ছয় জেলায় সড়কে নিহত ৮
১৭ মে ২০২৩, ১০:৪৭ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
ছয় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও তিনজন আহত হয়েছে। এরমধ্যে ফরিদপুরের মধুখালী উপজেলায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছে। এছাড়া মাদারীপুর, নোয়াখালী, সাতক্ষীরা, পটুয়াখালী ও ময়মনসিংহে একজন করে নিহত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন Ñ
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, মাদারীপুর জেলার ডাসারে পিকআপ ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালক শাকিল হাওলাদার ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে।
জানা গেছে, পিকআপ ভ্যানে গরু বোঝাই করে চালক শাকিল উপজেলার গোপালপুর এলাকা থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে হঠাৎ করে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় তিনি গাড়ির নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহতের লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে।
ফরিদপুর জেলা ও মধুখালী উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরে বাসচাপায় মোটরসাইকেলে আরোহী তিন যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার মধুখালী থানার অফিসার ইনচার্জ ইনকিলাবকে নিশ্চিত করেন। এর আগে গত মঙ্গলবার রাতে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের ঘোপঘাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা বাগাট ইউনিয়নের বিশ্বাসপাড়া মহল্লার বাসিন্দা। তারা পরস্পর বন্ধু। নিহতরা হলেন- মজিবর সরদারের ছেলে হুসাইন সরদার, ইদ্রিস বিশ্বাসের ছেলে নাহিদ বিশ্বাস ও বাদশা বিশ্বাসের ছেলে জোবায়ের বিশ্বাস।
বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খান বলেন, ঝড়ে সড়কের পাশের একটি গাছের বড় ডাল ভেঙে পড়েছিল রাস্তায়। কামারখালী থেকে বাগাট আসার পথে ওই গাছের ডালের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে তিন বন্ধু ছিটকে পড়ে যায়। এ সময় মাগুরামুখী একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে গুরুতর আহত হন তারা তিনজনই। এলাকাবাসী ওই তিন তরুণকে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, নিহত তিনজন একই এলাকার এবং পরস্পর বন্ধু। এর মধ্যে হুসাইন সরদার স্নাতকে (ডিগ্রি) পড়াশোনা করতেন।
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) সুমন কর জানান, লাশ তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালী পৌর এলাকার দত্তেরহাটে ইটবাহী পিকআপ চাপায় এক এনজিও কর্মী নিহত হয়েছে। আহত হয়েছেন অটোরিকশা চালক। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সোনাপুর-চৌরাস্তা সড়কের দত্তবাড়ি মোড় এলাকার পায়রা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাত আরা জিতু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পাহাড়তলির লোকো কলোনির মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টায় অটোরিকশা যোগে দত্তেরহাট এলাকা থেকে মাইজদীতে আসছিলেন জিতু। এসময় পিছনের দিক থেকে আসা একটি ইটবাহী পিকআপ ভ্যান অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ধাক্কায় রিকশায় থাকা জিতু সড়কে ছিটকে পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সুধারাম মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সাতক্ষীরা জেলা সংবাদদাতা জানান, সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় আহত মাছ ব্যবসায়ী আবুল বাসারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে।
কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা জানান, পটুয়াখালীর কলাপাড়ায় লোবেটের সাথে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চিনময় নামে এক স্কুল শিক্ষক। গত মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউপির ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবলু মৃধা ঝালকাঠি জেলার রাজাপুর থানার চারাখালি গ্রামের মৃত আছমত আলীর ছেলে।
স্থানীয়রা জানান, অটোরিকশাযোগে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক দিয়ে নীলগঞ্জ দক্ষিণ দৌলতপুর শশুর বাড়িতে যাচ্ছিলেন বাবলু। এসময় একটি পরিবহনকে পাশ কাটাতে গেলে সড়কের পাশে লাইট বন্ধ করে থামিয়ে রাখা লোবেটের সাথে ধাক্কা লেগে অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাবলুকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মো. জসীম জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য লোবেট চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের নান্দাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার ভোর ৪টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে খাদ্য গুদামের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া নান্দাইল পৌর সদরের ভূঁইয়া পাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
জানাযায়, নান্দাইল ব্র্যাক অফিসের বিপরীতে অবস্থিত সরকারি খাদ্য গুদামের সামনে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। নিহত যুবক ও ট্রাক চালক ট্রাকের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। এসময় ময়মনসিংহগামী একটি দ্রুতগামী বাস পেছন থেকে ধাক্কা দিলে সামনে দাঁড়িয়ে থাকা দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের নান্দাইল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ছয়টার দিকে সবুজ মারা যান। অপরজন সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিউর রহমান বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে শম্ভুগঞ্জ এলাকায় আটক রয়েছে বলে জানতে পেরেছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