আচরণবিধি লঙ্ঘণে আ.লীগ-জাপা প্রার্থীকে শোকজ
৩০ মে ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

সিলেট সিটি করপোরেশন নির্বাচনী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। বিএনপি বিহীন নির্বাচনে তারা দু’জনই ভোটের মাঠের প্রাণ। কিন্তু এই দুই প্রার্থী প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে পেয়েছেন কারণ দর্শানোর নোটিশ। ইসির আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ লঙ্ঘণের অভিযোগে গতকাল বিকেলে দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
নোটিশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। যে কারণে এ দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করেছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
প্রসঙ্গত, সিসিক নির্বাচন আগামী ২১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দ। মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও বাছাইয়ে বাদ পড়েন ৫ জন। এদের মধ্যে প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন ৩ জন। এ অবস্থায় অপর বৈধ প্রার্থীদের মধ্যে মাঠে-ময়দানে দেখা মিলছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান।
এদিকে, ২০০২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাধারণ ওয়ার্ডে কোনো নারী কাউন্সিলর প্রার্থী পায়নি সিলেট। তবে এবার সেই অচলায়তন ভাঙতে ভোটের লড়াইয়ে নেমেছেন এক নারী প্রার্থী। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া সিসিক নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে আরো ৪ পুরুষ প্রতিদ্বন্দ্বির সাথে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন রোকসানা বেগম শাহনাজ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নগরের ২৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন। তাদের মধ্যে রোকসানা বেগম একমাত্র নারী প্রার্থী।
জানা যায়, বিগত চারটি নির্বাচনে আইনজীবী রোকসানা বেগম সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নিয়ে তিনবার বিজয়ী হন। পরে প্রতিবারই প্যানেল মেয়র হন তিনি। ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকসানা মহানগর মহিলা দলের সভাপতির দায়িত্বে আছেন। এ ছাড়া সদ্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কও ছিলেন তিনি। তার স্বামী এ টি এম ফয়েজ উদ্দিন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। রোকসানা বলেন, তিনবার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেও সাধারণ আসনে নির্বাচিত ওয়ার্ডের কাউন্সিলরদের মতো পর্যাপ্ত বরাদ্দ বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। এ কারণে এলাকার উন্নয়নে প্রত্যাশা মতো কাজ করতে পারেননি। ফলে এবার সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি।
বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাউন্সিলর পদে বিএনপির আরো অনেকে প্রার্থী হয়েছেন। তারা প্রতিদ্বন্দ্বিতা করলে আমিও করব। আর তারা সরে দাঁড়ালে, আমিও সরে দাঁড়াব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

ভিসা-মুক্ত নীতির অধীনে প্রথমবার চীনা পর্যটকদের স্বাগত জানাল থাইল্যান্ড

বিজিএমইএ : যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমেছে এক তৃতীয়াংশ, ইউরোপে ১৪.৫ শতাংশ

নভেম্বরের শুরুতে তফসিল, জানুয়ারিতে ভোট : ইসি
৬ ওভারেই নেই ৩ উইকেট

বিএনপির খুলনার রোডমার্চ উপলক্ষে মাগুরায় সমাবেশ রোডমার্চ এখন যশোরের পথে

জাকিরের বিবর্ণ অভিষেক, ফিরলেন তানজিদও

যে দোকানে ১০ টাকায় পাবেন গরুর মাংস, ৪৫ টাকায় ইলিশ!

পদোন্নতি ও বৈষম্য সমাধানের দাবি বিসিএস সাধারণ শিক্ষা সমিতি কুমিল্লা ইউনিটের

নোয়াখালীতে ডিটারজেন্ট-কলমের মেশিনসহ বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ, মালিক পলাতক

কোরআন শরীফ পোড়ানোয় বন্দীকে মারধর, ছেলের জন্য গর্বিত কাদিরভ

কারাবাখে অভিযান চালাতে আজারবাইজান ‘বাধ্য’ হয়েছে: এরদোগান

লন্ডন পুলিশে ‘বিদ্রোহ’, সংঘাতের আশঙ্কায় তৈরি সেনাবাহিনী

২ শিক্ষার্থী খুন! ভাইরাল ছবি ঘিরে ফের উত্তপ্ত মণিপুরে

কুখ্যাত নাৎসিকে পার্লামেন্টে সম্মান! এবার রাশিয়ার রোষের মুখে কানাডা

বরগুনায় চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার রায়: ১২ জনের ১০ বছর, ৪ জনের ৭ বছর সাজা: ৩ জনের বেকসুর খালাস

পোল্যান্ডের সেনা আধুনিকীকরণে ঋণ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানে অনিয়ন্ত্রিত সিম কার্ড পাবেন বিদেশি পর্যটকরা

হ্যাঙজুতে ইতিহাস গড়ে খুশি ইরানি নারী সাইক্লিস্ট পারতোজার

বৃদ্ধদের বয়সীরা আক্রান্ত হচ্ছে আলজাইমার রোগে
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকিরের অভিষেক