সাজানো প্রশাসন দিয়ে নিষ্ঠুরতা চালাচ্ছে সরকার
২০ মে ২০২৩, ১০:৩৯ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম
খুলনায় গত শুক্রবার বিএনপির সমাবেশে পুলিশ বিনা উস্কানিতে গুলি চালিয়েছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সাজানো-গোছানো ও আদরে প্রতিপালিত প্রশাসন দিয়ে এই নিষ্ঠুরতা চালাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কারণেই খুলনায় পায়ে পারা দিয়ে পুলিশ আক্রমণ চালিয়ে অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। গতকাল শনিবার বিকেলে খুলনায় এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। গত শুক্রবার বিএনপির খুলনায় বিভাগীয় জনসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে ও গুলিতে আহত শতাধিক নেতাকর্মীদেরকে দেখতে ও খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে এবং হাসপাতালে ছুটে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শনিবার সকালে ঢাকা থেকে খুলনায় ছুটে যান রিজভী। তিনি খুলনা মহানগরীর বিভিন্ন হাসপাতালে প্রায় ৩৫ জন নেতাকর্মীকে স্বশরীরে গিয়ে দেখা করে খোঁজ-খবর নেন এবং তাদের চিকিৎসা বিষয়ে অবহিত হন। আহতদের প্রায় প্রত্যেককেই তিনি তারেক রহমানের পক্ষে সহায়তা দেন। এসময় তিনি যুবদল, ছাত্রদল ও বিএনপির আহত নেতাকর্মীদের ডেকে খোঁজ নেন এবং তাদের সান্ত¡না দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল ইসলাম মনা, বিএনপি নেতা বাপ্পীসহ স্থানীয় অনেক নেতাকর্মী।
পরে বিকেলে খুলনায় এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর ভোটারবিহীন অবৈধ সরকারের নির্যাতন নিপীড়ন থেমে নেই। তাদের বর্বর নির্যাতনে অনেকেই মৃত্যু পথযাত্রী। অনেককে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। খুলনায় হামলার যে ঘটনা বর্বর ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। পুলিশ বাধা দিয়ে বিএনপির নেতাকর্মীদরকে পঙ্গু বানাবে এটা শেখ হাসিনার কোন গণতন্ত্রের নমুনা?
তিনি বলেন, বিএনপির সমাবেশে আইনশৃঙ্খলা অবনতির কী এমন ঘটনা ঘটেছে। নেতাকর্মীরা সমবেত হবেন, স্লোগান দিবেন বক্তব্য দিবেন এটা তো স্বাভাবিক ব্যাপার। এখানে সংঘাতের কী হলো? কিন্তু খুলনার পুলিশ-প্রশাসন পায়ে পারা দিয়ে রক্তাক্ত সংঘাতের সৃষ্টি করেছে। এই সহিংস সংঘাতের জন্য খুলনার পুলিশ প্রশাসন দায়ী। খুলনার যিনি কমিশার, অতিরিক্ত কমিশনার, এখানকার ওসি দায়ী।
রিজভী বলেন, অনেকেই বলেন, খুলনা নাকি গণভবনের এক্সটেনশন কিংবা শেখ পরিবারের আরেকটি স্বর্গরাজ্য। কারণ শেখ পরিবারের যিনি প্রধানমন্ত্রী তার অনেক ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন এই খুলনায় থাকেন এবং তারা বিভিন্নভাবে রাজনৈতিক ক্ষমতা ভোগ করেন। তাদেরকে খুশি করতে ও মনোবাঞ্ছা পূরণের জন্য পুলিশ প্রশাসন ন্যাক্কারজনক ক্রীতদাসের ভুমিকা পালন করেছে। একটি শান্তিপূর্ণ সমাবেশকে বানচাল করতে তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে। ছাত্রদল, যুবদল, বিএনপির অনেক নেতাকর্মীকে গুলি লেগেছে। অনেকেই হাসপাতালের আইসিইউতে কাতরাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা আটা চালনি যেমন দেখি যে, ফুটা থাকে তেমনই নেতাকর্মীদের পিঠ চালনির মতো ফুটা হয়েছে। এটা তো শেখ হাসিনার অবদান! সারাদেশে পুলিশের হাতে অস্ত্র দেওয়া হয়েছে। তাদের গুলিতে অনেকের জীবন যাচ্ছে। অসংখ্য নেতাকর্মীর চোখ হারাচ্ছে। এদেরকে পৃথিবীর আলো থেকে বঞ্চিত ও অকর্মণ্য করার কর্মসূচি গ্রহণ করেছেন শেখ হাসিনা। এজন্যই তার সাজানো-গোছানো আদরে প্রতিপালিত প্রশাসন দিয়ে এই নিষ্ঠুরতা চালাচ্ছেন। আজ শনিবারও পটুয়াখালী, রাজবাড়ি, নেত্রকোণায় বিএনপির সমাবেশে হামলা চালিয়ে নেতাকর্মীদের আহত ও গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?
বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
রাস্তাটি সংস্কার করুন
থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা
ইসলামী শক্তির সম্ভাবনা কতটা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা