ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
পর্যাপ্ত অবকাঠামো না থাকার আক্ষেপ দুর্জয়ের

হাথুরু-সিডন্সের ‘হেল্পিং হ্যান্ড’ হেম্প

Daily Inqilab স্পোর্টস রিপোর্টার :

২৪ মে ২০২৩, ১১:২১ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১২:০৩ এএম

ক্রিকেট মৌসুমের ব্যস্ততার পর সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়ে শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ক্যাম্প। দুই বছরের চুক্তিতে এরই মধ্যে এইচপির প্রধান কোচ হিসেবে যোগ দিয়েছেন ডেভিড হেম্প। আগের রাতে বাংলাদেশে এসে গতকাল থেকেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। তিন ধাপে এই ক্যাম্প হবে আরও এক মাস। সকালে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির এইচপি কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়ের সাথে দেখা করে কাজ শুরু করে দেন হেম্প। পরে গণমাধ্যমে হেম্পকে নিয়ে হাজির হন দুর্জয়। বৃষ্টির মৌসুম হওয়ায় এই ক্যাম্প নির্বিঘেœ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। এজন্য পর্যাপ্ত অবকাঠামো না থাকার আক্ষেপ শুনালেন সাবেক অধিনায়ক ও বিসিবির পরিচালক দুর্জয়। তবে ওসব নিয়ে ভাবনা নেই হেম্পের। এইচপির ক্রিকেটারদের ঘষে-মেজে জাতীয় দল ও ‘এ’ দলে খেলার উপযোগী করে তুলতে চান বারমুডার সাবেক এই মিডিয়াম পেসার।

এইচপির ক্যাম্পের প্রথম দিনে তেমন কিছু করেননি ক্রিকেটাররা। দুই দফায় হয় আলোচনা ও পরিচয় পর্ব। আজ ইয়ো ইয়ো টেস্ট দিয়ে শুরু হবে ফিটনেস ট্রেনিং। ২৫ ক্রিকেটারকে নিয়ে মাসব্যাপী ক্যাম্পের প্রধান চিন্তা আপাতত নির্বিঘœ অনুশীলন। উঠতি ক্রিকেটারদের পরের ধাপের পথ দেখাতে স্কিলের পাশাপাশি মানসিক দিক নিয়েও কাজ করা হবে। স্কিল অনুশীলনের দিকটা নিয়ে কিছুটা সংশয়ে আছেন খোদ এইচপি চেয়ারম্যান দুর্জয়। এজন্য পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতির কথা জানালেন তিনি, ‘আমি এখনো মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে সবকিছু পারিনি কারণ আমাদের অবকাঠামোতে কিছু ঘাটতি আছে। যেমন গ্রাউন্ডস, ইনডোর, জিম। বৃষ্টির মৌসুমে আমাদের অনেক সংগ্রাম করতে হয়। একইভাবে এইচপির প্রোগ্রামটাও আমাদের বৃষ্টির মৌসুমে করতে হয়। খেলোয়াড়েরা ব্যস্ত থাকে জাতীয় লিগ, আমাদের ঘরোয়া ক্রিকেট, বিপিএল, ডিপিএল অনেক কিছু খেলতে হয়। ওই সময় কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারি না। বিশেষ করে স্কিল ট্রেনিং করা যায় না। বৃষ্টির মৌসুমে করতে হয়। এ কারণে আমাদের আরও কিছু অবকাঠামো উন্নতি করতে হবে। বিশেষ করে ইনডোর, জিম।’

এইচপি ক্যাম্পে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা আছে এমন ক্রিকেটার আছেন চারজন। কয়েকজন আনকোরা ক্রিকেটারের পাশাপাশি জাতীয় দলের আশেপাশে ক্রিকেটাররাই আছেন। ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলছেন কয়েকজন। এইচপি, বাংলাদেশ টাইগার্স বা ‘এ’ দল করা হয় মূলত জাতীয় দলের জন্য ক্রিকেটার তৈরি করতে। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়া হেম্পও সেটিকে নিজের মূল লক্ষ্য হিসেবে নিয়ে এগোতে চান। খেলোয়াড়দের সব দিক থেকে ঋদ্ধ করে সর্বোচ্চ পর্যায়ের পথ দেখানোই হবে তাদের কাজ, ‘আমরা খেলোয়াড়দের লক্ষ্য পূরণে সহায়তা করতে চেষ্টা করছি। একটা পর্যায়ে গিয়ে যাতে তারা জাতীয় দলে ভূমিকা রাখতে আরে। আমরা এমন একটা প্লাটফর্ম দিচ্ছি যেখানে খেলোয়াড়রা শিখবে, বেড়ে উঠবে এবং পরের ধাপে যাবে। আমরা বাংলাদেশের ক্রিকেটকে শক্তিশালী করতে চাই, গভীরতা বাড়াতে চাই।’

