চরফ্যাশনের প্রকৃতিবান্ধব তৈজসপত্র
২৫ মে ২০২৩, ১১:১৯ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১১:১৯ পিএম
ভোলার চরফ্যাশনের তিন তরুণ উদ্যোক্তার সুপারি খোলের তৈজসপত্রের ওয়ান টাইম থালা, বাটি তৈরির কারখানা পরিচিত ভোলা জুড়ে। তৈজসপত্রের এ কারখানা সম্প্রতি উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান।
সুপারি গাছের ঝরে পড়া পাতাকে বরিশাল-ভোলার মানুষ খোল বলে থাকে। ঝরে পড়া খোল গ্রামগঞ্জে জ্বালানি হিসেবেই ব্যবহার করে। খোল দিয়ে বিভিন্ন ধরনের ওয়ান টাইম তৈজসপত্র তৈরি করে তাক লাগিয়ে দিলেন ভোলার চরফ্যাশনের তরুণ তিন উদ্যোক্তা। ওসমানগঞ্জ ইউনিয়নের সাবেক সেনা সদস্য সোয়েব, পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সিঙ্গাপুর প্রবাসী নূরে আরাফাত এবং ইঞ্জিনিয়ার রিফাত ভ‚ঁইয়া।
প্রধান উদ্যোক্তা আরাফাত ইউটিউবে ভিডিও দেখে উজ্জীবিত হন, সুপারির খোল দিয়ে নানা পরিবেশবান্ধব তৈজসপত্র তৈরি হয়। এরপর ২০২৩ সালের জানুয়ারি মাসে জনতা বাজার প্রধান সড়কের পাশে ‘ইকো ড্রিম বিডি’ নামে কারখানা গড়ে তোলেন। ৮ জন কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতি বসিয়ে স্থানীয়দের কাছ থেকে সুপারি পাতার খোল ক্রয় করে কারখানায় তৈরি করেন এসব কুটিরশিল্প। অনলাইন ও অফ লাইনে অর্ডার নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন তৈরি তৈজসপত্র। চাহিদা বাড়লে বিদেশেও রফতানি করার সুুদূর পরিকল্পনা রয়েছে।
সুপারী পাতার খোল দিয়ে বিভিন্ন তৈজসপত্র তৈরি করার লক্ষ্যে নিয়ে চীন থেকে মেশিন কিনে তৈজসপত্র তৈরি করছেন। কুটির শিল্পের পরিবেশবান্ধব এ মালামালের চাহিদা বেড়ে যাওয়ার কারণে কারখানায় উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। এই কারখানাটির মাধ্যমে গ্রামে বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। গ্রামে সুপারির খোল এখন বিক্রি হচ্ছে এবং গৃহীনিরা খোলপাতা বিক্রি করে সংসারে অর্থ যোগান দিতে পারছে। প্রবাদ আছে ধান, সুপারি, খাল এই তিন নিয়ে বরিশাল। এ বিভাগের মধ্যে সুপারির উৎপাদনে ভোলা বাংলাদেশে প্রথম। যুগের পরিবর্তনের হাওয়ায় প্লাস্টিকের পণ্যের ব্যবহার বেড়েছে। প্লাস্টিক পণ্য মানবদেহের জন্য ক্ষতিকর হলেও প্লাস্টিকের বিকল্প বের না হওয়ায় মানুষ প্লাস্টিকের পণ্য বর্জন করতে পারছে না। ইউটিউব চ্যানেলে সুপারির খোল থেকে পরিবেশবান্ধব প্লেট, পিরিজ, ট্রে, বাটি তৈরির ভিডিও আকৃষ্ট করেছে উদ্যোক্তা মো. সোহেবকে। কারখানাটি করতে অনেক পুঁজির প্রয়োজনে তিনি তার আরো দুই বন্ধুকে এ ব্যবসায় উদ্যোক্তা হিসেবে নেন। চীন থেকে মেশিন আমদানি করে কারখানায় তৈজসপত্রের তৈরি শুরু করেন।
উদ্যোক্তারা বাণিজ্যিকভাবে চরফ্যাশন জনতা বাজার এলাকায় এ কুটির শিল্পের কাজ শুরু করেন। ঝরে যাওয়া খোল দিয়ে পরিবেশবান্ধব প্লেট, বাসন, ট্রে ও বাটিসহ নানা রকম নান্দনিক ডিজাইনের তৈজসপত্র তৈরি ও বিক্রি করেন বিভিন্ন এলাকায়। উদ্যোক্তাদের প্রত্যাশা প্রকৃতিবান্ধব এ প্লেটের চাহিদা এক সময় সারা দেশ-বিদেশে ছড়িয়ে পড়বে। প্রাথমিক পর্যায়ে ১৪টি আইটেমের তৈজসপত্র উৎপাদন করতে সক্ষম তারা।
ভোলা জেলার চরফ্যাশন জনতা বাজার এলাকায় এই প্রথম প্রকৃতিবান্ধব তৈজসপত্রের কারখানার খবর শুনে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসছেন আগ্রহীরা। এলাকাবাসী জানায়, এ কারখানা ভবিষ্যৎতে টিকে থাকলে এলাকার বেকাররা কর্মসংস্থানের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হবে।
উদ্যোক্তা আরাফাত ইনকিলাবকে বলেন, এসব তৈজসপত্র শতভাগ পরিবেশবান্ধব। ব্যবসায়ী বা ক্রেতা চাইলে রং-তুলি দিয়ে পেইন্টিং করে এসব পণ্য দেয়ালে সাজিয়ে রাখতে পারবেন। প্লাস্টিক পণ্যের মতো নয়, এসব পণ্য পচনশীল হওয়ায় সহজে মাটির সাথে মিশে যায়। হাল্কা এবং আকর্ষণীয় ডিজাইনের কারণে কোনো অনুষ্ঠানে ওয়ান টাইম হিসেবে প্লাস্টিক প্লেটের বিকল্প ব্যবহার করা যায়। এ প্লেট প্লাস্টিকের মতো ভেঙে বা ছিড়ে যায় না। এ প্লেট বানাতে কোনো রঙ বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না।
উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক বলেন, সুপারির খোল দিয়ে সুন্দর পণ্য তৈরি করা যায়। সুপারির খোল থেকে তৈরি এসব তৈজসপত্র প্রকৃতিবান্ধব। একসময় প্লাস্টিকের বিকল্প হিসেবে এসব পণ্য দেশের গÐি পেরিয়ে বিদেশে রফতানি করে অর্থনীতি যোগান দিতে পারবে এ কুটির শিল্প।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, সুপারি খোল দিয়ে প্রকৃতিবান্ধব প্লেট, বাটি, ট্রেসহ বিভিন্ন ডিজাইনের কুটির শিল্প কারখানা বাংলাদেশে এই প্রথম। দেশের স্বার্থে সম্ভাবনাময় এ শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। ভবিষ্যতে এ ধরনের উদ্যোক্তারা সরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরো মানুষ এ শিল্পে কর্মসংস্থানে এগিয়ে আসবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
শীতবস্ত্র করুণা নয়, তারেক রহমানের উপহার
রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন
দীর্ঘদিন পর প্রিয় দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ারে ভাসছে মুরাদনগরবাসী
ঢাবি ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৮ম নন-ফিকশন বইমেলা শুরু আগামীকাল
মঠবাড়িয়ায় মালয়শিয়া প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধাসহ ৩ নারী আহত
টুইটার থেকে এক্স ,ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ নকলার মাদক কারবারিকে ফুলপুরে আটক
বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে
আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ
শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ
চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ
কোহলির আরও বড় শাস্তি প্রাপ্য ছিল: পন্টিং
বান্দরবানে আগুন দিয়ে ১৭ ঘর পুড়ে দেয়ার সাথে জড়িত দের ছাড় দেয়া হবে না- পার্বত্য উপদেষ্টা
জাহাজ সেভেন মার্ডারের খুনি ধর্মান্তরিত ইরফানের অজানা কাহিনী
খুলনার তাবলীগ মসজিদ এলাকায় সেনাবাহিনীর টহল
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন