মহাসাগরীয় অঞ্চলে গেম চেঞ্জার হতে পারে টোকিও-ঢাকা-দিল্লির ঐক্য
১৭ মে ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ১৮ মে ২০২৩, ১২:০১ এএম
ঢাকা, দিল্লি ও টোকিওর ত্রিপক্ষীয় ঐক্য ও সহযোগিতা ভারত মহাসাগরীয় অঞ্চলের কল্যাণের স্বার্থে নতুন পথ উন্মোচনকারীর (গেম চেঞ্জার) ভূমিকা পালন করতে পারে বলে মনে করে বাংলাদেশ। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশ, ভারত ও জাপানের মধ্যে ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারের বিষয়ে যে রাজনৈতিক সদিচ্ছা আছে, তাতে কোনো সন্দেহ নেই। এখন প্রকল্পভিত্তিক কিংবা কোনো একটি দেশের উদ্যোগে অন্যরা যুক্ত হলে সবাই এর সুফল ভোগ করবে।
রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সিন্ডিকেট হলে এক আলোচনায় প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব এ কথা বলেন। গতকাল বুধবার বাংলাদেশ, ভারত ও জাপানের ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়ে এই আলোচনা অনুষ্ঠিত হয়। এনএসইউর সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) সেন্টার ফর পিস স্টাডিজ ওই আলোচনার আয়োজন করে।
মাসুদ বিন মোমেন বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানটা অনন্য। দক্ষিণ এশিয়ার কেন্দ্রস্থলে অবস্থানের পাশাপাশি বাংলাদেশ দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গমস্থলে অবস্থিত। এ ধরনের অবস্থান, বিশেষ করে সংযুক্তি এবং উপাঞ্চলিক ও আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশকে সুবিধাজনক অবস্থানে রেখেছে। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়া—উভয়েরই একটি প্রধান এবং সক্রিয় অংশীদার হিসেবে জাপান এ অঞ্চলের বিপুল জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভারতও এই অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতায় ক্রমবর্ধমানভাবে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে। তিনি ত্রিদেশীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে বিনিয়োগ, সরবরাহব্যবস্থা এবং সংযুক্তির উন্নয়নে জোর দেন।
প্যানেল আলোচক এবং সাবেক পররাষ্ট্রসচিব অধ্যাপক মো. শহীদুল হক বলেন, বাংলাদেশ, ভারত ও জাপানের সম্পর্ক ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন এক মাত্রায় উত্তরণ হয়েছে। তিন দেশের মধ্যে এখনকার মতো এত ভালো সম্পর্ক কখনোই ছিল না। এই সম্পর্ক এখন প্রকল্পের ঊর্ধ্বে উঠে মূল্যবোধভিত্তিক এক অংশীদারে রূপ নিয়েছে।
জাপান বিশ্বস্ত বন্ধু কি না, এমন এক প্রশ্নের জবাবে শহীদুল হক বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতি থেকে সরে এসে সাম্প্রতিক বছরগুলোতে জাপান এখন ভিন্ন আঙ্গিকে নিজের অবস্থান তুলে ধরছে। জাপান ভারত মহাসাগরীয় কৌশলের পাশাপাশি এই অঞ্চলের ভূরাজনীতি, ভূ-অর্থনীতির এবং ভারতের উত্তর–পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্তির মাধ্যমে এই অঞ্চলের বাইরের সঙ্গে যুক্ততার বিষয়টি সামনে এনেছে। ভারতের পর সম্প্রতি বাংলাদেশও জাপানের কৌশলগত অংশীদার হিসেবে যুক্ত হয়েছে। তিনটি দেশ কৌশলগত অংশীদার হিসেবে নতুন কাঠামোতে পরস্পরের যুক্ততার জন্য কাজ করছে। বাংলাদেশ ও ভারতের পরীক্ষিত বন্ধু জাপান। তিন দেশের সহযোগিতার পথে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। তাই ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে হলে এই চ্যালেঞ্জগুলো দূর করতে হবে।
এসআইপিজির পরিচালক অধ্যাপক শেখ তৌফিক এম হকের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান, এশিয়ান কনফ্লুয়েন্সের নির্বাহী পরিচালক সব্যসাচী দত্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক এম জসিম উদ্দিন প্রমূখ। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
হেরেই চলেছে ঢাকা, পরাজয়ের বৃত্ত ভাঙল সিলেট
মুকসুদপুরে ক্যালেন্ডার বিতরনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত ২০ জন
১০ জেলায় শৈত্যপ্রবাহসহ সারাদেশে তীব্র শীত
আ.লীগ ক্রীড়াঙ্গনেও ব্যাপক দলীয়করণ করেছিল : মির্জা ফখরুল
নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে ড্রেজার মেশিন ও পাম্প জব্দ
ছাগলনাইয়ায় এসএসসি ব্যাচ-২০০০’র বন্ধুদের মেজবান ও মিলনমেলা
রাতের আধারে দুস্থ রোগীদের শীতবস্ত্র দিলেন ইউএনও
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল : চিকিৎসক
ঝগড়ার সময় স্ত্রীকে বাপের বাড়ী চলে যেতে বা মন ইচ্ছামতো চলতে বলা প্রসঙ্গে।
ফারুক হাসানের উপর হামলা ও আসামিদের জামিন পাওয়া অত্যন্ত নিন্দনীয় : খসরু
মানিকগঞ্জে ওয়ারেন্টের ৫ আসামী গ্রেফতার
আশুলিয়ায় শিক্ষার্থীদের অংশগ্রহণে পিঠা উৎসব
সন্ধান মিললো ফ্যাসিস্ট গণহত্যার শিকার আরও ৬ শহীদের লাশ!
মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু হত্যার বিচারের দাবীতে বিক্ষোভ
ছাগলনাইয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির জনসংযোগ ও লিফলেট বিতরণ
কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে নিহত ১
ত্রিশাল সরকারি নজরুল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহন
বিএআরএফ'র ইজিএম ও ফ্যামিলি ডে অনুষ্ঠিত
‘আলেমদের নেতৃত্বে চলবে দাওয়াতে তাবলিগ খুনীদের নেতৃত্বে নয়’
কলাপাড়া গ্রাজুয়েট ক্লাবের উদ্যোগে ৫০০ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