মনোনয়নপত্র জমাদানে আ.লীগ প্রার্থীর শো-ডাউন
২৩ মে ২০২৩, ১১:২২ পিএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:০০ এএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে একমাত্র প্রার্থী আওয়ামী লীগের আনোয়ারুজ্জামান চৌধুরী। তার সমমানের কোন প্রার্থী আসেনি প্রতিদ্বন্দ্বিতায়। মেয়র আরিফুল হক নির্বাচন বর্জন করায় আনোয়ারের নির্বাচনী লড়াই একপক্ষীয় হয়ে দাঁড়িয়েছে। এতে নির্বাচনের ফলাফল অনেকটা নির্ধারিত। তারপরও নির্বাচনী পরিবেশ সরগরম রাখতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তিনি।
গতকাল শতাধিক নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে মনোনয়ন ফরম জমা দেন আনোয়ারুজ্জামান চৌধুরী। মনোনয়নপত্র জমাদানের শেষদিন গতকাল দুপুর ১২টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দিতে যান তিনি। তবে এর আগেই সেখানে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় তার সঙ্গে ছিলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুজাত আলী প্রমুখ।
যদিও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থীদের বলা হয়েছিল, কোনো ধরনের মহড়া বা পাঁচজনের বেশি নেতাকর্মী সঙ্গে আনা যাবে না। মনোনয়নপত্র জমা দেওয়ার পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বের হয়ে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে আনোয়ার বলেন, আচরণবিধি লঙ্ঘন করিনি। সিলেট জেলা ও মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং একজন কেন্দ্রীয় নেতাকে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এসেছি। অন্য যারা ছিলেন তারা কাউন্সিলর প্রার্থীসহ তাদের সমর্থক।
এ বিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদির ও সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের মিডিয়া সেল (সিটি নির্বাচন) কর্মকর্তা সৈয়দ কামাল হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে কোন সাড়া দেননি।
এদিকে মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি সিলেট মহানগরীর সর্বস্তরের জনসাধারণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, মনোনয়নপত্র দাখিল করেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সিলেটের সর্বস্তরের মানুষ আমাকে ভোট দিয়ে সবার জন্য কাজ করার সুযোগ দিবেন। গত ১০ বছরের অপরিকল্পিত উন্নয়নের কারণে সিলেটের অনেক ক্ষতি হয়েছে। নগরবাসীকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবাই আমাকে সুযোগ দিয়ে মেয়র নির্বাচিত করলে অগ্রাধিকার ভিত্তিতে এসব দুর্ভোগ লাঘব করা হবে। এছাড়া ওয়ার্ড ভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সে অনুযায়ী সমাধান করবো। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী নৌকার বিজয়ে ঐক্যবদ্ধ।
এদিকে, এ নিয়ে মেয়র পদে ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাদের মধ্যে তিনজন গতকাল এবং তিনজন সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

বিএনপি থেকে পদত্যাগ করলেন আলোচিত অ্যাক্টিভিস্ট ড. ফয়জুল

মেয়েদের শিক্ষার বার্তা নিয়ে তানজানিয়ায় মালালার জন্মদিন উদযাপন

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত

এখনও ধাক্কা সামলে উঠতে পারিনি, তবে হাল ছাড়ছি না

কিশোরগঞ্জে এসএসসি পরীক্ষায় সাংবাদিক দম্পতির জিপিএ ৪.১১ প্রাপ্তি

মিডফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার ঘটনায় দুই আসামি গ্রেফতার: র্যাবের একের পর এক অভিযান

কেউ সন্ত্রাস-চাঁদাবাজি করলে তাদের বিএনপি করার অধিকার নেই: ব্যারিস্টার খোকন

আজ বিশেষ সেমিনার 'ভবিষ্যতের চলচ্চিত্র : বাংলাদেশের প্রেক্ষাপট’

এডাস্টে ‘ইংলিশ ফর ওয়ার্ক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ছেলের পরকীয়া ঠেকাতে মা ফোন করে বললেন—বিমানে বোমা আছে

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রেস সচিব

মিটফোর্ডের সামনে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে

বলিউডে আবেগের ঘাটতি রয়েছে— সঞ্জয় দত্ত

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফ'র গুলিতে নিহত এক বাংলাদেশী

গাজার যুদ্ধবিরতির আলোচনা অনিশ্চয়তার মুখে, ইসরায়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন

ক্রেন দুর্ঘটনায় মৃত্যুর ৭ দিন পর মালয়েশিয়া থেকে বাড়ি ফিরল রনির মরদেহ

সোহাগ হত্যার দায়ে টিটন গাজী নামে আরও একজনসহ মোট গ্রেপ্তার ৫

পশ্চিম তীরে ইসরায়েলি বসতকারীদের হামলায় মার্কিন তরুণ নিহত

যাত্রাবাড়ীতে কয়েল জ্বালাতে গিয়ে বিস্ফোরণ :স্বামী-স্ত্রীর পর চলে গেল সন্তানও

গুলির নির্দেশদাতা হাসিনা! উদ্ভট স্ট্যাটাসের মাধ্যমে জয়ের হাস্যকর কাণ্ড!