সঙ্গে তথ্য গোপন করে বাড়িটির মালিকানা চেয়ে রিট করায় সাংবাদিক আবেদন খানকে ১০ হাজার টাকা অর্থদ- দেন। এছাড়া ধানমন্ডি আবাসিক এলাকার পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে বাদ দিতে কোর্ট অব সেটেলমেন্ট যে রায় দিয়েছিলেন, তা বাতিল ঘোষণা করেন। পাশাপাশি বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্তির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মালিকানা দাবি করে দায়েরকৃত রিট খারিজ করে দেন। ওই বাড়ি নিয়ে করা পৃথক দুই রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি মো: আশফাকুল ইসলাম এবং বিচারপতি মো: সোহরাওয়ারদীর তৎকালিন ডিভিশন বেঞ্চ এ রায় দেন।
সরকারপক্ষীয় আইনজীবী জানান, ১৯৭২ সালে বাড়িটির তৎকালীন মালিক তা ছেড়ে চলে যাওয়ার পর সরকার ওই সম্পত্তি ‘পরিত্যক্ত’ ঘোষণা করে। এই সম্পত্তির উত্তরাধিকার হিসেবে মালিকানা দাবি করে আবেদ খানসহ তার পরিবারের ৯ সদস্য ১৯৮৯ সালে কোর্ট অব সেটেলমেন্টে মামলা করেন। এই মামলায় ১৯৯২ সালে কোর্ট অব সেটেলমেন্টের দেয়া রায়ে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্তিতে ‘যথার্থ’ বলা হয়। পরে বাড়িটিকে ‘পরিত্যক্ত সম্পত্তি’র তালিকাভুক্ত করার বৈধতা চ্যালেঞ্জ করে সাংবাদিক আবেদ খান ২০১৫ সালে হাইকোর্টে রিট করেন। শুনানি শেষে ২০১৫ সালের ৬ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। অন্যদিকে, ১৯৮৭ সালের এক আবেদন দেখিয়ে এস. নেহাল আহমেদ নামের আরেক ব্যক্তি একই সম্পত্তির মালিকানা দাবি করে কোর্ট অব সেটেলমেন্টে ১৯৯৬ সালে পৃথক একটি মামলা করেন। এ মামলায় ১৯৯৭ সালের ১৬ জুলাই রায় দেন। রায়ে বাড়িটি পরিত্যক্ত সম্পত্তির তালিকা থেকে অবমুক্ত করতে এবং নেহাল আহমেদ বাড়ির দখল পেতে পারেন বলে উল্লেখ করা হয়। এ রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে সরকারের পক্ষে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ২০১৮ সালে একটি রিট করে। এর প্রাথমিক শুনানি নিয়ে ২০১৮ সালের ৩১ জুলাই হাইকোর্ট রুল দেন। পৃথক রুলের ওপর একসঙ্গে শুনানি শেষে হাইকোর্ট রায় দেন।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বলেন, বাড়িসহ ধানমন্ডির ওই জায়গার আয়তন এক বিঘা। হাইকোর্টের রায়ের ফলে পরিত্যক্ত সম্পত্তি হিসেবে বাড়িটি সরকারের মালিকায় থাকলো। ওই বাড়ি নিয়ে সাংবাদিকসহ তার পরিবারের ৯ সদস্য সেটেলমেন্ট কোর্টে একটি মামলা করে ১৯৯২ সালে হেরে যান। সেটেলমেন্ট কোর্টের রায় গোপন করে সম্পত্তির মালিকানা দাবি করে আবেদ খান ২০১৫ সালে হাইকোর্টে রিট করেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঈশ্বরগঞ্জে শীতার্থদের মাঝে বিএনপি নেতার কম্বল বিতরণ
কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা
ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম
কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে
রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল
রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম
উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম
দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার
রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী
পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ
সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন
পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের
মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম
ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া
উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'
ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল
বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান
মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান