নির্বাচনী প্রচারে এসেছে দু’শতাধিক যুক্তরাজ্য প্রবাসী
০১ জুন ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১০:৫৮ পিএম
ক্ষমতাসীন দলের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। কেবল দল মনোনীতে সীমাবদ্ধ নয় তার অবস্থান। যুক্তরাজ্য আওয়ামী লীগে তিনি যশ-খ্যাতিসম্পন। দেশ-বিদেশে সমান তালে যোগাযোগ রাখেন দলের সর্বোচ্চ পর্যায়ে। সেই সাথে রয়েছে সরকার যন্ত্রের সাথে সখ্যতা। তার মনোনয়নে বাধা হয়ে দাড়াতে পারেনি স্থানীয় মনোনয়ন প্রত্যাশি কোন নেতা। সুবোধ বালকের মতো চেয়ে চেয়ে দেখেছেন তার মনোনয়ন প্রাপ্তির দৃশ্য। মনোনয়ন নিশ্চিত করে বসে না থেকে মাঠে কোমর বোধে নামেন মাঠে। বিএনপির নির্দেশনা অনুযায়ি নির্বাচন বর্জন করেন আরিফুল হকের। আরিফ বিহীন নির্বাচনে এক অনুক‚ল পরিবেশের মুখে আনোয়ার। বিজয়ের সুবাতাস ক্রমশ দৃশ্য হচ্ছে তার পক্ষে। সেই দৃশ্যের ইতিহাস হতে যুক্তরাজ্য থেকে আনোয়ারুজ্জামানের নির্বাচনী প্রচারে অংশগ্রহণের লক্ষ্যে যুক্তরাজ্য যুবলীগসহ ইতিমধ্যে প্রায় দু’শতাধিক প্রবাসী সিলেটে এসেছে।
গতকাল সকালে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আনোয়ারের পক্ষে মাঠে কাজ করার জন্য দেশে এসে পৌঁছালে এসময় তাদের বিমান বন্দরে ফুল দিয়ে স্বাগত জানান আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.শামীম আহমদ, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুসফিক জায়গীর দার, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ।
প্রতিনিধি দলে রয়েছেন- যুবলীগ যুক্তরাজ্য শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফখরুল ইসলাম মধু ও মধুর সহধর্মিণী মিসেস সালেহা ইসলাম, যুক্তরাজ্য যুবলীগের সহ-সভাপতি সাবুল আহমদ, মাহবুব আহমদ, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক সারজন খান, হাফিজুর রহমান সেলিম, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম ও যুবলীগ নেতা মুতছির চৌধুরী জনিসহ নেতৃবৃন্দ।
এসময় যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান বলেন, যুক্তরাজ্য প্রবাসীসহ পুরো ইউরোপ এবং মধ্যেপ্রাচ্যের পরম বন্ধু আনোয়ার। তিনি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের স্বার্থ রক্ষায় সদা জাগ্রত। আমরা অনেক প্রবাসী দেশে এসেছি এবং আরো অনেকেই আসছেন। বিশেষ করে তার ভালোবাসার প্রতিদান দিতে প্রবাসীরা দেশে আসছে। সকল প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে সিলেটবাসীর কাছে আবেদন জানাচ্ছি ২১ জুনের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য। এতে আন্তর্জাতিক বিশ্বে সিলেটসহ বাংলাদেশের মুখ আরো উজ্জল হবে।
এদিকে, আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী ২১ জুন সিসিক নির্বাচনে বিজয়ী হলে সিলেটকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলবো। তিলোত্তমা সিলেটের অংশীদার হবে সকল নগরবাসী, কেউ বঞ্চনার শিকার হবেন না। গতকাল বিকালে নগরীর মেন্দিবাগস্থ কর আইনজীবীদের হলরুমে এক মতবিনিময় সভায় তিনি বলেন, সিলেট নগরীর ভাঙা রাস্তা, জলাবদ্ধতা ও মশার উপদ্রব চরম আকার ধারণ করেছে। আমি নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান হবে। মাস্টারপ্লান করে সিলেটকে নতুনভাবে গড়বো। কর আইনজীবী সমিতির সভাপতি ইসতিয়াক হোসাইন মঞ্জুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপনের পরিচালনায় বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. রাজ উদ্দিন আহমদ, সিলেট বারের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আব্দুল আলীম পাঠান, অধ্যাপক শফিকুর রহমান প্রমুখ।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত