পায়রা বন্দরের চ্যানেলের গভীরতা বৃদ্ধিতে এক মাসেই ৫০ কোটি টাকার রাজস্ব আদায়
১৭ মে ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
পটুয়াখালীর পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে বন্দরের চ্যানেলে গভীরতা বৃদ্ধির সাথে সাথে জাহাজের আগমন বৃদ্ধি পাওয়ায় রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।
এদিকে প্রথমবারের মতো শুরুর ১০ বছরের মধ্যেই পটুয়াখালীর পায়রা বন্দর এখন সাড়ে ১০ মিটার ড্রাফটের গভীরতার সমুদ্র বন্দরে রুপ নিয়েছে। ২০১৩ সালে পায়রা বন্দর অর্ডিন্যান্স অনুমোদনের পরে ২০১৬ সালে ৭-৮ মিটার গভীরতায় বাণিজ্যিক জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাসের মাধ্যমে সীমিত পরিসরে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। বর্তমানে ক্যাপিটাল ড্রেজিং শেষে বন্দরের গভীরতা সাড়ে ১০ মিটার বৃদ্ধি পাওয়ার ফলে ২২৫ মিটার দৈর্ঘ্য এং ৩২ মিটার প্রস্থ বিশিষ্ট প্যানামেক্স আকৃতির বড় জাহাজ ৪০ হাজার থেকে ৫০ হাজার মে.টন/ তিন থেকে সাড়ে ৩ হাজার কনটেইনার পণ্য নিয়ে সরাসরি বন্দরে ভিড়তে পারছে।
এদিকে ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে ৭৫ কিলোমিটার দীর্ঘ্য বন্দরের গভীরতা সাড়ে ১০ মিটার ঘোষণার পরপরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ মিটারের উপরের জাহাজ আসতে শুরু করেছে। ২৬ মার্চ ঘোষণার একসপ্তাহের মধ্যেই প্রথমবারে ১০.২ মিটার ড্রাফটের ‘অরনা হুলিয়া’ নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে ১৮৮ মিটার দৈর্ঘ্যরে ও ৩৩ মিটার প্রস্থের ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন পণ্যসহ বন্দরের ইনার অ্যাংকরে নোঙর করে পায়রা তাপ বিদুৎ এর কয়লা নিয়ে।
এদিকে ক্যাপিটাল ড্রেজিং এ বন্দরের গভীরতা সাড়ে ১০ মিটার চলতি ২৬ মার্চ ঘোষণার পর থেকে ইতোমধ্যে এক মাসের মধ্যেই মোট মাদার ভেসেল এসেছে-১৪টি যার মধ্যে ১টি পাথর এবং ১৩টি কয়লা নিয়ে যার প্রতিটিই ১০ মিটার ড্রাফটের উপরে এতে বন্দরের রাজস্ব আদায় হয়েছে ৫০ কোটি টাকার উপরে বলে জানিয়েছেন পায়রা বন্দরের মিডিয়া ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান।
গত ২৭ এপ্রিল রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ,এনজিপি, এনডিসি, এনসিসি, পিএসসি, বিএন পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১২ এপ্রিল রিয়ার এডমিরাল গোলাম সাদেককে চট্রগ্রাম বন্দরের চেয়ারম্যান থেকে পায়রা বন্দরের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয় ।
পায়রা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক পায়রা বন্দরের দায়িত্ব গ্রহণের পরে ২ মে দিনভর বন্দরের চলমান ফার্স্ট টার্মিনাল প্রকল্প, ক্যাপিটাল ও মেইনটেইন্যান্স ড্রেজিং প্রকল্প, পায়রা বন্দরের চ্যানেল, পায়রা বন্দরের ট্রান্সশিপমেন্ট এলাকা, জাহাজসহ মুরিং বয়া এলাকা পরিদর্শন করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে ছিলেন পায়রা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) রাজিব ত্রিপুরা, পায়রা বন্দর কর্তৃপক্ষের (হারবার মাস্টার) ক্যাপ্টেন এস এম সরিফুর রহমান, পায়রা বন্দর কর্তৃপক্ষের (চীফ হাইড্রোগ্রাফার) মাহামুদুল হাসান, মিডিয়া ও ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমানসহ বন্দরের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে তিনি বন্দরের ১১তম গ্রেড ও তদূর্ধ্ব সকল কর্মকর্তাদের নিয়ে পাবকের কনফারেন্স রুমে এক সভা করেন। এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, দক্ষ, স্মার্ট এবং গ্রিন পোর্ট হিসেবে পায়রা বন্দরকে এগিয়ে নেয়া আমাদের প্রধান লক্ষ্য।
এছাড়াও বন্দরে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়টি সামনে রেখে সকলকে কাজ করতে নির্দেশনা প্রদানসহ বন্দরের রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