মৃত্যুঞ্জয়, মুশফিকরা ছাড়াও জাতীয় দল, ‘এ’ দলে খেলা ক্রিকেটার আছেন এবারের এইচপি ক্যাম্পে। এমনকি সবশেষ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা আইচ মোল্লা, প্রান্তিক নওরোজরাও আছেন। পাশাপাশি স্বীকৃত ক্রিকেটে অভিষেক না হওয়া দুই স্পিনার আরিদুল ইসলাম আকাশ ও নাঈম হোসেন সাকিবকেও রাখা হয়েছে দলে। বিভিন্ন পর্যায়ের ক্রিকেটারদের সম্মিলন ঘটায় তাদের রয়েছে বয়সেরও পার্থক্য। কিছুটা চ্যালেঞ্জ হলেও, এটিকে সুযোগ হিসেবেই দেখছেন হেম্প। তরুণ ক্রিকেটারদের যথাযথভাবে তৈরি করে জাতীয় দলের জন্য নির্বাচকদের হাতে বেশি বিকল্পতু লে দিতে চান ৫২ বছর বয়সী কোচ, ‘এখানে অনেক সংমিশ্রণ আছে। এই দলের কয়েকজন ক্রিকেটার আরও উঁচু পর্যায়ে খেলেছে। ‘এ’ দলের সঙ্গে আমাদের ৭-৮ জন (৬ জন) ক্রিকেটার আছে। মূল পার্থক্যটা হলো বয়সে। আমরা তুলনামূলক তরুণ দল পেয়েছি। দ্রুততম সময়ে তাদেরকে পরবর্তী ধাপে তুলে দেওয়ার ব্যাপারে আশাবাদী আমরা। সম্ভব হলে জাতীয় দলটি তরুণ ক্রিকেটার দিয়ে ভরা থাকুক। অথবা যদি প্রয়োজন পড়ে, নির্বাচকদের অন্তত বেশিসংখ্যক ক্রিকেটার দেখার সুযোগ করে দিতে চাই।’

জাতীয় দলের প্রধান কোচ হাথুরুসিংহে কিংবা ‘এ’ দলের দায়িত্বে থাকা জেমি সিডন্সের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার কথা বললেও, মূল কাজ যে ক্রিকেটারদেরই করতে হবে, সেটিও মনে করিয়ে দিলেন হেম্প, ‘কয়েক মাস আগে চান্দিকার সঙ্গে আমার কথা হয়েছে। জেমির সঙ্গে কথা হয়নি। শিগগিরই কথা বলব। তবে এটি কোচদের কিছু নয়। খেলোয়াড় ও বাংলাদেশ ক্রিকেটের বিষয়। এখানে দেখার বিষয়, আমরা কীভাবে এটি নিশ্চিত করতে পারি যে তারা বড় ট্রফির জন্য লড়তে পারে, তিন সংস্করণে র‌্যাঙ্কিংয়ে ওপরের দিকে ওঠা এবং র‌্যাঙ্কিংয়ের সেরা দশে কত জন ক্রিকেটার থাকে। এটি একটি সার্বিক প্যাকেজ যার মাধ্যমে সবকিছু ঠিক রাখা নিশ্চিত করতে হবে।’


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

শপথ নিলেন অতিশী, মমতার পর দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী পেল ভারত

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

মালয়েশিয়ায় নাইট ক্লাবে স্ফূর্তি করতে গিয়ে আটক ৫ বাংলাদেশি

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

নতুন রেকর্ড সোনার দামে, ভরি ১৩৩০৫১ টাকা

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

সিলেটে একদিনে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

কৌশলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জহুরুল হক

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

শেখ হাসিনা সকল দপ্তরের টাকা লুট করে আমানত খেয়ানত করেছে : নোয়াখালীতে শিবির সভাপতি

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

ইসলামী ছাত্র মজলিসের নির্বাচন সম্পন্ন--রায়হান সভাপতি ও ইমরান সেক্রেটারি নির্বাচিত

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

হাজীগঞ্জে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই-ধর্ম উপদেষ্টা

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

নয়ন মিয়ার আত্মত্যাগ বৃথা যাবে না : যুবদল সভাপতি মুন্না

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

একই কর্মস্থলে অর্ধ যুগ কাটিয়েছেন পিআইও রেজা, করেছেন প্রকল্পের টাকা হরিলুট

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

আওয়ামীলীগ শাসনামলে যশোরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে প্রদর্শিত অস্ত্রের কোনো হদিস নেই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

যে আইন বাংলাদেশে চলে, সেই আইনে পার্বত্য অঞ্চলেও চলবে -কুমিল্লার সমাবেশে ফয়জুল করিম চরমোনাই

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

সীতাকু-ের বিতর্কিত সাবেক সহকারী কমিশনার চট্টগামের এডিসি হলেন

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে  ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ফরাজীকান্দি নেদায়ে ইসলাম ওয়েসীয়ান ছাত্রদের উদ্যোগে ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে আনন্দ র‌্যালি

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

ব্রুনাইয়ে ভবন থেকে পড়ে গফরগাঁওয়ের প্রবাসী নিহত

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে