ঢাকা   শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
বিমান বন্দর থেকে ১৩ বাংলাদেশিকে ডিপোর্ট

রোমানিয়ার শ্রমবাজার হাতছাড়া

Daily Inqilab শামসুল ইসলাম

২৫ মে ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৫ মে ২০২৩, ১১:২৩ পিএম

৮ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে এজেন্সিগুলো
পূর্ব ইউরোপের দেশ রোমানিয়ার শ্রমবাজার হাত ছাড়া হচ্ছে। দীর্ঘ দিন বন্ধ থাকার পর দু’বছর আগে রোমানিয়া হয়ে উঠেছিল বাংলাদেশের সম্ভাবনাময় শ্রমবাজার। ঢাকায় কনস্যুলার সেবা কার্যক্রমও চালু করেছিল দেশটির সরকার। দেশটি থেকে ইউরোপে পালিয়ে যাওয়ার রুট বানিয়েছে অনেকে। বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীরা ৭/৮ লাখ টাকা ব্যয় করে রোমানিয়ায় গিয়ে অন্য দেশে পালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। কারণ বাংলাদেশিরা ইউরোপে গিয়ে অবৈধভাবে তৃতীয় কোনো দেশে চলে যাচ্ছেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রোমানিয়ার নিয়োগকর্তারাও। অসন্তুষ্ট রোমানিয়ার দূতাবাস ঢাকায় ভিসা ইস্যু করার কনস্যুলার সেবা ক’মাস আগে রাতের আঁধারে গুটিয়ে নিয়েছে। সহসাই আর দিল্লি থেকে ঢাকায় এই ভিসা ইস্যুর সম্ভাবনা দেখছেন না সংশ্লিষ্টরা। গতকাল বৃহস্পতিবার সকালে রোমানিয়া থেকে একটি ফ্লাইট যোগে ১৩ জন বাংলাদেশি কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দর কল্যাণ ডেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তা প্রতারণার শিকার এসব কর্মীদের ল্যাগেজসহ অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে একটি গাড়ি যোগে কাকরাইলস্থ বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলমের কাছে প্রেরণ করে। গুলশানের একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গত ২৩ মে এসব কর্মী রোমানিয়ার সেন্টিরিল ন্যাভাল কনস্টান্টা সা শিপিয়ার্ডে চাকরি নিয়ে দেশটির রাজধানীর বিমান বন্দরে পৌঁছে। উক্ত কোম্পানী এসব কর্মীদের অপর একটি কোম্পানী এসসি জেসো’কনসেপ্ট এসআরএল এ ট্রান্সফার করে দেয়। দেশটির বিমান বন্দর ইমিগ্রেশন পুলিশ উক্ত কোম্পানীকে বাংলাদেশি ১৩ জন কর্মীকে রিসিভ করার জন্য ডাকলে তারা এসব কর্মীর প্রয়োজন নেই বলে গ্রহণ করেনি। কর্মী আরিফুল ইসলাম ও গাজীপুরের সোহাগ দেশটির ইমিগ্রেশন পুলিশের হাত-পা ধরেও দেশটিতে প্রবেশ করার অনুমতি পায়নি। রোমানিয়া পুলিশ বিরক্ত হয়ে এসব বাংলাদেশিদের একই ফ্লাইটে তুলে ফেরত পাঠায়। রোমানিয়া ফেরত এসব বাংলাদেশি কর্মী আরিফুল ইসলাম, আশিস দাস, গাজীপুরের সোহাগ মিয়া, বাহাউল আলম, আবুল কালাম, চান মিয়া, মধু দাস, বাবুল মিয়া, হোসেন, মো. বাদল, রুবেল মো. আব্দুল হোসেন মোহা. জালাল উদ্দিন, মোশারফ হোসেন ও হাবিল ঢাকা বিমান বন্দরে পৌঁছে কান্নায় ভেঙে পড়েন। প্রবাসী মন্ত্রণালয়ের কল্যাণ ডেক্স এর উপ পরিচালক রোমানিয়া ফেরত কর্মীদের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের গাড়ী যোগে কাকরাইলস্থ বিএমইটির মহাপরিচালকের কাছে পাঠিয়ে দেন। রোমানিয়া ফেরত এসব ক্ষতিগ্রস্ত কর্মী বিএমইটির মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি’র কাছে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় অথবা পুনরায় রোমানিয়ায় প্রেরণের কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ পেশ করেন। এসব কর্মী চড়া সুদে ঋণ নিয়ে এবং ভিটেমাটি বিক্রি করে অভিযুক্ত রিক্রুটিং এজেন্সিকে ৭/৮ লাখ টাকা করে দিয়ে স্বপ্নের দেশ রোমানিয়ায় গিয়েছিল। প্রতারিত হয়ে এসব কর্মী রোমানিয়া থেকে দেশে ফেরত আসায় গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনরা চরম হতাশায় পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রোমানিয়ায় যাওয়ার পর বাংলাদেশি কর্মীদের পালিয়ে যাওয়ার ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় বিব্রতকর পরিস্থিতির কারণে দেশটির সরকার ঢাকার কনস্যুলার সেবা বন্ধ করে চলে গেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। এদিকে, দেশটির শ্রমবাজার ধরে রাখতে কঠোর আইনের বাস্তবায়ন চায় বৈধ জনশক্তি রপ্তানিকারকরা। কারণ বেশ কিছু বৈধ রিক্রুটিং এজেন্সি দেশটিতে দশ হাজারেরও বেশি কর্মী পাঠিয়েছে। এসব কর্মীর অধিকাংশই ইউরোপের অন্যান্য দেশে পালিয়ে গেছে। এতে সম্ভাবনাময় দেশটির নিয়োগকর্তারাও চরম অসন্তোষ প্রকাশ করেছে। অতিসম্প্রতি বায়রার সাবেক ইসির সদস্য ও এ্যাক্টিভ ম্যানপাওয়ারের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী এ অভিমত প্রকাশ করেন। তিনি ইনকিলাবকে বলেন, রোমানিয়া থেকে বাংলাদেশিদের পালিয়ে যাওয়ার প্রবণতা রোধ করা সম্ভব না হলে দেশটির শ্রমবাজার স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি ইউরোপের সম্ভাবনাময় শ্রমবাজার সম্প্রসারণে কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের বাংলাদেশ থেকে কর্মীরা যাওয়ার সুযোগ পাচ্ছিলেন রোমানিয়ায়। তবে কর্মী যাওয়া শুরু হতে না হতেই এই শ্রমবাজার নিয়ে স্বপ্নভঙ্গ হয়ে গেছে। রোমানিয়ার জনশক্তি রপ্তানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জনশক্তি রপ্তানিকারকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের পালানো বন্ধ করার উপায় বের করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে অনুরোধ জানানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয়ের উদাসীনতায় এ ধরনের কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ফলে রোমানিয়ার সম্ভাবনা কাজে লাগাতে পারল না বাংলাদেশ। বায়রার নেতা মোহাম্মদ আলী বলেন, অন্য দেশের ভ‚মি ব্যবহার করে অবৈধভাবে তৃতীয় একটি দেশে চলে যাওয়া ঘৃণ্য একটি অপরাধ। এর সঙ্গে দেশের নাম জড়িয়ে যাওয়ায় শ্রমবাজারের পাশাপাশি ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে বাংলাদেশের। তিনি বলেন, পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতে ২০০৭-০৯ সাল পর্যন্ত বৈধভাবে শ্রমিক যাওয়া শুরু হয়। ২০০৯ সালের পর পরই বাংলাদেশি কর্মীদের পশ্চিম ইউরোপে যাওয়ার প্রবণতার কারণে রোমানিয়া সরকার দেশটিতে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। তখন থেকেই বাংলাদেশের সরকারি পর্যায়ে এই পালানোর প্রবণতা বন্ধ করার জন্য বারবার বলা হয়েছে। কিন্তু কেউ কোনো উদ্যোগ নেয়নি। এখন একমাত্র কঠোর আইনের মাধ্যমেই পরিস্থিতির উত্তরণ সম্ভব। সরকারের সঙ্গে সঙ্গে যেসব বৈধ এজেন্সি রোমানিয়াতে শ্রমিক পাঠানোর সঙ্গে সম্পৃক্ত তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে অবৈধ অভিবাসনের বিপক্ষে রুখে দাঁড়াতে হবে।

তবেই এই শ্রমবাজার ধরে রাখা সম্ভব হবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, রোমানিয়া বাংলাদেশিদের জন্য ২০২০ সালে ৫৮০টি, ২০২১ সালে ২ হাজার ৮৬৯টি আর ২০২২ সালে ১২ হাজার ৯৬০টি ভিসা দিয়েছে। তবে সেখানে এখন অবস্থান করছেন মাত্র ৩ হাজার ৯৬ জন বাংলাদেশি। বেশির ভাগই রোমানিয়া থেকে তাদের কাজের মেয়াদ শেষ না করেই অন্য দেশে পাড়ি জমিয়েছেন। তবে রোমানিয়ার প্রবাসী বাংলাদেশিদের সূত্র জানায়, রোমানিয়ায় কাজের জন্য যাওয়া মোট বাংলাদেশিদের মাত্র ৫ শতাংশ এখন রোমানিয়ায় আছে। বাকিরা সবাই অন্য কোনো না কোনো দেশে চলে গেছেন। জানা যায়, রোমানিয়ায় অনেক কর্মীর চাহিদা রয়েছে। ২০২৩ সালে রোমানিয়া ১ লাখ কর্মী নেয়ার ঘোষণা দিয়েছিল। এর মধ্যে উল্লেখসংখ্যক কর্মী বাংলাদেশ থেকে নিতেও আগ্রহী বলে জানিয়েছিল দেশটি। বিশেষ করে নির্মাণসহ অন্যান্য খাতে সেখানে কর্মীদের সুযোগ আছে রোমানিয়ায়। কাজের মেয়াদ শেষ না করেই বাংলাদেশিদের ইউরোপের অন্য দেশে পাড়ি দেওয়া নিয়ে ইতোমধ্যে মৌখিকভাবে অভিযোগ করেছে রোমানিয়া। বাংলাদেশে নিযুক্ত রোমানিয়ার অনাবাসি রাষ্ট্রদূত ড্যানিয়েলা সেজোনভ টেন ইতিপূর্বে ঢাকা সফরকালে অভিযোগ করেছেন, বাংলাদেশের বেশির ভাগ কর্মী রোমানিয়ায় পৌঁছে ইউরোপের অন্য দেশে চলে যান। এতে রোমানিয়া সরকার ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভিসার অপব্যবহার বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহŸান জানিয়েছেন তিনি। কিন্তু এরপরও এই প্রবণতা বন্ধ হয়নি। ক‚টনৈতিক সূত্র জানায়, ২০০৯ সালে রোমানিয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানো বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নানান ক‚টনৈতিক চেষ্টার মাধ্যমে ২০১৭ সালে আবারও রোমানিয়ায় কর্মী প্রেরণের দ্বার উন্মুক্ত হয়। ওই সময় কর্মী যাওয়া শুরু হলেও তা ছিল অত্যন্ত সীমিত। ২০২১ সালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন রোমানিয়া সফর করেন। সফরকালে তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী বোগদান লুসিয়ান অ্যারেস্কুর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অনুরোধ করেন। মূলত এই সফরের পর থেকেই রোমানিয়ায় কর্মী পাঠানোর পথ উন্মোচন হয়। ২০২২ সালে রোমানিয়ার কনস্যুলার টিম ঢাকায় এসে প্রায় ৫ হাজার কর্মীকে ভিসাও দেয়। এ কার্যক্রম চলতি বছরও চলছিল। কিন্তু হঠাৎ করেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই এই ভিসা কার্যক্রম বন্ধ করে দিয়ে চলে যায় রোমানিয়ার কনস্যুলার টিম। এখন আগের মতো নয়াদিল্লি থেকে কঠোর প্রক্রিয়ায় ভিসা নিতে হবে বাংলাদেশিদের। যেটা অনেকটাই ব্যয় বহুল এবং অনিশ্চিত। তবে দেশটিতে নিযু’ক্ত রাষ্ট্রদূত দাউদ আলী ইতিপূর্বে বলেছিলেন, দেশটিতে ১০ হাজার শ্রমিক গেলেও তার মধ্যে মাত্র হাজার দুয়েক শ্রমিক আছে রোমানিয়ায়; বাকিরা অবৈধপথে ইতালি, ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও জার্মানি চলে গিয়েছেন। রোমানিয়া থেকে অবৈধভাবে মালবাহী ট্রাকে যেতে পালাতে গিয়ে আটক হয়েছিল ১৬ বাংলাদেশি। যাদের দেশে ফেরত পাঠানো হবে। কেউ কেউ বলছেন, রোমানিয়া যায়ই উন্নত ইউরোপে যাওয়ার জন্য। আর এই যাওয়া বন্ধ না করতে পারলে বাংলাদেশ হারাবে এই শ্রমবাজার।

 

 


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

শিঘ্রই একাধিক নতুন দল হবে, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না: সারজিস আলম
দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ
কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন
রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন
দেশে কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? জামায়াত আমীরের প্রশ্ন
আরও

আরও পড়ুন

নওগাঁর রাণীনগরে রাস্তা ছাড়াই কলেজের গেইট নির্মাণ,  লাখ টাকা জলে

নওগাঁর রাণীনগরে রাস্তা ছাড়াই কলেজের গেইট নির্মাণ, লাখ টাকা জলে

না ফেরার দেশে সুজুকি কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি

না ফেরার দেশে সুজুকি কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান ওসামু সুজুকি

শিঘ্রই একাধিক নতুন দল হবে, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না: সারজিস আলম

শিঘ্রই একাধিক নতুন দল হবে, জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হবে না: সারজিস আলম

নওগাঁয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বির নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

নওগাঁয় সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাব্বির নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত

ফের গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, সাংবাদিকসহ নিহত ৫০

ফের গাজার হাসপাতালে ইসরাইলের হামলা, সাংবাদিকসহ নিহত ৫০

দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ

দেশ সংস্কারে রাজনৈতিক দলগুলোর সংকল্প থাকতে হবে: আলী রীয়াজ

শীতবস্ত্র করুণা নয়, তারেক রহমানের উপহার

শীতবস্ত্র করুণা নয়, তারেক রহমানের উপহার

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন

রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে বিকল্প সোলার সিস্টেম চালু করুন

দীর্ঘদিন পর প্রিয় দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ারে ভাসছে মুরাদনগরবাসী

দীর্ঘদিন পর প্রিয় দেশে ফেরার ঘোষণায় খুশির জোয়ারে ভাসছে মুরাদনগরবাসী

ঢাবি ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৮ম নন-ফিকশন বইমেলা শুরু আগামীকাল

ঢাবি ও বণিক বার্তার যৌথ আয়োজনে ৮ম নন-ফিকশন বইমেলা শুরু আগামীকাল

মঠবাড়িয়ায় মালয়শিয়া প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধাসহ ৩ নারী আহত

মঠবাড়িয়ায় মালয়শিয়া প্রবাসীর ঘরে ডাকাতি, বৃদ্ধাসহ ৩ নারী আহত

টুইটার থেকে এক্স ,ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ

টুইটার থেকে এক্স ,ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ

বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ নকলার মাদক কারবারিকে ফুলপুরে আটক

বিপুল পরিমাণ গাঁজা, ট্রাক ও ধানসহ নকলার মাদক কারবারিকে ফুলপুরে আটক

বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে

বিপিএলে অনিশ্চিত সাকিব নাম লেখালেন পিএসএলে

আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ

আলফাডাঙ্গায় চলছে হালি পেঁয়াজ লাগানোর মহোৎসব, শ্রমিকের অভাবে বাড়ছে চাষির খরচ

শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার

শ্রীনগরে পুকুর থেকে ভাসমান বৃদ্ধের লাশ উদ্ধার

কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন

কলকাতায় দেশদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত থাকা চিন্ময়ের আইনজীবী এবার জাতিসংঘে যাওয়ার হুমকি দিলেন

রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন

রোববার হারিছ চৌধুরীর পুনর্দাফন

চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ

চলছে বিক্ষোভ, তারেক রহমানকে স্মারকলিপি, জবির অন্যান্য সংগঠনের প্রতিবাদ

চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ

চীনে তৈরি হবে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