ঢাকা   শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫ | ২৬ পৌষ ১৪৩১

ক্ষমতা হারানোর ভয়ে পশ্চিমাদের প্রতি প্রধানমন্ত্রী রাগান্বিত : মির্জা ফখরুল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৫ মে ২০২৩, ১১:৫০ পিএম | আপডেট: ১৬ মে ২০২৩, ১২:০০ এএম

ক্ষমতা হারানোর ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমাদের প্রতি রাগান্বিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উনি (প্রধানমন্্রতী) পশ্চিমাদের প্রতি এত রেগেছেন কেন? সম্ভবত নিরাপত্তা বোধ করছেন না। ক্ষমতা হারানোর ভয়ে আছেন। গতকাল সোমবার বিকেলে গুলশানে এক বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

এতদিন পর প্রধানমন্ত্রী স্যাংশন নিয়ে কথা বলছেন কেন সে বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জবাবে মির্জা ফখরুল বলেন, উনি কেন এতদিন পর স্যাংসানের উপর বিষোদগার করছেন? তিনি ভাল করে জানেন। যারা স্যাংশন দেয় তারা কিসের উপর স্যাংশন দেয়। কিছুদিন আগে রাশিয়ার জাহাজ স্যাংশনের কারণে ঢুকতে পারেনি, বাংলাদেশ ফেরত দিয়েছে। উনি বলেছেন স্যাংশন যারা দেয় তাদের কাছ থেকে কিছু কিনবেন না। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি কেনে তা মোটামুটি আমরা সবাই জানি, বুঝতে পারি। তিনি সম্ভবত পশ্চিমাদের প্রতি রাগান্বিত হয়ে আছেন।

প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর ব্যর্থ এবং ফলাফল জিরো প্লাস মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, অবৈধ ও স্বঘোষিত একটা সরকারকে নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা। তিনি খুব সুন্দর কথা বলেন এবং তার কথাগুলোর মধ্যে জাহির করেই কথা বলেন সব সময়। জাতিকে তিনি একটি ধারণা দিতে চান যে, এখানে তার কোন বিকল্প নেতৃত্ব নেই। এবারের সফরে সেভাবেই তিনি একটি ধারণা দিতে চান যে সফরটা সফল হয়েছে। কিন্তু আমরা জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মাধ্যমে যতদূর জানতে পেরেছি যে, এখানে সফরটির ফলাফল একেবারে জিরো প্লাস।

তিনি বলেন, জাপানের সঙ্গে আগেই ব্যবসা-বাণিজ্যের কিছু বিষয় ঠিক হয়ে ছিল। আর যুক্তরাষ্ট্রে তিনি যে গিয়েছিলেন মূলত বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের যে ৫০ বছরের সম্পর্ক সেই সম্পর্কের উপর একটি সেমিনারে বক্তব্য রাখতে। যেটা খুব হালকা বিষয়। এধরণের একটা সেমিনারে গিয়ে একটা দেশের প্রধানমন্ত্রী বক্তব্য রাখেন! আইএমএফের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে প্রতিটি চুক্তিই অত্যন্ত কঠিন শর্তযুক্ত রয়েছে। সেখানে তিনি যেটা দাবি করেছেন যে, বিশ্বব্যাংক বলেছে বাংলাদেশের নেতৃত্ব প্রশংসা করেছেন, আমাদের কাছে যে রিপোর্টটা আছে, যেটা পত্র-পত্রিকায় এসেছে, তিনি ওই কথা বলার পর, প্রকাশ হওয়ার পর আইএমএফের মূখপাত্র একটা বিবৃতি দিয়েছেন। সেখানে বাংলাদেশের নেতৃত্বের কথা কোথাও আছে বলে আমি দেখিনি। উনি যেটা বলেছেন যে সেটা আইএমএফ বলেছে, বিবৃতিতে আইএমএফ সেটা বলেনি। এখান থেকে যেটা বোঝা যায়, উনার যুক্তরাষ্ট্রের যে সফর সেটা অর্জন কি? জনগণ সেটা বিবেচনা করবেন। আর যুক্তরাজ্যে উনি গিয়েছিলেন নতুন যে রাজা তার অনুষ্ঠানে। সেখানে স্বাভাবিকভাবে সেদেশের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে, রাজার দেখা হয়েছে এটা স্বাভাবিক। এটাতে বিশেষ কোন অর্জন হয়েছে বলে আমাদের জানা নেই।

