বিবৃতিতে মির্জা ফখরুল

মার্কিন ভিসা নীতিতে গণতন্ত্রপ্রিয় জনগণের দাবির প্রতিফলন

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৬ মে ২০২৩, ১১:২৭ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় জনগণ দীর্ঘদিন যাবৎ যে দাবি জানিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে তার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করার সকল প্রক্রিয়া নিশ্চিত করার জন্য এবং একই সাথে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশ করার স্বাধীনতা ও অধিকার চর্চাকে সহিংসভাবে দমনের যে কোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবী, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবীরই সুস্পষ্ট প্রতিধ্বনি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশী নাগরিকদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করেছে। যা মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে গত ৩ মে বাংলাদেশের ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকারকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

এ বিষয়ে তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে, বর্তমান ফ্যাসিবাদি সরকারের অধীনে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। কেবলমাত্র একটি নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকারের অধিনেই তা সম্ভব। আর সে কারণেই, বিএনপি দেশের সকল গণতান্ত্রিক দল ও শক্তিকে সাথে নিয়ে নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার আদায়ের লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করে চলছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি যে, এই পরিবর্তিত মার্কিন ভিসা নীতিতে শুধু পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীকেই আওতাভুক্ত করা হয়নি, সুনির্দিষ্টভাবে বিচার বিভাগ, প্রশাসন, নিরাপত্তা সংশ্লিষ্ট সরকারি জনবল, সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃত্বসহ, যে বা যারা, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, নির্বাচন ব্যবস্থাকে ব্যহত করতে চেষ্টা করবে তাদের এবং তাদের পরিবারবর্গকে আওতাভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, আমরা আবারো দাবী করি, অনির্বাচিত এই ফ্যাসিবাদী সরকার দেশে এবং বিদেশে তার প্রত্যাখাত অবস্থাকে অনুধাবন করে অবিলম্বে পদত্যাগ করবে এবং ভোটারবিহীন জাতীয় সংসদ বাতিল ঘোষণা করবে। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করাই দেশবাসী ও আন্তর্জাতিক সকল মহলের দাবী ও প্রত্যাশা। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক তথা জাতীয় সংকট থেকে মুক্তিলাভের এটাই একমাত্র পথ।

বিএনপি মহাসচিব লাগাতারভাবে বিএনপিকে সমর্থন দেবার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি দেশবাসীকে এই দাবি আদায়ে অনড় ও অবিচল থাকার জন্য আহ্বান জানান।

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল
হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন দিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় বৃহস্পতিবার রাতে গুলশানের বাসায় ফিরেন বিএনপি মহাসচিব। গতকাল শুক্রবার দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চিকিৎসকদের পরামর্শে বৃহস্পতিবার রাতে বিএনপি মহাসচিব বাসায় ফিরেছেন।

তিনি বলেন, করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও বিএনপি মহাসচিবকে চিকিৎসকদের পরামর্শে আরও কিছু দিন বিশ্রামে থাকতে হবে। তাই আগামী কয়েকদিন তাকে সরাসরি রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত থাকতে হচ্ছে। গত ২৩ মে তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফখরুল।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা
পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের জন্য যত বরাদ্দ
স্মার্ট দেশ গড়ার প্রত্যয়
দাম বাড়বে
দাম কমবে
আরও

আরও পড়ুন

ক্লাব ছাড়ার গুঞ্জনের ব্যাপারে বেনজেমা / 'বাস্তবতা ইন্টারনেটের জগৎ থেকে ভিন্ন'

ক্লাব ছাড়ার গুঞ্জনের ব্যাপারে বেনজেমা / 'বাস্তবতা ইন্টারনেটের জগৎ থেকে ভিন্ন'

সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা

সরকারি চাকরিতে ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬ পদ ফাঁকা

পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের জন্য যত বরাদ্দ

পুলিশ, র‌্যাব, বিজিবি ও কোস্টগার্ডের জন্য যত বরাদ্দ

স্মার্ট দেশ গড়ার প্রত্যয়

স্মার্ট দেশ গড়ার প্রত্যয়

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-১

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-১

হজের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরি মাসায়েল-৫

হজের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরি মাসায়েল-৫

দাম বাড়বে

দাম বাড়বে

দাম কমবে

দাম কমবে

চলমান সঙ্কট সমাধানের পথরেখা নেই : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

চলমান সঙ্কট সমাধানের পথরেখা নেই : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

সঙ্কট স্বীকার করা হয়নি ও সমাধানের কথাও নেই -সিপিডি

সঙ্কট স্বীকার করা হয়নি ও সমাধানের কথাও নেই -সিপিডি

কর আদায়ের লক্ষ্য পূরণই চ্যালেঞ্জ -এফবিসিসিআই সভাপতি

কর আদায়ের লক্ষ্য পূরণই চ্যালেঞ্জ -এফবিসিসিআই সভাপতি

সঙ্কটে ঘুরে দাঁড়ানোর বাজেট -ওবায়দুল কাদের

সঙ্কটে ঘুরে দাঁড়ানোর বাজেট -ওবায়দুল কাদের

সরকার ঋণ করে ঘি খাচ্ছে : আমীর খসরু

সরকার ঋণ করে ঘি খাচ্ছে : আমীর খসরু

এটা নির্বাচনমুখী বাজেট বাস্তবসম্মত নয় : জি এম কাদের

এটা নির্বাচনমুখী বাজেট বাস্তবসম্মত নয় : জি এম কাদের

অর্থমন্ত্রী উন্নয়নের কথামালা দিয়ে বাস্তবতা অস্পষ্ট করেছেন -রাশেদ খান মেনন

অর্থমন্ত্রী উন্নয়নের কথামালা দিয়ে বাস্তবতা অস্পষ্ট করেছেন -রাশেদ খান মেনন

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সঙ্গে পিটার হাসের বৈঠক

সুষ্ঠু নির্বাচনের কি ব্যবস্থা নিয়েছে ইসির কাছে জানতে চেয়েছে জাপান

সুষ্ঠু নির্বাচনের কি ব্যবস্থা নিয়েছে ইসির কাছে জানতে চেয়েছে জাপান

লোডশেডিংমুক্ত দেশ গড়তে বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা

লোডশেডিংমুক্ত দেশ গড়তে বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা

১০ মেগা প্রকল্প পাচ্ছে সবচেয়ে বেশি বরাদ্দ

১০ মেগা প্রকল্প পাচ্ছে সবচেয়ে বেশি বরাদ্দ

বাখমুতের দায়িত্ব নিতে যাচ্ছে চেচেন যোদ্ধারা

বাখমুতের দায়িত্ব নিতে যাচ্ছে চেচেন যোদ্ধারা