জিপিওর কাস্টমসে আরো দু’টি চালান জব্দ

নেদারল্যান্ডস থেকে আসা মাদকের পার্সেল নিয়ে লুকোচুরি

Daily Inqilab হাসান-উজ-জামান

২০ মে ২০২৩, ১০:৪০ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০২ এএম

নেদারল্যান্ডস থেকে সরকারি ডাকযোগে আসা পার্সেল থেকে ভয়াবহ মাদক এলএসডি জব্দ, আসামি গ্রেফতার এবং মামলার অগ্রগতি সম্পর্কে মুখ খুলছে না কোনো সংস্থা। গত কয়েকদিন ধরে এ নিয়ে চলছে সংশ্লিষ্ট সংস্থাগুলোর এক ধরনের লুকোচুরি। অসুস্থতার অযুহাত তুলে অফিস করছেন না একাধিক কর্মকর্তা। অনেকে কৌশলীপন্থা অবলম্বন করছেন।

দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের মাধ্যম পাচার হয়ে আসছে মাদক। রাষ্ট্রীয় ডাকেও মাদক আসছে। সূত্র জানায়, সরকারি ডাক বিভাগের বৈদেশিক ডাক শাখায় গত ৯ মে ঢাকার দক্ষিণ বাড্ডার শিমুলতলা মসজিদ এলাকার জনৈক ফারদিন খানের নামে নেদারল্যান্ডস থেকে পার্সেল আসে। বৈদেশিক ডাক (কাষ্টমস) বিভাগের কর্মকর্তা আবু রায় রায়হান বলেন, পার্সেলটি নিয়ে সন্দেহ দেখা দেয়। এ পার্সেলের মালামাল ও এর রাজস্ব নিয়ে সন্দেহ থেকে পার্সেলটি খোলা হয়। পরে সেখানে তিনটি প্যাকেটে ১৫০ মাইক্রোগ্রাম বা ২৫ পিস এলএসডি পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল সঞ্চিতা রানি সরকারকে বুঝিয়ে দেয়া হয়। তিনি ঢাকা মেট্রো নারকোটি´ (ডিএসসি) বিভাগকে খবর পাঠান। ডিএনসির গোয়েন্দা বিভাগ জব্দকৃত মালামাল ভয়াবহ মাদক এলএসডি হিসেবে চিহিৃত করে। পরে এ সংক্রান্ত একটি জিডি করা হয় সংশ্লিষ্ট থানায়। খোঁজ নিয়ে জানা যায়, এদিকে জব্দকৃত পার্সেলটি ছাড়িয়ে নিতে চলে দেন দরবার। পরে গুলশান পোষ্ট অফিসের সামনে থেকে গ্রেফতার করা হয় পার্সেলের প্রাপক ফারদিনকে। গত ১৬ মে এ ঘটনায় মামলা হয় রাজধানীর পল্টন থানায়।

এদিকে এ পার্সেলের চালান সম্পর্কে খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসে থলের বিড়াল। নারকোটি´ বিভাগ জানায়, এর পেছনে জড়িত রয়েছে অনেক রাঘব বোয়াল। বিদেশ থেকে আসা মাদকের চালানের সূত্র ধরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) মফিজুর রহমানের বাসা থেকে ভয়ংকর বিদেশি মাদক উদ্ধার হয়েছে। গত সোমবার রাতে তার সংসদ ভবন আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে থাই মাদক হিসাবে পরিচিত এমডিএমএ উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (নারকোটিক্্র)। ওই ঘটনায় এপিএস-এর শ্যালক ইব্রাহিম কিবরিয়া এবং তার দুই ঘনিষ্ঠ বন্ধু ফারদিন ও আজরাফ আহমেদ ওজিকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে আজরাফ আহমেদ ব্যান্ডশিল্পী শাফিন আহমেদের ছেলে। প্রভাবশালীদের চাপে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলে।

সংশ্লিষ্টরা জানান, বাড্ডার জনৈক ফারদিনের নামে পাঠানো পার্সেলটির মালিক ধরতে গুলশান পোস্ট অফিসের আশপাশে অপেক্ষায় থাকে নারকোটিক্্র টিম। একপর্যায়ে ১৫ মে পার্সেল নিতে আসেন আজরাফ আহমেদ ওরফে ওজি। আটকের পর তিনি নিজেকে ব্যান্ড তারকা শাফিন আহমেদের ছেলে বলে পরিচয় দেন। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বন্ধু ফারদিন পার্সেলটির মালিক। সে তাকে পার্সেল ডেলিভারি নিতে পোস্ট অফিসে পাঠায়। এর ভেতরে কী আছে, তা তিনি জানেন না। একপর্যায়ে কৌশলে ফারদিনকেও পোস্ট অফিসের সামনে ডেকে আনা হয়। নারকোটিক্্েরর হাতে গ্রেফতার হওয়ার পর ফারদিন তার সহযোগী হিসাবে ইব্রাহিম কিবরিয়া নামের এক যুবকের নাম বলেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের সামনে থেকে ইব্রাহিমকেও আটক করে নারকোটিক্্র। এপিএসের শ্যালকের বাসা থেকে ভয়ানক মাদক উদ্ধার হলেও পরে তা গাঁজা হিসেবে উল্লেখ করা হয়। ওজি ও ইব্রাহিমের লঘু দন্ড হলেও জোরালো তদবির না থাকায় মামলার আসামি হন ফারদিন।

এদিকে ১৬ তারিখ মামলা হবার পর মুখে কুলুপ আটেন সংশ্লিষ্ট কর্মকর্তা। গত বুধবার বিকেল ৩টার দিকে জিপিও’র মেট্রোপলিটন সার্কেলের বৈদেশিক ডাক শাখার ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল সঞ্চিতা রানি সরকারকে অফিসে পাওয়া যায় নি। গত বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত অফিসে আসেন নি তিনি। যদিও তার পিএসসহ অন্যরা বলেছেন, তিনি আসবেন। পরে ইনকিলাবের এ প্রতিবেদক সঞ্জিতা রানিকে ফোন করলে তিনি অসুস্থ দাবি করে অফিসে আসবেন না বলে জানান। তিনি পার্সেল সম্পর্কে কোনো তথ্য না দিয়ে নারকোটিক্্র ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করতে বলেন।

এ ব্যাপারে গত বৃহস্পতিবার নারকোটি´্র ঢাকা মেট্রো গেন্ডারিয়া সার্কেলের গোয়েন্দা বিভাগে গিয়ে ডিডি রবিউল ইসলামকে পাওয়া যায় নি। টেলিফোনে তিনি অসুস্থ এবং ছুটিতে রয়েছেন বলে জানান। এদিকে ওইদিন বেলা ১টা পর্যন্ত গোয়েন্দা বিভাগে তালা দেয়া ছিলো। অফিসের কর্মকর্তা কর্মচারি ব্যতীত কাউকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয় নি। এক পর্যায়ে গেট খোলা পেয়ে ভেতরে গিয়ে গোয়েন্দা বিভাগের দুজন এডিসহ কয়েক কর্মকর্তাকে একটি কক্ষে খোশগল্পে দেখা যায়। তারা এ প্রতিবেদকের পরিচয় পেয়ে কিছুটা বিরক্তবোধ করেন। নেদারল্যান্ডস থেকে আসা পার্সেলের এলএসডি মাদকের মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা একই ব্যক্তি মাসুদুর রহমানকে মামলা সম্পর্কে একাধিকবার জিজ্ঞাসা করলেও তিনি কোনো ধরনের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। তবে কৌশলে পরে তিনি বলেন, পল্টন থানায় আমাদের একজন সাব-ইসপেক্টরের দায়ের করা জিডির ভিত্তিতে আসামি ফারদিনকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার বাদি ও তদন্ত কর্মকর্তা আমি নিজেই। এটুকু বলে তিনি নিজের চেয়ার ছেড়ে অন্য একটি রুমে চলে যান। ফোন নম্বর দিতেও তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি কোনো কর্মচারিকেও কথা না বলর জন্য ইশারা দিয়ে সবাইকে সরিয়ে দেন।

