পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ
২০ মে ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
বরিশাল সিটি নির্বাচনে বিধি বহির্ভূতভাবে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ উঠেছে পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি জাহিদ ফারুক শামিমের বিরুদ্ধে।
এ ব্যাপারে রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়েরের কথা জানিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপসের প্রধান নির্বাচন সমন্বকারী মহশিন উল ইসলাম হাবুল। লিখিত অভিযোগে পানি সম্পদ প্রতিমন্ত্রী জহিদ ফারুক এমপির বিরুদ্ধে অভিযোগ করে জানান হয়, তিনি নির্বাচনী বিধিকে পাশ কাটিয়ে মহানগরীর পাসেই অপসোনিন-এর গেস্ট হাউজে অবস্থান করে বরিশাল সিটি নির্বাচনকে নানাভাবে প্রভাবিত করছেন। পাশাপাশি প্রতিমন্ত্রী তার প্রটোকল নিয়ে বরিশাল মহানগরীতেও ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস জানান, বিষয়টি ই-মেইল-এর মাধ্যমে রিটার্নিং কর্মকর্তাতে অবহিত করা ছাড়াও স্ব শরীরে তার কাছে লিখিত অভিযোগ দিলেও তা তিনি গ্রহণ করেননি। তবে নির্বাচন অফিসের একাধিক কর্মকর্তা কোনো অভিযোগ পাবার কথা অস্বীকার করেছেন। রিটার্নিং অফিসারের সাথে তার সেল ফোনে যোগাযোগের বহু চেষ্টা করেও বন্ধ পাওয়া গেছে। এদিকে নির্বাচন কমিশনের একজন অতিরিক্ত সচিব গতকাল শনিবার বরিশাল সফর করে এখানের নির্বাচনী পরিবেশসহ কয়েকটি ভোট কেন্দ্রও পরিদর্শন করেছেন।
এদিকে জাতীয় পার্টি প্রার্থী ইকবাল হোসেন তাপস গতকাল শনিবার দিনভর তার প্রধান নির্বাচনী কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সাথে বৈঠক করেছেন। সন্ধ্যায় তিনি নগরীর শেষ প্রান্তে কালিজিরা এলাকার জামে মসজিদে মাগরিব নামাজ আদায় শেষে উপস্থিত মুসুল্লীদের সাথে কুশল বিনিময়সহ সাবার দোয়া কামনা করেন।
আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ গতকাল শনিবারও তার বাস ভবন এবং প্রধান নির্বাচনী কার্যালয়ে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে বৈঠকসহ নগরীর বিভিন্ন এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি গত শুক্রবার নগরীর মুসলিম গোরস্থানে তার অগ্রজ আবুল হাসনাত আবদুল্লাহর স্ত্রী শাহনারা বেগমের কবর জিয়ারত করে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেছেন।
ইসলামী আন্দোলন প্রার্থী মুফতি ফয়জুল করিম ছাহেবও গতকাল শনিবার নগরীর কয়েকটি এলাকার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়সহ নগরীর চাঁদমারীতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে বৈঠক করেছেন।
আগামী ১২ জুন বরিশাল সিটি করপোশেনের ৫ম নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে গত ১৬ মে মেয়র পদে ১০ জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩০টি ওয়ার্ডে ১৪৬ জন ও ১০টি সংরক্ষিত মহিলা আসনে ৪২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে ১৮ মে বাছাইকালে মেয়র পদে ৪ জন ছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১২ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ২ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ফলে ২৫ মে প্রত্যাহারের আগে পর্যন্ত বরিশাল নগর পরিষদের আসন্ন নির্বাচনে মেয়র পদে ৬ জন ছাড়াও ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ১৩৪ এবং ১০টি সংরক্ষিত নারী আসনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
আসন্ন বরিশাল সিটি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই মূল ৩ প্রার্থী নগরীতে অনানুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে ইতোমধ্যে জাপা ও ইসলামী আন্দোলন প্রার্থীদের সতর্কও করে দিয়েছে নির্বাচন কমিশন। অপরদিকে জাতীয় পার্টির প্রার্থী ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তাকে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ঘনিষ্ঠজন বলে অভিযোগ করে তার অপসারণ দাবি করেছেন।
এদিকে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ দলীয় মনোনয়ন পেলেও দলের ভেতরেই তার বিরুদ্ধে একটি গ্রুপ এখনো সক্রিয়। এখন পর্যন্ত তাকে দলীয় কোন্দল সামাল দিতেই অনেকটা ব্যস্ত থাকতে হচ্ছে। ইতোমধ্যে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক ও তার ছোট ভাইকে গ্রেফতার করা হয়েছে। মহানগর ছাত্রলীগ কমিটিও বিলুপ্ত করা হয়েছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ফ্যাসিস্ট হাসিনার প্রতি খালেদা জিয়ার যে মহানুভবতায় বিস্মিত আসিফ নজরুল
পঞ্চগড়ে শিবিরের নেতৃত্বে জুলফিকার-রাশেদ
জরাজীর্ণ ও ব্যবহার অনুপযোগী নির্মাণের ৩৬ বছরেও মেরামত হয়নি বাস টার্মিনাল
সুবিধা বঞ্চিত গরীব অসহায়দের মাঝে এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ
মুজিব ছিল ভারতীয় নকশা বাস্তবায়নের মূল খেলোয়াড়: মেজর ডালিম বীর উত্তম
মাসুদ-বাবরের রেকর্ড জুটি
ছাত্রলীগের শরীয়তপুর সরকারি কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী গ্রেপ্তার
বিনামূল্যে ফ্ল্যাট পাওয়া নিয়ে মিথ্যা বলেছিলেন টিউলিপ : ডেইলি মেইল
প্রতারণার মাধ্যমে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ৩০ মামলার আসামী গ্রেপ্তার
‘ডিবি অফিসে আর কোনো ভাতের হোটেল হবে না’
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
সিলেটে ক্রিকেট উন্মদনা শুরু
ইসরায়েলের কারাগার থেকে জর্ডানিয়ান চিকিৎসকের মুক্তি
ব্রিজবেন ইন্টারন্যাশনালে চ্যাম্পিয়ন সাবালেঙ্কা
রোহিঙ্গা ঠেকাতে পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে দুপুরে সংবাদ সম্মেলন
খালেদা জিয়ার সঙ্গে রাষ্ট্রদূত মুশফিকুল আনসারীর সাক্ষাৎ
দ. কোরিয়ায় ইউন সুক ইয়োলের গ্রেপ্তার নিয়ে উত্তপ্ত পরিস্থিতি
কাতারে সিরিয়ার নতুন পররাষ্ট্রমন্ত্রী, নিষেধাজ্ঞা তোলার আর্জি
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হল ৮২ তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড–২০২৫