যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে
২৬ মে ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম
টানা ১৫ মাস ধরে চলছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ। পশ্চিমাদের উস্কানিতে সংঘাত আরও তীব্র হচ্ছে। এমন পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের শীর্ষ মিত্র ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ইউক্রেনের যুদ্ধ কয়েক দশক ধরে চলতে পারে।
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের পর দীর্ঘসময় রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন দিমিত্রি মেদভেদেভ। বর্তমানে তিনি রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান। বর্তমান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের শীর্ষস্থানীয় এই মিত্র ভিয়েতনাম সফরের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে সর্বশেষ ওই মন্তব্য করেন। অবশ্য রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট প্রায়শই কঠোর নানা মন্তব্য করে থাকেন। এমনকি গত মাসে ইউক্রেনীয় কর্তৃপক্ষকে সংক্রমণ হিসাবে আখ্যায়িত করেছিলেন তিনি। এছাড়া ইউক্রেনে রাশিয়া হারলে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে বলে চলতি বছরের জানুয়ারিতে সতর্ক করে দিয়েছিলেন এই পুতিন মিত্র। ভিয়েতনাম সফরের সময় দিমিত্রি মেদভেদেভ বলেন, ‘এই সংঘাত খুব দীর্ঘ সময় ধরে চলবে, সম্ভবত কয়েক দশক।’
এদিকে গতকাল ভোরেও ইউক্রেনের সামরিক কর্তৃপক্ষ রাজধানী কিয়েভের উপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার বাড়তি বিপদের আশঙ্কা করেছে। তবে গোটা অঞ্চলে এয়ার ডিফেন্স প্রণালীগুলি ঠিকমতো কাজ করছে বলে জানানো হয়েছে। ইউক্রেন তথা পশ্চিমা বিশ্বের উপর চাপ বজায় রাখতে রাশিয়া প্রতিবেশী দেশ বেলারুশে ‘ট্যাকটিকাল’ পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ শুরু করেছে বলে দাবি করেছেন সে দেশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেংকো। তিনি অবশ্য অস্ত্রের সংখ্যা ও স্থান জানাতে প্রস্তুত নন। পোল্যান্ডের সীমান্তে এমন অস্ত্র মোতায়েন করা হতে পারে, এমন সম্ভাবনার কথাও আগে শোনা গিয়েছিল।
১০৬ সেনাকে মুক্তি দিলো ওয়াগনার : বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে বন্দী বিনিময় চুক্তির আওতায় ১০৬ জন ইউক্রেনীয় সেনা সদস্যকে মুক্তি দিয়েছে রুশপন্থী ভাড়াটে সেনাদল ওয়াগনার। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অফ স্টাফ এ তথ্য জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি জানান, বাখমুতে লড়াইয়ের সময় তাদের বন্দি করা হয়। এদের মধ্যে রয়েছেন ৮ জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে, তাদের সীমান্ত পার হতে সহযোগিতা করছে ওয়াগনার সৈন্যরা। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ইয়েভগেনি প্রিগোঝিনের সাথে তাদের ভিডিও প্রকাশিত হয়েছে। বিনিময়ে ওয়াগনার গ্রুপের একদল যোদ্ধা, ভাড়াটে সেনাদল রোজভার্দিয়ার অফিসার এবং আখমত ইউনিটের সদস্যদের মুক্তি দিয়েছে ইউক্রেন। টানা ৮ মাসের লড়াইয়ের পর, গত সপ্তাহেই বাখমুত পতনের ঘোষণা দেয় রাশিয়া। অবশ্য কিছু জায়গা দখলে রয়েছে এমন দাবি করেছে ইউক্রেন। এখন পর্যন্ত প্রায় আড়াই হাজার ইউক্রেনীয়কে মুক্তি দেয়া হয়েছে; যাদের মাঝে ১৩৯ জন বেসামরিক।
পুতিনের সঙ্গে আলোচনার অপেক্ষায় শলৎস : জার্মান চ্যান্সেলর শলৎস আবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলতে চলেছেন। বেলারুশের প্রেসিডেন্ট জানিয়েছেন, সে দেশে রাশিয়ার পরমাণু অস্ত্র মোতায়েন করা হচ্ছে।
গত বছর রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালানোর ঠিক আগে পর্যন্ত পশ্চিমা বিশ্বের একাধিক নেতা বারবার মস্কোয় গিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেন। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসও পুতিনকে এমন হামলার পরিণতি সম্পর্কে সতর্ক করেন। যুদ্ধ শুরু হবার পর তিনি বা অন্যান্য নেতারা আর মস্কোয় যাননি। তবে টেলিফোনে পুতিনের সঙ্গে সংলাপ চালিয়ে গেছেন শলৎস ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। শলৎস গত ডিসেম্বর মাসে শেষবার পুতিনের সঙ্গে কথা বলেছেন। জার্মানির এক সংবাদপত্রের সঙ্গে সাক্ষাৎকারে তিনি আবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পূর্বাভাস দিয়েছেন।
ডিসেম্বর মাসের শুরুতে পুতিনের সঙ্গে প্রায় এক ঘণ্টার আলোচনায় শলৎস আবার ইউক্রেন থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন। অন্যদিকে পুতিন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ‘ধ্বংসাত্মক নীতি’ অনুসরণ করার অভিযোগ করেন। তারপর থেকে বার্লিন ও মস্কোর মধ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে। কোলোন শহরের ‘ক্যোলনার স্টাট-আনসাইগার› সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে শলৎস ইউক্রেনের প্রতি লাগাতার সমর্থন ও সহায়তার অঙ্গীকার করলেও ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত এড়ানোর লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন। সে ক্ষেত্রে একক সিদ্ধান্তের বদলে বন্ধু ও সহযোগী দেশগুলির সঙ্গে নিবিড় সমন্বয়ের প্রয়োজনও তুলে ধরেন তিনি। রাশিয়ার অধিকৃত এলাকার সীমান্ত মেনে নিয়ে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে ‘শীতল শান্তি›-র সম্ভাবনা উড়িয়ে দেন জার্মান চ্যান্সেলর।
রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলা করবে না ইউক্রেন : মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইউক্রেনকে রাশিয়ার ভূখ-ের অভ্যন্তরে হামলা চালানোর জন্য মার্কিন-প্রদত্ত সামরিক সরঞ্জাম ব্যবহার না করার জন্য বলেছে, শীর্ষ মার্কিন জেনারেল বৃহস্পতিবার বলেছেন। ইউক্রেনীয়পন্থী মিলিশিয়ারা মার্কিন সাঁজোয়া যান ব্যবহার করেছে বলে রাশিয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি বলেছেন যে, তার অফিস সোশ্যাল মিডিয়াতে রাশিয়ার বেলগোরোড অঞ্চলে মিলিশিয়াদের আন্তঃসীমান্ত অনুপ্রবেশে ব্যবহৃত যানবাহন এবং সামরিক হার্ডওয়্যারের চিত্রগুলি খতিয়ে দেখছে। ‘আমি এ মুহুর্তে আপনাদের নিশ্চয়তা দিতে পারছি না, এবং আমি একই ভিডিও দেখেছি - এটি মার্কিন সরবরাহ করা সরঞ্জাম কিনা, আক্রমণের প্রকৃতি কী ছিল, কে কাকে কী করেছে, আমরা তা জানার চেষ্টা করছি, মিলি পেন্টাগনে একটি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘তবে আমি বলতে পারি যে আমরা ইউক্রেনীয়দের রাশিয়ায় সরাসরি আক্রমণের জন্য মার্কিন সরবরাহকৃত সরঞ্জাম ব্যবহার না করতে বলেছি।’
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত কিছু ধ্বংসপ্রাপ্ত যানবাহনের ফুটেজে মার্কিন তৈরি সামরিক হার্ডওয়্যার যেমন হামভি সামরিক ট্রাক দেখানো হয়েছে। রয়টার্স ভিডিওতে দেখানো ক্ষতিগ্রস্ত যানবাহনের অবস্থান এবং আশেপাশের বিশদ বিবরণ নিশ্চিত করতে সক্ষম হয়েছিল, যদিও এটি চিত্রগ্রহণের তারিখ যাচাই করতে পারেনি। ইউক্রেন সরকার বেলগোরোড অভিযানে কোনো ভূমিকা অস্বীকার করেছে, তারা এটি রাশিয়ান নাগরিকদের নিয়ে গঠিত দুটি ক্রেমলিন বিরোধী অতি-ডান ব্যক্তি সশস্ত্র গোষ্ঠীর কাজ বলে দাবি করেছে।
ইউক্রেন অতীতে বলেছে যে, তারা রাশিয়ার ভূখ-ে আঘাত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা প্রতিশ্রুত দীর্ঘ-পাল্লার অস্ত্র ব্যবহার করবে না এবং শুধুমাত্র অধিকৃত ইউক্রেনীয় ভূখ-ে রাশিয়ান ইউনিটগুলিকে লক্ষ্যবস্তু করবে। মিলি বলেছিলেন যে, রাশিয়ার ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পরে ইউক্রেনে মার্কিন সমর্থনের উপর বিধিনিষেধের উদ্দেশ্য ছিল ইউক্রেনের অভ্যন্তরে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে কিয়েভের আত্মরক্ষা নিশ্চিত করা। ‘এটা কেন? কারণ আমরা চাই না - এটি একটি ইউক্রেনের যুদ্ধ। এটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ নয়। এটি ন্যাটো এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ নয়,’ মিলি বলেন। সূত্র : রয়টার্স, ডয়চে ভেলে, তাস।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
আরেকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়া
রাজনীতি ও রাষ্ট্রাচার ব্যবসায়িক পণ্যে পরিণত হয়েছে : সেলিম উদ্দিন
ভারতে ঢুকে পড়েছে এইচএমপিভি
আন্তর্জাতিক আইকিউ টেস্টে দ্বিতীয় ইরান
গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলা : দুই আসামির জামিন
লেনদেন ও সূচকের উত্থান পুঁজিবাজারে চাঙাভাব
খালেদা জিয়ার নাইকো মামলায় ৩২ জনের সাক্ষ্য গ্রহণ শেষ
পাবনায় শীর্ষ সন্ত্রাসী কাঙ্গাল বাবু গ্রেপ্তার
১৫ হাজার পিচ ইয়াবার মামলায় প্রবাসীর যাবজ্জীবন কারাদণ্ড
হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করতে হবে : মাহমুদুর রহমান
বৃদ্ধাশ্রমের বাবা মায়ের পাশে জেলা প্রশাসন সব সময় আছে এবং থাকবে
তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ের দিন প্রশ্নবিদ্ধ এনামুল
বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চান পরিবেশ উপদেষ্টা
গাজীপুরে বিএনপির বিক্ষোভ
সোনারগাঁওয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ
র্যাগিংমুক্ত ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি শেকৃবি ভিসির
অংশীজনদের সঙ্গে আজ বসছেন অর্থ উপদেষ্টা
কোম্পানীগঞ্জের ইউএনওর নাম্বার ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি
সমস্যাগ্রস্ত ৬ ব্যাংকের নিরীক্ষায় ২ বিদেশি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত