ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ জেলায় জেলায় আ. লীগের বিক্ষোভ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

২২ মে ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১১:০৬ পিএম

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গতকাল দেশব্যাপী জেলা ও উপজেলায় মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন তৃণমূলের নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি পালন করেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদনে-

রাজশাহী ব্যুরো জানায়, প্রকাশ্য প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে গতকালে আ. লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রীকে নিয়ে কট‚ক্তি করেছেন। শেখ হাসিনাকে কট‚ক্তির অভিযোগে গত বছরের ২৬ জুলাই রাজশাহী জেলা বিএনপির আহŸায়ক আবু সাঈদ ওরফে চাঁদসহ সাতজনকে আসামি করে মানহানির মামলা হয়।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরুর নেতৃত্বে রাজপথে নামে নেতাকর্মীরা। গতকাল দুপুরে নগরীর ২ নম্বর রেলগেইট থেকে বাশ-লাঠি নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শেষ হয় চাষাঢ়া শহীদ মিনারে গিয়ে।

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে জানান, কর্মসূচি কেন্দ্র করে রূপগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কে বিক্ষোভ সভা করেন। এছাড়াও উপজেলার মুড়াপাড়া, চনপাড়া, কাঞ্চন, ইছাপুরা, ভোলাবো, তারাবো, দাউদপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেন। সভায় বক্তব্য রাখেন, উপজেলা আ. লীগের সহ-সভাপতি গোলাম মর্তুজা পাপ্পা, আ. লীগ নেতা আনছর আলীসহ প্রমুখ।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরা জেলা আ. লীগ বিকেলে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন মাগুরা ১ আসনের অ্যাড. সাইফুজ্জামান শিখর এমপি। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সভাপতি আব্দুল ফাত্তাহ, সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সাধারণ সম্পাদক পঙ্কজ কিমার কুন্ডুসহ প্রমুখ

নোয়াখালী জেলা সংবাদদাতা জানান, নোয়াখালীতে বেলা ১১টায় মাইজদী জেলা আ. লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ কর্মসূচি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, জেলা আ. লীগ সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী শহর আ. লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুসহ প্রমুখ।
রাজবাড়ী জেলা সংবাদদাতা জানান, রাজবাড়ীতে আ. লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষকলীগের নেতাকর্মীরা অফিসে জড়ো হন। সেখান থেকে বের করে বিক্ষোভ মিছিল। মিছিল শেষে শহীদ স্মৃতি চত্বরে জেলা আ. লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আ. লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাড. শফিকুল হোসেন।

শেরপুর জেলা সংবাদদাতা জানন, জেলায় বিকেলে সারে চারটায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিকের সভাপতিত্বে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা জানান, এ উপলক্ষে সকালে শহরের এস এস রোডস্থ দলীয় কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি শহরের সোহরাওয়ার্দী সড়ক, মুজিব সড়ক সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। জেলা আ. লীগ সভাপতি অ্যাড. কে এম হোসেন আলী হাসান হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, আ. লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর নেতৃত্বে সকাল ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের সামনে থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন স্থানে প্রদক্ষিণ করেন। এতে বক্তব্য রাখে জেলা আ. লীগের সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি খান আরিফুর রহমানসহ প্রমুখ।

জাবি সংবাদদাতা জানান, জাবিতে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ দুপুর ১২টায় বিশ^বিদ্যালয়ের শহীদ মিনারের সামানে এই কর্মসূচির আয়োজন করেন। জাবি ভিসি অধ্যাপক মো. নূরুল আলম বলেন, প্রধানমন্ত্রী এদেশের কল্যাণে জীবন বাজি রেখে কাজ করে যাচ্ছেন। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, সেই উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই তাকে হত্যার হুমকি দেয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, জেলার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ। বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান।

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। আ. লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার নেতৃৃত্ব মিছিলটি বের হয়। মিছিলটি পৌরসভা চত্বর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী মাঠে এসে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম কবির মোল্লাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা গতকাল দুপুরে চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা সংসদের সামনে এসে শেষ হয়। অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হরিরামপুর উপজেলা আ. লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব।

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, সারা দেশের ন্যায় মধুখালীতে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকুর নেতৃৃত্বে মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে আখচাষী কল্যাণ সংস্থার সামনে এসে শেষ হয়।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা আ. লীগ সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন। উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাদের এ মিছিলের নেতৃত্বে দেয়। বিভিন্ন স্থানে প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

শ্রীনগর (মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় ঝুমুর হল রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার বিভিন্ন সকড় প্রদক্ষিণ করে শ্রীনগর চকবাজার এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠুসহ প্রমুখ।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা জানান, সুন্দরগঞ্জে দুপুরে পৌরশহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আ. লীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি সফিউল ইসলাম, সাজেদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম কবির মুকুলসহ প্রমুখ।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ঈশ্বরগঞ্জ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা চত্বরে সমাবেশের আয়োজন করা হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা শাখা অঙ্গসংগঠনের উদ্যোগে গতকাল বিকালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ফাহমী গোলন্দাজ বাবেল এমপি। বিক্ষোভ মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কাটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলায় সহযোগী সংগঠনের নেতারা পরিষদ চত্ত¡র থেকে মিছিল বের করেন। প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয় এসে সমাবেশে পরিনিত হয় মিছিলটি। উপজেলা আ. লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

গর্ভে থাকা সন্তান মারা গেলে মা-বাবা প্রতিদান প্রসঙ্গে?

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

হাজীগঞ্জে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে কিশোরসহ ৪ জনের অবস্থা গুরুত্বর : আহত ৫০

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

উত্তরপ্রদেশে নেকড়ের পর এবার রাজস্থানে চিতাবাঘের হামলা, দুদিনে নিহত ৩

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

কলকাতায় ৪১ দিনের মাথায় কর্মবিরতি প্রত্যাহার জুনিয়র ডাক্তারদের

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

দুই রাজ্যে সংঘাত, ২৪ ঘণ্টা বন্ধ থাকল পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ডায়নার সঙ্গে দুমড়ে মুচড়ে গিয়েছিল দেহ, এবার ধর্ষণে অভিযুক্ত সেই ডোডির বাবা

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

ভারতে 'এক দেশ এক ভোট’ আয়োজন কতটা সম্ভব হবে?

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

বৈরুতে ইসরাইলি বিমান হামলায় নিহত ৯

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

কুমিল্লায় অনুষ্ঠানে দাওয়াত না দেওয়ায় প্রবাসীর ওপর হামলা

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

এবার হলিউডের সিনেমায় জ্যাকুলিন

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

৯ বছর পর ভারতীয় প্রেক্ষাগৃহে পাকিস্তানি সিনেমা!

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

জামায়াত ক্ষমতায় গেলে নারীদের অধিকার খর্ব হবে না: সেলিম উদ্দিন

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

স্বর্ণের দাম বেড়ে রেকর্ড ২,৬০৯ ডলার ছাড়িয়েছে

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

‘মব জাস্টিস’ বন্ধের আহ্বান বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন কাল

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে পরাজিত শক্তি

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়া আন্তর্জাতিক হালাল শোকেসের ২০তম আসরে বাংলাদেশের অংশগ্রহণ

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান উপদেষ্টা নাহিদের

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

‘হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে’: বিএনপির যুগ্ম মহাসচিব এ্যানি

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত

ঢাকাস্থ গণচীনের দূতাবাসের প্রতিনিধিদলের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত