সুপ্রিম কোর্ট বার কাঁপাবে আইনজীবী ফোরাম

Daily Inqilab বিশেষ সংবাদদাতা

২০ মে ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ২১ মে ২০২৩, ১২:০১ এএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কাঁপাবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এই লক্ষ্যে আন্দোলন ঘুঁচিয়ে এনেছে বিএনপি সমর্থক পেশাজীবী সংগঠনটি। গত ১৫-১৬ মার্চ সরকার সমর্থক (আওয়ামী লীগ) প্যানেলকে বিনা ভোটে একতরফা ‘জয়ী’ ঘোষণার ইস্যুতে আন্দোলনের সূত্রপাত। কিন্তু ইস্যুটি এখন আর সুপ্রিম কোর্ট বারের নির্বাচনকেন্দ্রিক নেই। ছড়া গুলির মতো আন্দোলন ক্রমে ছড়িয়ে পড়ছে সরকারবিরোধী সকল আইনজীবীদের মাঝে। বর্তমান পর্যায়ে সরকারবিরোধী আইনজীবী নেতাদের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে। এক মামলার প্রতিবাদ জানালে দায়ের হচ্ছে আরেক মামলা। বিক্ষুব্ধ আইনজীবীরা তখন চালাচ্ছেন ভাঙচুর। প্রতি সপ্তাহে নিয়ম করেই চলছে বিক্ষোভ,ধাক্কাধাক্কি-ভাঙচুর। জবাবে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা করছেন পাল্টা মিছিল। অবশ্য পরদিনই আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের নিয়ন্ত্রণে থাকা সুপ্রিম কোর্ট বার প্রশাসন বাদী হয়ে দায়ের করেছে মামলা। পরদিনই জামিন নিচ্ছেন মামলার আসামিরা। এই করে গত দ্ইু মাসে বিএনপিপন্থি আইনজীবী নেতাদের বিরুদ্ধে দায়ের হয়েছে অন্তত ৩টি মামলা। এসব মামলায় শুধুমাত্র বিএনপিপন্থি আইনজীবীদেরই আসামি করা হচ্ছে না। যারা বিতর্কিত নির্বাচনের সমালোচনা করছেন, আসামি করা হচ্ছে সেই আইনজীবীদেরকে। সর্বশেষ গত ১৬ মে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বারে বিক্ষোভ মিছিল,পাল্টা মিছিল এবং ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় সমিতির সহকারী সুপারিন্টেন্ট মো. রফিকুল্লাহকে বাদী করে রাজধানীর শাহবাগে একটি মামলা করা হয়। এজাহারে বিএনপি সমর্থক ২৫ আইনজীবীর নাম উল্লেখ করা হলেও অজ্ঞাত সংখ্যক ১০০/১৫০ জনকে আসামি করা হয়েছে। তাদের পক্ষে গত বৃহস্পতিবার আগাম জামিন আবেদন করা হয়। আজ (রোববার) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে শুনানির কথা রয়েছে।

শেষোক্ত মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ও সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রূহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সমিতির এডহক কমিটির আহ্বায়ক মো. মহসিন রশিদ, সদস্য সচিব শাহ আহমেদ বাদল, ‘সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুবকেও আসামি করা হয়েছে।

তবে এসব মামলা-হামলাকে এখন আর গুরুত্ব দিতে চাইছেন না বিএনপিপন্থি আইনজীবীরা। তারা মনে করছেন, সরকারের মামলা-হামলার অস্ত্র এখন ভোঁতা হয়ে গেছে। গত ১৫ বছরে বিএনপি কর্মীদের ওপর ২৭ লাখেরও বেশি মামলা হয়েছে। তাই মামলা এবং গ্রেফতারকে তারা এখন পরোয়া করবেন না। ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নে অন্যান্য শ্রেণি-পেশার মানুষের মতো আইনজীবীদেরকেও ইস্পাত কঠিন দৃঢ় করেছে। তারা এখন জ্বলে ওঠার অপেক্ষায় রয়েছেন। আন্দোলন ক্রমে তীব্র হবে। সুপ্রিম কোর্ট বারের চার দেয়ালে ঘেরা আন্দোলনের ঢেঁউ আছড়ে পড়ার অপেক্ষায় দেয়ালের বাইরে। যেখানে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ব্যত্যয় ঘটবে, সেখানেই তারা প্রতিবাদ করবেন আইনজীবীরা। এরই অংশ হিসেবে তারা গত ১৫-১৬ মার্চ সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ভোট চুরি এবং একতরফা নির্বাচনের বিরুদ্ধে আন্দোলন করছেন। সুপ্রিম কোর্ট বারের বর্তমান কমিটিকে আওয়ামলী লীগের দখলদার কমিটি আখ্যা দিয়ে তাদের উৎখাত চাইছেন। মিটিং-মিছিল-প্রতিবাদ সভা করছেন। ভাঙচুরের ঘটনা ঘটছে। অ্যাডভোকেট মোমতাজউদ্দীন ফকীর এবং অ্যাডভোকেট আব্দুন নূর দুলালের নেতৃত্বাধীন কমিটিকে স্বস্তিতে থাকতে দিচ্ছেন না। প্রতিদিনই অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হচ্ছে।

আন্দোলন শুধু বারের কমিটির বিরুদ্ধেই নয়। বিএনপিপন্থি আইনজীবীরা প্রতিবাদ-বিক্ষোভ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে চার্জগঠনের বিরুদ্ধেও। পাশাপাশি তারা বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে সুপ্রিম কোর্ট বারে নানা কর্মসূচি পালন করছেন।

