কমিশনে ভরসা পাচ্ছে না লাঙ্গল ও হাতপাখা প্রার্থী
২৮ মে ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মূলত ৩ প্রার্থীই নিজ নিজ অবস্থান থেকে মাঠ চষে বেড়াচ্ছেন ভোটের আশায়। মনোনয়ন যাচাইয়ে আরো ৩ প্রার্থী বৈধতা পেলেও তাদের অবস্থান চোখে পড়ছে না নগরবাসী। নির্বাচনী মাঠকে সরগরম করতে চেষ্টা চালিয়ে যাওয়া প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান। তারা গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে চেষ্টা করছেন ভোটারের কাছাকাছি যাওয়ার।
গতকাল দুপুর ১২টায় নগরীর বারুতখানা থেকে জিন্দাবাজার এলাকায় ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে ও ভোটারদের উদ্দেশ্যে প্রদত্ত এক প্রতিক্রিয়া জাতীয় পার্টি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবুল বলেছেন, আমি রিটার্ন টিকেট নিয়ে আসি নাই আমি নগরবাসীর সেবা করতে এসেছি। আমার দল পল্লীবন্ধু হোসাইন মুহাম্মদ এরশাদের হাতে গড়া জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষ নেতৃবৃন্দের আশীর্বাদ নিয়ে এবং জনগণের ভালোবাসার উপর ভরসা করে কাজ করে যাচ্ছি। তাই আগামী ২১ জুনের সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে ব্যবসায়ীদের সেবা করার সুযোগ দিবেন বলে আমার বিশ্বাস।
সচেতন ভোটারদের মতে, আওয়ামী লীগ প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ইংগিত করেই এ তির্ষক বক্তব্য প্রদান করেছেন জাপা প্রার্থী বাবুল। কারণ আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্য প্রবাসী। মূলত মেয়র নির্বাচনকে টার্গেট করেই দেশে অবস্থান করছেন এখন তিনি। তবে ইভিএমে ভোটের উপর আস্থা রয়েছে আনোয়ারুজ্জামান চৌধুরী ও লাঙ্গলের নজরুল ইসলাম বাবুলের। কিন্তু সেখানে শংকা তথা লেভেল প্লেয়িং ফিন্ড নিয়ে উদ্বেগ রয়েছে হাতপাখা’র প্রার্থী মাহমুদুল হাসানের। গত ২৫ মে মনোনয়ন বাছাইয়ের দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নৌকার প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন- ‘দেশে এই প্রথম ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে না। এর আগেও দেশের বিভিন্ন স্থানে স্থানীয় সরকার ও জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার হয়েছে। ইভিএম পদ্ধতিতে নির্বাচনে অনেক স্থানে ক্ষমতাসীন দলের প্রার্থীরা পরাজিতও হয়েছেন। যে কারণে দেশে-বিদেশে ইভিএমে ভোট গ্রহণ প্রশংসিত। তাই যারা ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন তারা হয়তো অজ্ঞ অথবা ইচ্ছা করেই আগেভাগে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। এদিকে, জাপার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলের কোনো প্রশ্ন নেই ইভিএমে। তবে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের কর্মকর্তার সরকার দলীয় মেয়র প্রার্থীর পক্ষে কাজ করছেন। নৌকার প্রার্থী বিভিন্ন নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলেও দায়িত্বশীল রিটার্নিং কর্মকর্তা নির্বিকার। বিষয়গুলো দেখেও দেখছেন না তিনি। তবে এমন চলতে থাকলে আদালতের দ্বারস্থ হতে বাধ্য হবো আমি।
এছাড়া তিনি বলেন, ‘ইভিএম নিয়ে মানুষের মধ্যে কিছুটা সংশয় আছে। তবে আমি আশাবাদী এ পূণ্যভূমিতে কোনো কারচুপি হবে না। ইভিএম পদ্ধতিতে ভোটদানে যাতে ভোটারদের ফিঙ্গার নিয়ে কোনো ঝামেলা না হয় সে ব্যাপারে আগেভাগে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তিনি। অপরদিকে, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন- ‘নির্বাচনের এখনো প্রায় এক মাস বাকি। প্রতীক বরাদ্দ হয়নি। কিন্তু এরই মধ্যে পরিবেশ ঘোলাটে হতে শুরু করেছে। ক্ষমতাসীন দলের প্রার্থীকে জোর করে হলেও পাস করাতে হবে- এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে।’
নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ করেছে এমন অভিযোগ করে মাহমুদুল হাসান বলেন, ‘আমরা মনোনয়নপত্র জমা দেয়ার সময় কেবল ৫ জনকে ভেতরে প্রবেশ করতে দেয়া হয়েছে। অথচ আওয়ামী লীগের প্রার্থী শোডাউন করে এসেছেন। অথচ নির্বাচন কমিশন কোনোরকম বাধা দেয়নি তাদের।’ সরকার দলীয় প্রার্থী নির্বাচনী পরিবেশ নষ্ট করছেন অভিযোগ করে তিনি বলেন, ‘সরকারের লোকজন আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণায় অংশ নিচ্ছেন। সংসদ সদস্যরা প্রচারণায় অংশ নেয়ার বিধান না থাকলেও তারা প্রতিদিনই অংশ নিচ্ছেন। সিলেটের বাইরে থেকে এসেও প্রচারণা চালাচ্ছেন সংসদ সদস্যরা। ইভিএম নিয়ে সন্দেহ ও শঙ্কা রয়েছে জানিয়ে মাহমুদুল হাসান বলেন, ‘সাধারণ ভোটাররা ইভিএমে অভ্যস্ত নন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস
শুল্ক-কর বাড়ানোর অধ্যাদেশ প্রত্যাহার দাবি নাগরিক কমিটির
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলার পুনঃতদন্ত দাবিতে টঙ্গীতে বিক্ষোভ মিছিল
বন্দরে সাবেক কাউন্সিলর আ. লীগ নেতা সিরাজকে সমাজচ্যুত ঘোষণা
ফ্যাসিবাদের দরজা বন্ধ ছাড়া কোনো নির্বাচন নয় -ইসলামী আন্দোলন বাংলাদেশ
‘নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে মৃত্যুদণ্ড চেয়ে নেবো’
ড. ইউনূসের পাঁচ মামলা বাতিলে কোনো আইনি দুর্বলতা নেই
কেরানীগঞ্জে হত্যা করে অটোরিকশা ছিনতাই ঘাতক বন্ধু গ্রেফতার
৪৩তম বিসিএসের ২৬৭ কর্মকর্তার পদায়ন