তবে এর আগে মাসুদুর রহমান বলেন, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। তখন সবকিছু প্রকাশ করা হবে। তিনি বলেন, এটি একটি আন্তর্জাতিক মাদক পাচারকারি চক্র। এ মুহুর্তে এর বেশি বলা যাবে না। তবে অপর এক কর্মকর্তা বলেন, ওই চালান নিয়ে কথা বলা নিষেধ আছে। এটি নিয়ে বড় ধরনের খেলা চলছে।
এদিকে পোষ্ট অফিসের বৈদেশিক শাখায় গত ১৫ মে আরো একটি পার্সেল আসে। নেদারল্যান্ড থেকে আসা ওই পার্সেলের প্রাপকও ফারদিন নামে একই ব্যক্তি এবং ঠিকানাও এক। সেখানে ০.০২০ গ্রাম পাউডার মিলেছে। কাষ্টমস কর্মকর্তা রায়হান ইনকিলাবকে বলেন, এটি জব্দ করে ডেপুটি ডিরেক্টর পোষ্টমাস্টারের কাছে পাঠানো হয়েছে। তবে এটি সম্পর্কে এখনো বলা যাচ্ছেনা।

এদিকে জেনারেল পোষ্ট অফিসের কাষ্টসমস শাখায় পড়ে আছে আরো একটি বৈদেশিক পার্সেল। প্রাপককে উপযুক্ত কাগজপত্র দিয়ে পার্সেলটি নেয়ার জন্য একাধিকবার নোটিশ দেয়া হয়েছে। শেষ বারের আরেকটি নোটিশ দেয়ার পর সেটি স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে অনুমতি সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন কাষ্টমস কর্মকর্তা আবু রায়হান। এদিকে ডাক বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানান, বৈদেশিক ডাক বিভাগের কিছু অসাধু কর্মচারী মাদক কারবারিদের সহযোগিতা করে। তাদের কয়েকজনকে নজরদারীতে রাখা হয়েছে। এছাড়া স্থানীয় পোষ্ট মাস্টারও এর সঙ্গে জড়িত। যদিও কাষ্টমস ও বৈদেশিক ডাক বিভাগের কর্মচারিরাই মূল ভ’মিকা পালন করেন। মাদক কিংবা অন্য কোনো ধরনের পার্সেল এলে কাষ্টমস ও বৈদেশিক শাখার কর্মকর্তাদের ম্যানেজ করে বৈদেশিক শাখার কর্মচারিরা। এর মধ্যে মানিক বিশ্বাস, নজরুল সরকারসহ কয়েকজনের নাম অনেকের মুখে মুখে। দীর্ঘদিন ধরে তারা একই জায়গায় চাকুরি করেন বলে অপরাধের একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন সেখানকার একাধিক কর্মচারি। তবে এ ব্যাপারে ডাক বিভাগের কেউ জড়িত থাকার প্রমাণ নেই বলে জানিয়েছেন ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল সঞ্চিতা রানী সরকার।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম : বিশ্বব্যাংক
আরও

আরও পড়ুন

কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?

কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?

বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান

বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান

৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক

৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক

বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)

বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)

দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল

দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল

টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন

টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন

পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার

পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন

বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন

যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত

যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত

ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর

ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর

বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস

বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস

রাস্তাটি সংস্কার করুন

রাস্তাটি সংস্কার করুন

থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা

থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা

ইসলামী শক্তির সম্ভাবনা কতটা

ইসলামী শক্তির সম্ভাবনা কতটা

কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১

কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১

সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি

সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি

দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা

দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা