হাথুরু-সিডন্সের ‘হেল্পিং হ্যান্ড’ হেম্প
২৪ মে ২০২৩, ১১:২১ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম
ক্রিকেট মৌসুমের ব্যস্ততার পর সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। দুই বছরের চুক্তিতে এরই মধ্যে এইচপির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন ডেভিড হেম্প। আগের রাতে বাংলাদেশে এসে গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। তিন ধাপে এই ক্যাম্প হবে আরও এক মাস। সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির এইচপি কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের সাথে দেখা করে কাজ শুরু করে দেন হেম্প। পরে গণমাধ্যমে হেম্পকে নিয়ে হাজির হন দুর্জয়। বৃষ্টির মৌসুম হওয়ায় এই ক্যাম্প নির্বিঘেœ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। এজন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকার আক্ষেপ শুনালেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক দুর্জয়। তবে ওসব নিয়ে ভাবনা নেই হেম্পের। এইচপির ক্রিকেটারদের ঘষে-মেজে জাতীয় দল ও ‘এ’ দলে খেলার উপযোগী করে তুলতে চান বারমুডার সাবেক এই মিডিয়াম পেসার।
এইচপির ক্যাম্পের প্রথম দিনে তেমন কিছু করেননি ক্রিকেটাররা। দুই দফায় হয় আলোচনা ও পরিচয় পর্ব। আজ ইয়ো ইয়ো টেস্ট দিয়ে শুরু হবে ফিটনেস ট্রেনিং। ২৫ ক্রিকেটারকে নিয়ে মাসব্যাপী ক্যাম্পের প্রধান চিন্তা আপাতত নির্বিঘœ অনুশীলন। উঠতি ক্রিকেটারদের পরের ধাপের পথ দেখাতে স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়েও কাজ করা হবে। স্কিল অনুশীলনের দিকটা নিয়ে কিছুটা সংশয়ে আছেন খোদ এইচপি চেয়ারম্যান দুর্জয়। এজন্য পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতির কথা জানালেন তিনি, ‘আমি এখনো মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু পারিনি কারণ আমাদের অবকাঠামোতে কিছু ঘাটতি আছে। যেমন গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়। একইভাবে এইচপির প্রোগ্রামটাও আমাদের বৃষ্টির মৌসুমে করতে হয়। খেলোয়াড়েরা ব্যস্ত থাকে জাতীয় লিগ, আমাদের ঘরোয়া ক্রিকেট, বিপিএল, ডিপিএল অনেক কিছু খেলতে হয়। ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি না। বিশেষ করে স্কিল ট্রেনিং করা যায় না। বৃষ্টির মৌসুমে করতে হয়। এ কারণে আমাদের আরও কিছু অবকাঠামো উন্নতি করতে হবে। বিশেষ করে ইনডোর, জিম।’
এইচপি ক্যাম্পে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটার আছেন চারজন। কয়েকজন আনকোরা ক্রিকেটারের পাশাপাশি জাতীয় দলের আশেপাশে ক্রিকেটাররাই আছেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন কয়েকজন। এইচপি, বাংলাদেশ টাইগার্স বা ‘এ’ দল করা হয় মূলত জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করতে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া হেম্পও সেটিকে নিজের মূল লক্ষ্য হিসেবে নিয়ে এগোতে চান। খেলোয়াড়দের সব দিক থেকে ঋদ্ধ করে সর্বোচ্চ পর্যায়ের পথ দেখানোই হবে তাদের কাজ, ‘আমরা খেলোয়াড়দের লক্ষ্য পূরণে সহায়তা করতে চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে যাতে তারা জাতীয় দলে ভূমিকা রাখতে আরে। আমরা এমন একটা প্লাটফর্ম দিচ্ছি যেখানে খেলোয়াড়রা শিখবে, বেড়ে উঠবে এবং পরের ধাপে যাবে। আমরা বাংলাদেশের ক্রিকেটকে শক্তিশালী করতে চাই, গভীরতা বাড়াতে চাই।’
মৃত্যুঞ্জয়, মুশফিকরা ছাড়াও জাতীয় দল, ‘এ’ দলে খেলা ক্রিকেটার আছেন এবারের এইচপি ক্যাম্পে। এমনকি সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা আইচ মোল্লা, প্রান্তিক নওরোজরাও আছেন। পাশাপাশি স্বীকৃত ক্রিকেটে অভিষেক না হওয়া দুই স্পিনার আরিদুল ইসলাম আকাশ ও নাঈম হোসেন সাকিবকেও রাখা হয়েছে দলে। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের সম্মিলন ঘটায় তাদের রয়েছে বয়সেরও পার্থক্য। কিছুটা চ্যালেঞ্জ হলেও, এটিকে সুযোগ হিসেবেই দেখছেন হেম্প। তরুণ ক্রিকেটারদের যথাযথভাবে তৈরি করে জাতীয় দলের জন্য নির্বাচকদের হাতে বেশি বিকল্পতু লে দিতে চান ৫২ বছর বয়সী কোচ, ‘এখানে অনেক সংমিশ্রণ আছে। এই দলের কয়েকজন ক্রিকেটার আরও উঁচু পর্যায়ে খেলেছে। ‘এ’ দলের সঙ্গে আমাদের ৭-৮ জন (৬ জন) ক্রিকেটার আছে। মূল পার্থক্যটা হলো বয়সে। আমরা তুলনামূলক তরুণ দল পেয়েছি। দ্রুততম সময়ে তাদেরকে পরবর্তী ধাপে তুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী আমরা। সম্ভব হলে জাতীয় দলটি তরুণ ক্রিকেটার দিয়ে ভরা থাকুক। অথবা যদি প্রয়োজন পড়ে, নির্বাচকদের অন্তত বেশিসংখ্যক ক্রিকেটার দেখার সুযোগ করে দিতে চাই।’
জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে কিংবা ‘এ’ দলের দায়িত্বে থাকা জেমি সিডন্সের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বললেও, মূল কাজ যে ক্রিকেটারদেরই করতে হবে, সেটিও মনে করিয়ে দিলেন হেম্প, ‘কয়েক মাস আগে চান্দিকার সঙ্গে আমার কথা হয়েছে। জেমির সঙ্গে কথা হয়নি। শিগগিরই কথা বলব। তবে এটি কোচদের কিছু নয়। খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেটের বিষয়। এখানে দেখার বিষয়, আমরা কীভাবে এটি নিশ্চিত করতে পারি যে তারা বড় ট্রফির জন্য লড়তে পারে, তিন সংস্করণে র্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠা এবং র্যাঙ্কিংয়ের সেরা দশে কত জন ক্রিকেটার থাকে। এটি একটি সার্বিক প্যাকেজ যার মাধ্যমে সবকিছু ঠিক রাখা নিশ্চিত করতে হবে।’
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
হাড়িদিয়া যুব সমাজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় শরিফ একাদশ চ্যাম্পিয়ন
কালীগঞ্জে আড়ম্বরপূর্ণ জুবিলী উপলক্ষে দুইদিন ব্যাপী উৎসব
বেগমগঞ্জে জুমার নামাজ শেষে ফেরার পথে বিএনপি কর্মিকে গুলি ও জবাই করে হত্যা
নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ সংস্কার হবে: আমিনুল হক
সাংবাদিক বশিরসহ জনবাণী’র সম্পাদকের উপর হামলার ঘটনায় ডিআরইউ-র্যাকের উদ্বেগ
রামগতিতে ভিক্ষুকের জমি রেজিস্ট্রি না দেয়ায় লাশ দাফনে বাঁধা
র্যাকের সভাপতি আলাউদ্দিন আরিফ, সাধারণ সম্পাদক তাবারুল
রাষ্ট্রদূত হলেন সেনাবাহিনীর ২ সিনিয়র কর্মকর্তা
ব্রাহ্মণপাড়ায় আলোচিত শফি উল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার ১
ফরিদপুরের ধলার মোড়ে ৮ম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত
খালেদ মুহিউদ্দীনকে কী পাঠ পড়ালেন ড. আলী রীয়াজ
জানুয়ারিতে আরও ৫০ মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
আটঘরিয়ায় বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে আলোচনা সভা ও মিছিল
আগে মানুষকে স্বস্তি দিতে হবে: ড. দেবপ্রিয় ভট্টাচার্য
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
‘সচিবালয়ে আগুন প্রমাণ করে দুস্কৃতিকারীরা সক্রিয়, সরকারকে আরো সতর্ক হতে হবে’
নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের পণ্যবাহী ধর্মঘটে অচল আশুগঞ্জ নদী বন্দর
মাহমুদুর রহমান’কে হত্যাচেষ্টা মামলার অগ্রগতি শুন্য
সচিবালয়ে আগুন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার চক্রান্ত: ইউট্যাব
মির্জাপুরে ঘর ভেঙে দিয়ে সরকারি জমি উদ্ধার