ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
এক সপ্তাহের ব্যবধানে মণপ্রতি কমছে ১০০ থেকে ২০০ টাকা : কৃষকরা মনে করেন সরকারের ধান সংগ্রহ শুরু না করায় ব্যাপারিরা কম দামে কিনছে

ধানের দাম আরো কমছে দিশেহারা কৃষক

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ মে ২০২৩, ১০:৩৬ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

বাজারে সব কিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও একমাত্র ধানের দাম প্রতিনিয়ত কমছে। গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে ধানের দাম মণপ্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত কমে গেছে। বোরো ধানের ভরা মৌসুমে বাজারে ধানের দাম কমতে থাকায় কৃষক এখন দিশেহারা। সরকার ৩০ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ধান সংগ্রহের ঘোষণা দিলেও তা এখনো শুরু হয়নি। আর এ সুযোগে একশ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে কম দামে ধান কিনে মজুদ করছে বলে অনেক কৃষকের অভিযোগ।
এবারের বোরো মৌসুম ছিল কৃষকদের জন্য সর্বোচ্চ খরচের বছর। খরার কারণে জমিতে সেচ দিতে হয়েছে বেশি। সেচযন্ত্রের জ্বালানি ডিজেল ও বিদ্যুতের দাম রেকর্ড পর্যায়ে। একই সঙ্গে বেড়েছে সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি। অথচ সীমাহীন খরচের এই মৌসুম শেষে ধানের কাক্সিক্ষত দাম পাচ্ছেন না কৃষক। উৎপাদন খরচই উঠছে না বলে তাদের দাবি।
সরকারি বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, এ বছর প্রতি মণ বোরো ধান উৎপাদনে খরচ হয়েছে ১ হাজার ১৫০ টাকার বেশি। অবশ্য কৃষকের দাবি এক মণ ধান উৎপাদনে তাদের খরচ হয় ১২০০ থেকে ১২৫০ টাকার মতো। তবে দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, চলতি মৌসুমের শুরুতে বোরো ধান বিক্রি হয়েছে এলাকাভেদে ৯০০ থেকে ১ হাজার টাকা (মোটা ধান) মণ দরে। কাঁচা ধানের দাম ছিল আরো কম। সরু জাতের ধানের দাম ছিল সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা। এ দামে ধান বিক্রি করে মণপ্রতি দেড় থেকে ২শ’ টাকা লোকসান গুনতে হয়েছে। এ অবস্থায় চলতি সপ্তাহে ধানের দাম আরো কমে গেছে। এখন বাজারে মোটা জাতের ধান ৮০০ টাকা মণ বিক্রি হচ্ছে। এতে কৃষক এখন হতাশ।
কৃষকরা বলছেন, গত বোরো মৌসুমে এক বিঘা (৩৩ শতাংশ) জমিতে বোরো উৎপাদনের খরচ ছিল ১০ থেকে ১১ হাজার টাকার মধ্যে, যা এ বছর সেচ, সার, কীটনাশক ও মজুরি বাড়ায় দাঁড়িয়েছে ১৪ থেকে ১৫ হাজার টাকায়। এর মধ্যে ডিজেলের দাম বাড়ায় সেচ খরচ বেড়েছে বিঘাপ্রতি প্রায় এক থেকে দেড় হাজার টাকা। সারের দাম বাড়ায় খরচ বেড়েছে ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়া বীজ ও কীটনাশক কিনতে হয়েছে চড়া দামে। ধান পরিচর্যা, কাটা, শ্রমিকের মজুরি, মাড়াই ও পরিবহনসহ অন্য সব ধরনের খরচও বাড়তি। কয়েক দফায় সবকিছুর দাম বাড়লেও ধানের ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা। ধান বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের চেয়ে ২০০ থেকে ২৫০ টাকা কম দামে।
জয়পুরহাট জেলা সংবাদদাতা জানান, এ জেলায় ধানের বাজার নিম্নমুখী। এক সপ্তাহ আগেও ধান যে দামে বিক্রি হচ্ছিল তা থেকে মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা কমেছে। সেচ খরচ, সার ও কীটনাশকের মূল্যবৃদ্ধি, শ্রমিক সংকটের মধ্যেও ধানের ন্যায্য দাম না পেয়ে কৃষকরা হতাশ।
জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল, বড়ইতলী, পাকার মাথা ও কালাই শহরের পাঁচশিরা বাজারে প্রতিদিনই ধান কেনাবেচা হয়। এসব বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, গোল্ডেন আতপ ধান ১০৫০ থেকে ১১০০ টাকা, কাটারি ১০৫০ থেকে ১১০০ টাকা, জিরা ধান ১০০০ থেকে ১১০০ ও সুভলতা ধান ৯০০ থেকে ৯৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। কয়েক দিনের ব্যবধানে ধানের দাম মণপ্রতি ২০০-২৫০ টাকা কমেছে।
সদর উপজেলার গঙ্গাদাসপুর গ্রামের কৃষক জয়নাল মিয়া বলেন, সপ্তাহখানেক আগেও কাটারি ধান ১২৫০ থেকে ১২৯০ টাকা, জিরা ১২০০ থেকে ১২৫০ টাকা ও সুভলতা ধান ১০৫০ থেকে ১১০০ টাকা মণ বিক্রি হয়েছে। অথচ এখন মণপ্রতি ২০০ থেকে ২৫০ টাকা কম দরে বিক্রি করতে হচ্ছে।
বড়ইতলীর ধান ব্যবসায়ী হাসান উদ্দিন বলেন, গত মৌসুমের ধান-চাল এখনো মজুত থেকে গেছে। মিলাররাও এখনো নতুন ধান কেনা শুরু করেননি। এ জন্য ধানের বাজার নিম্নমুখী।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা রতন কুমার রায় বলেন, ধানের দাম কমে যাওয়ার কারণ হলো উৎপাদন বেড়েছে। এছাড়া মাঝে মধ্যে বৃষ্টি হওয়ায় ধান পুরো না পাকতেই কৃষকরা কেটে ফেলছেন। এসব ধানের দাম কম পাওয়া যাচ্ছে। ধানের বাজারে কিছুটা সিন্ডিকেটও কাজ করে। তবে আমাদের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।
নওগাঁতেও কমছে ধানের দাম। এ জেলার সদর দুবলহাটি ইউনিয়নের প্রতাপদহ গ্রামের কৃষক খালেক বলেন, এবার সার ও সেচের খরচ বেশি হওয়ায় ধার করে ধান চাষ করতে হয়েছে। বিঘাপ্রতি দুই হাজার টাকা সারের জন্য ও সেচে আরো হাজার টাকা বেশি লেগেছে। ধান কাটতে একজন শ্রমিককে মজুরি দিতে হচ্ছে ৮০০ থেকে ১০০০ টাকা। সঙ্গে তিন বেলা খাবার। এখন ধান বেচে সেটা পরিশোধ হচ্ছে না। এ এলাকায় প্রতি মণ মোটা ধান (কাঁচা) বিক্রি হচ্ছে ৯০০ টাকায়। এত কম দামে ধান বিক্রি করে উৎপাদন খরচ উঠছে না। লোকসান হচ্ছে। পাওনাদারের তাগাদায় বাধ্য হয়ে কম দামে বাজারে ধান বিক্রি করতে হচ্ছে।
নেত্রকোনা জেলার সদর উপজেলার দুগিয়া গ্রামের কৃষক সেলিম বলেন, সরকার ধান ক্রয়ের ঘোষণা দিলেও তা এখনো শুরু করেনি। এ ছাড়া যে নিয়মে সরকার ধান কিনে তাতে প্রকৃত কৃষকরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারে না। সরকার দলীয় নেতা-কর্মীরাই তাদের নিজেদের আত্মীয়-স্বজন ও দলীয় কর্মীদের মাঝে ধান বিক্রি করে। তারপরও সরকার ঘোষিত মূল্যে ধান কেনা শুরু করে ব্যাপারিরা বাধ্য হয়ে বেশি দামে ধান কেনে। সরকার ধান না কেনায় ব্যাপারিরা এখন সিন্ডিকেট করে কম দামে ধান কিনে মজুত করছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

ভারতের ঘুম হারাম করে পাকিস্তানকে ভয়ঙ্কর হেলিকপ্টার দিচ্ছে চীন

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

পাকিস্তানে সেনানিবাসে আত্মঘাতি হামলা, সেনাসহ নিহত ১৮

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

জুলাই বিপ্লবে শহিদের সংখ্যা ১৪২৩, আহত ২২ হাজার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

নড়াইলে স্বেচ্ছাসেবক লীগ নেতা জুয়েল গ্রেফতার

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

বিচারবিভাগ নিয়ে আজ রোডম্যাপ দেবেন প্রধান বিচারপতি

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেছারাবাদে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার নিহতদের স্মরণে বিএনপির আলোচনাসভা ও দোয়া মাহফিল

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

নেপালের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চায় চীন: শি জিনপিং

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পতিত স্বৈরাচারের দোষর মিডিয়া আর স্বার্থান্বেষী মহল পার্বত্য চট্টগ্রাম নিয়ে গুজব ছড়াচ্ছে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

পাকিস্তান-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টও মুলতানে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সিআইআইই-তে অংশ নেবে

সুস্থতার জন্য দোয়া কামনা

সুস্থতার জন্য দোয়া কামনা

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আজ প্রতিনিধিদল যাচ্ছে পার্বত্য চট্টগ্রামে

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

৩ হাজার কয়েদির সাজা মওকুফ অথবা হ্রাস করতে যাচ্ছে ইরান

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

অর্থনৈতিক বিপর্যয়ের পর শ্রীলংকায় প্রথম নির্বাচন আজ

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

জুনে ইউরোপে আশ্রয়ের আবেদন ১৭ শতাংশ কমেছে

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

গারো পাহাড়ের বালু খেকোদের বিরুদ্ধে এসিল্যান্ডের সতর্কবার্তা

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

রেকর্ডের মালা গেঁথে দ. আফ্রিকার বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক সিরিজ জয়

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

মোদির যুক্তরাষ্ট্র সফর, চীনকে ঠেকাতে কোয়াড কি এখনও প্রাসঙ্গিক?

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক

টেলর সুইফটের পর কমলাকে বিখ্যাত বিজ্ঞান ম্যাগাজিনের সমর্থন নিয়ে বিতর্ক