‘সুপ্রিম কোর্ট বারে আপাত ইস্যুবিহীন এই আন্দোলনের উদ্দেশ্য কি?’ জানতে চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সিনিয়র অ্যাডভোকেট মো: জয়নুল আবেদীনের কাছে। জবাবে তিনি জানান, চলমান আন্দোলন আপাত ইস্যুবিহীন মনে হলেও মূলত ইস্যুবিহীন নয়। নির্দিষ্ট একটি টার্গেট নিয়েই চলছে আন্দোলন। ইতোমধ্যেই দেখেছেন, মর্যাদাপূর্ণ এই সুপ্রিম কোর্ট বারকে কলঙ্কীতকরণের হাত থেকে মুক্তি দিতে আমাদের সঙ্গে অনেক আইনজীবী যোগ দিয়েছেন। যাদেরকে সুপ্রিম কোর্ট বারের অভিভাবক মনে করা হয়, তারাও আমাদের সঙ্গে রয়েছেন। আপনারা অচিরেই দেখতে পারবেন, আমরা কি করতে যাচ্ছি।

এদিকে সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ও ১৫-১৬ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে নীল প্যানেলের (বিএনপি সমর্থিত) সভাপতি প্রার্থী, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, সুপ্রিম কোর্ট বারের একটি ঐতিহ্য রয়েছে। অতীতের অনেক সফল জাতীয় রাজনৈতিক আন্দোলনের সূতিকাগার এই সুপ্রিম কোর্ট বার। নির্বাচনের নামে প্রহসন করে যারা এই বারকে কলঙ্কিত করেছে-তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কোনো হামলা-মামলায় এখন আর কাজ হবে না। দল-মত নির্বিশেষে সব আইনজীবীই চান বারের ঐতিহ্য ফিরিয়ে আনতে। গৌরব আর মর্যাদা পুনরুদ্ধার করতে। আমরা বিশ্বাস করি, সুপ্রিম কোর্ট বার যদি তার মর্যাদা ধরে রাখতে না পারে তাহলে স্বাধীন বিচার বিভাগের মর্যাদা ভুলুণ্ঠিত হয়। কিছুতেই আমরা সে’টি হতে দেবো না।
এদিকে সুপ্রিম কোর্ট বারের বিতর্কিত নির্বাচন ইস্যুতে বিক্ষিপ্ত আন্দোলন চললে, এ’টিকে বৃহৎ আন্দোলনের মহড়া বলে মনে করছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা। তাদের আন্দাজ, এই আন্দোলন মোড় নেবে ভিন্ন দিকে। বিএনপিপন্থি আইনজীবীদের চলমান আন্দোলনে ভিন্নরকম তাৎপর্যও খুঁজে পাচ্ছেন বিশ্লেষক আইনজীবীরা। কারণ, বিএনপিপন্থি আইনজীবীদের কিছু চেনামুখ আন্দোলনের সামনে থাকলেও পেছনে রয়েছেন দেশের অন্যতম সংবিধান প্রণেতা ব্যারিস্টার এম আমীর উল ইসলামের মতো বারের সাবেক নেতারা। এক সময় বারে নেতৃত্ব দেয়া ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকউদ্দিন মাহমুদ, ব্যারিস্টার মইনুল হোসেনও সুপ্রিম কোর্ট বারের মর্যাদা রক্ষার কথা বলছেন।

সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, সংবিধান সংরক্ষণ কমিটির সভাপতি শাহ আহমেদ বাদল প্রমুখও অবস্থান নিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মর্যাদা রক্ষায়।

সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব গতকাল শনিবার এ প্রতিবেদককে বলেন, রাজনৈতিক মত-পথ যা-ই থাকুক না কেন, সুপ্রিম কোর্ট বারের মর্যাদা রক্ষার ইস্যুটি ভিন্ন। আমাদের সংগঠন থেকে শুরু থেকেই গত ১৫-১৬ মার্চের ন্যাক্কারজনক ঘটনার নিন্দা-প্রতিবাদ জানিয়ে আসছি। সংবাদ সম্মেলন করেছি। আগামি ২২ মে সংবিধান সংরক্ষণ কমিটি সভা ডেকেছে। আশা করছি সেখান থেকে ঐক্যবদ্ধ আন্দোলনে যাওয়ার নতুন ঘোষণা আসবে। ন্যূনতম ইস্যুতে আমাদের আন্দোলন চলবে। ধাক্কাধাক্কি, মারামারি, হামলা, মামলাÑএ’টি সুপ্রিম কোর্ট বারের ঐতিহ্য নয়। এটি বন্ধ হওয়া প্রয়োজন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
সংস্কার না করলে শহীদদের রক্তের সঙ্গে অন্যায় করা হবে : উপদেষ্টা সাখাওয়াত
বাংলাদেশে বেড়েই চলেছে খাদ্যপণ্যের দাম : বিশ্বব্যাংক
আরও

আরও পড়ুন

কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?

কে হবেন বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার?

বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান

বোলারদের নৈপুণ্যে অল্প টার্গেটেও স্বপ্ন দেখছে পাকিস্তান

৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক

৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক

পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক

বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)

বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)

দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল

দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল

টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন

টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন

পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার

পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০

বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন

বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন

সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন

যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত

যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত

ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর

ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর

বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস

বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস

রাস্তাটি সংস্কার করুন

রাস্তাটি সংস্কার করুন

থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা

থার্টি ফাস্ট নাইট এবং প্রাসঙ্গিক কথা

ইসলামী শক্তির সম্ভাবনা কতটা

ইসলামী শক্তির সম্ভাবনা কতটা

কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১

কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১

সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি

সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করা জরুরি

দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা

দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা