পায়রা বন্দর নির্মাণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত ছিল যুগান্তকারী
২৬ মে ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল গোলাম সাদেক, বিএন গতকাল সকাল থেকে পায়রা বন্দরের প্রথম টার্মিনাল প্রকল্পের গুরুত্বপূর্ণ কম্পোনেন্টসমূহ পরিদর্শন করেন। এসময় তিনি বন্দরের নির্মাণাধীন জেটি, ইয়ার্ড, সিএফএস ও অন্যান্য কম্পোনেন্টসমূহের কাজের বাস্তব অগ্রগতি পরিদর্শন করে প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাগণসহ ঠিকাদারদের তাগিদ দেন।
পায়রা বন্দরকে রাজস্ব বাড়াতে ইতোমধ্যে তৈরিকৃত পাবকের সার্ভিস জেটির মাধ্যমে দ্রুত পণ্য আমদানির (গাড়ি, সার, খাদ্য শস্য ইত্যাদি) বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগ ও কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল অঞ্চলের সুষম উন্নয়নের পরিকল্পনার অংশ হিসেবে এক সময়ের অবহেলিত সাগর পাড়ের জেলা পটুয়াখালীতে পায়রাবন্দর নির্মাণের যে দূরদর্শি সিদ্ধান্ত নিয়েছিলেন তা ছিল যুগান্তকারী এ কথা আজ প্রমাণিত হয়েছে।
বন্দর চেয়ারম্যান দক্ষ, স্মার্ট এবং গ্রিণপোর্ট হিসেবে পায়রা বন্দরকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করার আহবান জানান। এ ছাড়াও বন্দরে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সর্বোচ্চ সেবা প্রদানের বিষয়টি অগ্রাধিকার দিয়ে বন্দরের রাজস্ব আয় বাড়ানোর বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পায়রা বন্দরের সদস্য (প্রশাসন ও অর্থ) কমান্ডার এম রাফিউল হাসাইন, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা, সদস্য হারবার ও মেরিন ক্যাপ্টেন জাহিদ হোসেন, প্রকল্প পরিচালক ডিআইএসএফ ক্যাপ্টেন মনিরুজ্জামান, চিফ হাইড্রোগ্রাফার কমান্ডার মাহমুদুল হাসান খান, হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান, প্রকল্প পরিচালক পিপিএফটি নাসির উদ্দীন, উপপরিচালক ট্রাফিক আজিজুর রহমানসহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
উল্লেখ্য, প্রথমবারের মত শুরুর ১০ বছরের মধ্যেই পটুয়াখালীর পায়রাবন্দর এখন সাড়ে ১০ মিটার ড্রাফটের গভীরতার সমুদ্রবন্দরে রূপ নিয়েছে। ২০১৩ সালে পায়রা বন্দর অর্ডিন্যান্স অনুমোদনের পরে ২০১৬ সালে ৭-৮ মিটার গভীরতায় বানিজ্যিক জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য খালাসের মাধ্যমে সীমিত পরিসরে পায়রা বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়। বর্তমানে ক্যাপিটাল ড্রেজিং শেষে বন্দরের গভীরতা সাড়ে ১০ মিটার বৃদ্ধি পাওয়ার ফলে ২২৫ মিটার দৈর্ঘ্য এং ৩২ মিটার প্রস্থ বিশিষ্ট প্যানামেক্স্র আকৃতির বড় জাহাজ ৪০ হাজার থেকে ৫০ হাজার মে.টন /তিন থেকে সাড়ে ৩ হাজার কনটেইনার পণ্য নিয়ে সরাসরি বন্দরে ভিড়তে পারছে।
এদিকে, ক্যাপিটাল ড্রেজিং এর মাধ্যমে ৭৫ কিলোমিটার দীর্ঘ বন্দরের গভীরতা সাড়ে ১০ মিটার ঘোষণার পর-পরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০ মিটারের উপরের জাহাজ আসতে শুরু করেছে। ২৬ মার্চ ঘোষণার একসপ্তাহের মধ্যেই ১০.২ মিটার ড্রাফটের অরনা হুলিয়া নামের মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপপন বন্দর থেকে ১৮৮ মিটার দৈর্ঘ্যরে ও ৩৩ মিটার প্রস্থের ৩৭ হাজার ৮০০ মেট্রিক টন পণ্যসহ বন্দরের ইনার অ্যাংকরে নোঙর করে পায়রাতাপ বিদুৎ এর কয়লা নিয়ে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

দলকে বিপদে ফেলে গেলেন মাহমুদউল্লাহ

স্ত্রীসহ বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেনের বিরুদ্ধে দুদকে মামলা

ঝিনাইদহে রোডমার্চকে ঘিরে লোকারণ্য মিছিলে মিছিলে উত্তাল শহর

দিল্লিকে খুশি রাখতে চীনা জাহাজকে নোঙ্গর করার অনুমতি দিল না শ্রীলঙ্কা
চাপের মুখে একাই লড়ছেন অধিনায়ক শান্ত

মানুষ খেতে পারছে না,যুক্তরাষ্ট্রে আনন্দ ফুর্তি করছে শেখ হাসিনা: রিজভী

নেতৃত্বের দৌঁড়ে এগিয়ে থাকা রাবি ছাত্রলীগ নেতা দুর্জয়কে বিতর্কিত করার চেষ্টা

সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না- মির্জা আব্বাস
দুর্ভাগ্যের শিকার মুশফিক

বিলাসবহুল ৪৯৮ গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ

গাজীপুরে জঙ্গলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ গ্রেফতার ২

র্যাব অভিযানে খাটের নিচে থেকে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার, আটক-১

চার স্বামীসহ ১২ জনকে খুন করেছেন যে নারী সিরিয়াল কিলার

ভিসা-মুক্ত নীতির অধীনে প্রথমবার চীনা পর্যটকদের স্বাগত জানাল থাইল্যান্ড

বিজিএমইএ : যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমেছে এক তৃতীয়াংশ, ইউরোপে ১৪.৫ শতাংশ

নভেম্বরের শুরুতে তফসিল, জানুয়ারিতে ভোট : ইসি
৬ ওভারেই নেই ৩ উইকেট

বিএনপির খুলনার রোডমার্চ উপলক্ষে মাগুরায় সমাবেশ রোডমার্চ এখন যশোরের পথে

জাকিরের বিবর্ণ অভিষেক, ফিরলেন তানজিদও

যে দোকানে ১০ টাকায় পাবেন গরুর মাংস, ৪৫ টাকায় ইলিশ!