বলিউডকে মুসলিমবিদ্বেষী করে তুলছেন নরেন্দ্র মোদি?
২২ মে ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ২২ মে ২০২৩, ১১:৩৪ পিএম
ভারতে কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই মুসলিম বিদ্বেষ বাড়ছে। তবে দীর্ঘদিন এসব থেকে দূরে ছিল বলিউডের বেশিরভাগ অঙ্ক। উদার মূল্যবোধ, মুসলিম তারকা এবং হিন্দু-মুসলিম সেলিব্রেটি বিয়ের হাত ধরে হিন্দি চলচ্চিত্র শিল্প বরং কিছু কিছু দিক থেকে সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে শক্তিশালী প্রতিষেধক হয়ে উঠেছিল।
কিন্তু এ মাসে মুক্তি পাওয়া ‘দ্য কেরালা স্টোরি’ নামে একটি স্বল্প বাজেটের এবং কথিত ইসলামবিদ্বেষী চলচ্চিত্র ঘিরে প্রবল রাজনৈতিক বিতর্ক বলিউডের সেই সহনশীলতার রেকর্ডকে হুমকির মুখে ফেলেছে। বিতর্কটি সাম্প্রদায়িক সহিংসতার জন্ম দিয়েছে, যাতে অন্তত একজনের মৃত্যু হয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে গ্রেফতার হয়েছেন ১০০ জনের বেশি। এগুলো শুরু হয়েছিল চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার আগে থেকেই। ‘দ্য কেরালা স্টোরি’র বিষয়বস্তু এক কাল্পনিক হিন্দু নারীকে ঘিরে, যাকে ইসলামে ধর্মান্তরিত করা এবং পরে উগ্রবাদী করে তোলা হয়েছিল। চলচ্চিত্রটির ট্রেলারে দাবি করা হয়, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালা থেকে ৩২ হাজার মেয়েকে জোর করে ইসলামে ধর্মান্তরিত করা হয়েছিল এবং তারপর সিরিয়া ও ইয়েমেনে জঙ্গি সংগঠনে যোগ দিতে বাধ্য করা হয়েছিল।
তথ্যটি অবশ্যই মারাত্মকভাবে অতিরঞ্জিত। কারণ ২০১৬ সালে জঙ্গি গোষ্ঠী আইএসে যোগ দেয়ার জন্য মাত্র ২০ জনের মতো নারী-পুরুষ কেরালা ছেড়েছিল। কিন্তু তারপরও নরেন্দ্র মোদী এবং তার হিন্দুত্ব জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অতি উৎসাহের সঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রটিকে সমর্থন করছেন। কর্ণাটকে সাম্প্রতিক নির্বাচনের প্রচারণাকালে ভারতের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, চলচ্চিত্রটি ‘সন্ত্রাসবাদের নতুন রূপ’ উন্মোচিত করেছে। বিজেপি-শাসিত দুটি বড় রাজ্য মধ্য প্রদেশ এবং উত্তর প্রদেশ ‘দ্য কেরালা স্টোরি’কে করমুক্ত ঘোষণা করেছে। আসামের বিজেপি দলীয় মুখ্যমন্ত্রী টুইটারে লিখেছেন, সবার উচিত কন্যাদের সঙ্গে নিয়ে চলচ্চিত্রটি দেখা।
তবে এর তীব্র নিন্দা করেছেন বিরোধী নেতারা। কেরালার কমিউনিস্ট মুখ্যমন্ত্রী চলচ্চিত্রটিকে ডানপন্থি হিন্দু সংগঠনগুলোর দল ‘সংঘ পরিবার’-এর পণ্য বলে অভিহিত করেছেন। তামিলনাড়ুর সিনেমা হলগুলো থেকে ‘দ্য কেরালা স্টোরি’ নামিয়ে দেয়া হয়েছে। পশ্চিমবঙ্গ এটি নিষিদ্ধ করেছিল, যদিও পরে ভারতীয় সুপ্রিম কোর্ট সেই নিষেধাজ্ঞা বাতিল করেছেন। ‘দ্য কেরালা স্টোরি’ কেরালার মুষ্টিমেয় মুসলিমদের মৌলবাদী কর্মকা- কাজে লাগিয়ে ‘লাভ জিহাদ’ নামে পরিচিত কট্টরপন্থি হিন্দু ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করছে। এতে সমর্থন দিচ্ছেন বিজেপির রাজনীতিবিদরা, যা অ-হিন্দুদের ওপর আক্রমণ বাড়িয়ে দিচ্ছে। চলতি মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক সবশেষ বার্ষিক প্রতিবেদনে এ ধরনের কথা বলা হয়েছে। তারা বলেছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, হত্যা, হামলা এবং ভয় দেখানোর মতো ঘটনা সারা বছর ঘটেছে।
গত বছর মুক্তিপ্রাপ্ত আরেকটি বিভাজনকারী হিন্দি চলচ্চিত্র ‘দ্য কাশ্মীর ফাইলস’ সেই সহিংসতার কিছু অঙ্ক উসকে দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। নরেন্দ্র মোদী এবং তার দলের পক্ষ থেকে এ চলচ্চিত্রটিরও প্রবল প্রচারণা চালানো হয়েছিল। বর্তমানে ভারতে ১ হাজার ৫০০টির মতো সিনেমা হলে চলছে ‘দ্য কেরালা স্টোরি’, বিদেশেও প্রদর্শন করা হচ্ছে। সুতরাং এটি স্পষ্ট যে, নরেন্দ্র মোদীর কট্টর জাতীয়তাবাদী রাজনীতি এবং ভারতীয় জনপ্রিয় সংস্কৃতির মধ্যে ঘনিষ্ঠতা ক্রমেই বাড়ছে। এই প্রবণতা উদ্বেগজনক। সূত্র : দ্য ইকোনমিস্ট।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার
১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন
’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত
ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়
চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি
দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির
'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'
বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়
তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি
সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ
ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি
লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে
মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ
গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত
সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর
ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ
ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে
ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক