আচরণবিধি লঙ্ঘণে আ.লীগ-জাপা প্রার্থীকে শোকজ
৩০ মে ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম
সিলেট সিটি করপোরেশন নির্বাচনী লড়াইয়ে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী ও জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল। বিএনপি বিহীন নির্বাচনে তারা দু’জনই ভোটের মাঠের প্রাণ। কিন্তু এই দুই প্রার্থী প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগে পেয়েছেন কারণ দর্শানোর নোটিশ। ইসির আচরণবিধি ২০১৬ এর বিধি ৫ লঙ্ঘণের অভিযোগে গতকাল বিকেলে দুই মেয়র প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
নোটিশে উল্লেখ করা হয়, সিটি করপোরেশন আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে প্রচারণা শুরু করতে পারবেন না। যে কারণে এ দুই প্রার্থীকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দাখিলের জন্য অনুরোধ করেছে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের।
প্রসঙ্গত, সিসিক নির্বাচন আগামী ২১ জুন। ২ জুন প্রতীক বরাদ্দ। মেয়র পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র কিনলেও বাছাইয়ে বাদ পড়েন ৫ জন। এদের মধ্যে প্রার্থীতা ফিরে পেতে আপিল করেছেন ৩ জন। এ অবস্থায় অপর বৈধ প্রার্থীদের মধ্যে মাঠে-ময়দানে দেখা মিলছে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির নজরুল ইসলাম বাবুল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান।
এদিকে, ২০০২ সালে সিটি করপোরেশন প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সাধারণ ওয়ার্ডে কোনো নারী কাউন্সিলর প্রার্থী পায়নি সিলেট। তবে এবার সেই অচলায়তন ভাঙতে ভোটের লড়াইয়ে নেমেছেন এক নারী প্রার্থী। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে যাওয়া সিসিক নির্বাচনে ২৫ নম্বর ওয়ার্ডে আরো ৪ পুরুষ প্রতিদ্বন্দ্বির সাথে ভোটের লড়াইয়ে মাঠে নামছেন রোকসানা বেগম শাহনাজ। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নগরের ২৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর মধ্যে মনোনয়নপত্র জমা দেন পাঁচজন। তাদের মধ্যে রোকসানা বেগম একমাত্র নারী প্রার্থী।
জানা যায়, বিগত চারটি নির্বাচনে আইনজীবী রোকসানা বেগম সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে অংশ নিয়ে তিনবার বিজয়ী হন। পরে প্রতিবারই প্যানেল মেয়র হন তিনি। ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রোকসানা মহানগর মহিলা দলের সভাপতির দায়িত্বে আছেন। এ ছাড়া সদ্য সাবেক মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়কও ছিলেন তিনি। তার স্বামী এ টি এম ফয়েজ উদ্দিন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি। রোকসানা বলেন, তিনবার সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হলেও সাধারণ আসনে নির্বাচিত ওয়ার্ডের কাউন্সিলরদের মতো পর্যাপ্ত বরাদ্দ বা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলাম। এ কারণে এলাকার উন্নয়নে প্রত্যাশা মতো কাজ করতে পারেননি। ফলে এবার সাধারণ আসনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছি।
বিএনপির নিষেধাজ্ঞা সত্ত্বেও নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে তিনি বলেন, কাউন্সিলর পদে বিএনপির আরো অনেকে প্রার্থী হয়েছেন। তারা প্রতিদ্বন্দ্বিতা করলে আমিও করব। আর তারা সরে দাঁড়ালে, আমিও সরে দাঁড়াব।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়