রিজার্ভ সংকটের কারণে সামনে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হওয়া সময়ের ব্যাপার মাত্র উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যে সমস্ত ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি আমদানি করে তারা ডলারের কারণে আমদানি করতে পারছে না। প্রধান কারণ হচ্ছে- রিজার্ভের পরিমাণ যা, তা দিয়ে পরিশোধ করা সম্ভব হচ্ছে না। এদিকে পদ্মা সেতুর যখন ঋণ পরিশোধ করতে হবে তখন সামনে আরো মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হবে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের জন্য আগামী বছর থেকে প্রতি মাসে ১৫ হাজার কোটি টাকা পরিশোধ করতে হবে। সেই টাকা কোথা থেকে আসবে আসবে না আসবে সে সম্পর্কে অর্থনীতিবিদরা ধারনা রাখেন। তারা খুব ভালো করেই জানেন যে বর্তমানে বাংলাদেশ একটা চরম অর্থনৈতিক সঙ্কটে পড়েছে এবং রিজার্ভের পরিমাণ এতো নিচে নেমে এসেছে যে মারাত্মক সঙ্কট সৃষ্টি একটা সময়ের ব্যাপার।

প্রধানমন্ত্রী ময়ূর সিংহাসনে বসে আছেন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আমরা ময়ূর সিংহাসনে বসি না, আমরা জনগণের কাতারে জনগণের চেয়ারে বসি। আওয়ামী লীগ সরকার গত কয়েক দশকে বিদ্যুৎ খাতকে দুর্নীতির খাত হিসেবে চিহ্নিত করেছে বলে মন্তব্য করেন তিনি বলেন, দেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নেই। তাদের লোকেরা দুর্নীতি করেছে। এখন সাধারণ মানুষের পকেট কাটছে।

পশ্চিমাদের নিয়মিত প্রোটোকলের বাইরে কোন প্রটোকল না দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে বিএনপির মহাসচিব বলেন, ক্ষমতা হারানোর ভয়ে আছে সরকার, তাই পশ্চিমাদের উপর রাগান্মিত তিনি। আমরা আশা করবো কোন দেশের সঙ্গে যেন বাংলাদেশের জনগণের সম্পর্ক নষ্ট না হয়।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য
গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ভাইস-চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের আবদুল হাই শিকদার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান রিয়াজ উদ্দিন নসু, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার অংশ নেন।###


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা

কুষ্টিয়ার কুমারখালীতে মুচলেকা ও জরিমানার পরও বন্ধ হয়নি ইট ভাটা

ফরিদপুরের জেলার সকল  অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

ফরিদপুরের জেলার সকল অরক্ষিত রেল ক্রসিংয়ে গেট স্থাপনের দাবিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে

কুষ্টিয়ার মাটির তৈরি হাঁড়ি পাতিল যাচ্ছে বিদেশে

রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল

রাণীনগর উপজেলা পরিদর্শনে এসে শীতার্তদের শীতবস্ত্র দিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল

রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

রাজশাহীর চারঘাটে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম

উন্নতির জন্য ক্রিকেটের বিকেন্দ্রীকরণ চান ফাহিম

দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার

দৌলতদিয়া স্রোত ও নদী ভাঙনের কারণে লোকসানের মুখে ঘাট ইজারাদার

রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

রাজশাহীতে সাদপন্থীদের বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী

খুলনাকে গুটিয়ে জয়ে ফিরল রাজশাহী

পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ

পূর্ব থানা থেকে পালিয়ে যাওয়া ওসি শাহ আলমকে গ্রেফতারের দাবিতে উত্তরায় বিক্ষোভ

সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো

সেমি-সুয়ারেসের সঙ্গে নেইমারের জুটি নিয়ে যা বললেন মায়ামি কোচ মাসচেরানো

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন

সোহরাওয়ার্দী উদ্যানে চলছে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন

পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের

পরিবেশ রক্ষা ও সমাজ উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান রিজওয়ানা হাসানের

মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

মাগুরার মহম্মদপুরে ডাকাতি, একজনকে কুপিয়ে জখম

ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া

ফাইনালে গ্রিনকে পাওয়ার আশায় আস্ট্রেলিয়া

উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'

উন্নত বিশ্বের মতো ফরিদপুরে চালু হলো 'হলিডে মার্কেট'

ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল

ঢাকার টঙ্গীতে সাদপন্থীদের হাতে তাবলীগের সাথীদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ফরিদপুরে বিশাল বিক্ষোভ মিছিল

বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান

বিপদগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে যেতে হবে -অধ্যাপক মাহফুজুর রহমান

মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না  জুমার খুৎবা পূর্ব বয়ান

মানুষ জবাই করা আর হাত পা ভেঙ্গে দেয়ার নাম তাবলিগ না জুমার খুৎবা পূর্ব বয়ান

কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ

কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কুড়িগ্রামে সমাবেশ