স্বাস্থ্যখাতে অধিক বিনিয়োগের তাগিদ স্বাস্থ্যমন্ত্রীর
২৪ মে ২০২৩, ১২:১৬ এএম | আপডেট: ২৪ মে ২০২৩, ১২:১৬ এএম
ভবিষ্যত মহামারি মোকাবেলায় পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কল্যাণকর যে কোন ধরনের অংশিদারিত্বমূলক বোঝাপড়ায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চলমান বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের সাইড লাইনে বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা সেক্রেটারি জেভিয়ার বেসেরার সঙ্গেও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এই প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক করোনা মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরেন। পাশাপাশি, গ্লোবাল কোভ্যাক্স ব্যবস্থার আওতায় বাংলাদেশকে করোনা ভ্যাক্সিন প্রদানসহ ভ্যাক্সিন পরিবহন, সংরক্ষণসহ প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। যুক্তরাষ্ট্রের হেল্থ অ্যান্ডহিউম্যান সার্ভিস সেক্রেটারি হ্যাভিয়ার বে’চারা করোনা মোকাবেলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি ভবিষ্যতে করোনার মত মহামারী মোকাবেলায় আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতামূলক ব্যবস্থায় বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ পোষণ করেন। জবাবে, স্বাস্থ্যমন্ত্রী ন্যায্যতা ও সমঝোতার ভিত্তিতে আঞ্চলিক ও বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থাকে অধিকতর উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সবসময় যুক্তরাষ্ট্রের সাথে একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সকলের জন্য কল্যাণকরযে কোন ধরনের অংশিদারিত্বমূলক বোঝাপড়ায় ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সাথে নিবিড়ভাবে কাজ করবে মর্মে অভিমত ব্যক্তকরেন।
এছাড়াও, তারা স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা এবং মহামারী অতিদ্রুততার সাথে মোকাবেলায় জেনেটিক ইনফরমেশন শেয়ারিং, ভ্যাক্সিন শেয়ারিং এবং মহামারী প্রতিরোধ ব্যবস্থা উদ্ভাবন করেতা সারা বিশ্বে ব্যবহারের সুযোগ সৃষ্টি এবং স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ এর ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আওতায় এ ধরনের আন্তর্জাতিক চুক্তি/সমঝোতা ফলপ্রসূ হতে পারে মর্মে একমত পোষণ করেন।
এছাড়াও, বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ হতে সেক্রেটারির পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ইউএসএইড, সেন্টার ফরডিজিজ কন্ট্রোল এর উচ্চ বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অন্যদিকে বাংলাদেশের পক্ষ হতে মন্ত্রীর পাশাপাশি সভাগুলোতে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশন ও বাংলাদেশের অটিজম বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান সায়মা ওয়াজেদ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হওলাদার এবং সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত জেনভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিউর রহমানসহ স্বাস্থ্য সেবা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর স্বাস্থ্যমন্ত্রী ভারতের স্বাস্থ্যমন্ত্রী ড. মন্সুখ মান্ডভিয়াআর সাথেও পৃথক আরও একটি বৈঠকে মিলিত হন। এছাড়া একই দিনে বেলা ১টায় ডব্লিউএইচও এবং গ্লোবাল কমিশন অন ড্রাগ পলিসি শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড আয়োজিত এক্সিলারেটিং অ্যাকশন গন গ্লোবাল ড্রনিং প্রিভেনশন’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম ওয়ার্ল্ড হেলথ্ অ্যাসেম্বিলির অধিবেশনে সবার জন্য স্বাস্থ্য সেøাগানকে সামনে রেখে বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, জনস্বাস্থ্যের অগ্রগতিতে বিগত দশকে বাংলাদেশেরও স্বাস্থ্য সুরক্ষায় অনেক অর্জন রয়েছে। ৫ বছরের নিচে শিশুমৃত্যু প্রতি হাজারে ৬৫ থেকে ৪৫-এ নেমে এসেছে। ৫ বছরের নিচে শিশুর খর্বাকৃতির হার ৪৩ থেকে ৩১ শতাংশে এবং কম জন্ম-ওজন ৪১ থেকে ২২ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি ১২ থেকে ৪৯ শতাংশে উন্নীত হয়েছে।
জাহিদ মালেক বলেন, সম্মেলনে আমি তিনটি বিষয়ে গুরুত্ব দিতে চাই। প্রথমতঃ স্বাস্থ্যসেবাকে সবার জন্য সহজলভ্য ও সহজে প্রবেশগম্য করতে স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সমন্বিত পন্থা অবলম্বন করা। দ্বিতীয়তঃ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য পুষ্টিকে বিশেষ গুরুত্ব প্রদান। একই সঙ্গে এটিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ‘সবার জন্য স্বাস্থ্যসেবা’ এজেন্ডায় অন্তর্ভুক্ত করা। তৃতীয়তঃ উন্নয়নশীল দেশগুলোর সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করা।
সন্মেলনের চতুর্থ দিন সাউথ ইস্ট এশিয়া রিজিওনের পরিচালক মনোনয়ন অভ্যার্থনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বেলা ৩টায় মালদ্বীপের স্বাস্থ্যমন্ত্রী এবং ৪টায় গ্লোবাল ডেভলপমেন্ট অন বিল গেটস ফাউন্ডেশনের সভাপতি ক্রিস ইলিয়াসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৭৬তম ওয়ার্ল্ড হেলথ্ অ্যাসেম্বিলিতে বিশ্বের ১৯৩টি দেশের স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও বিশ্বের
বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তি, নীতিনির্ধারক, চিকিৎসক, বিশেষজ্ঞ জনস্বাস্থ্যবিদ, দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে
ইসরাইলি বাহিনী হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতিতে যাবে না
নির্বাচনে হারার পর প্রথমবার জনসমক্ষে বাইডেন ও কমলা