কাউন্সিলর প্রার্থী হওয়ায় বিএনপির ৮ জনকে দল থেকে আজীবন বহিষ্কারের সুপারিশ
০১ জুন ২০২৩, ১০:৫৯ পিএম | আপডেট: ০১ জুন ২০২৩, ১০:৫৯ পিএম
দলের সিদ্ধান্ত অমান্য করে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ায় ৮ জনকে আজীবন বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ পাঠিয়েছে মহানগর বিএনপি। দুই একদিনের মধ্যেই আসতে পারে স্থায়ী বহিস্কার আদেশ। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত মতে তৃণমূল নেতা-কর্মীদের নির্বাচনী কার্যক্রম থেকেও দুরে থাকতে বলা হবে শিগগরিই। নগর বিএনপির শীর্ষ নেতার সাথে কথা বলে এসব তথ্য জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের সিটি নির্বাচনে ৯নং সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী নগর বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মাজেদা খাতুন, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শেখ সাজ্জাদ হোসেন, ১৯নং ওয়ার্ডের প্রার্থী নগর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আশফাকুর রহমান কাকন, ২২নং ওয়ার্ডে নগর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক মাহবুব কায়সার, ৯নং ওয়ার্ডে নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক কাজী ফজলুল কবীর, ২৪নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শমসের আলী মিন্টু, ৩০নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মুহাম্মদ আমানউল্লাহ আমান, ১৪নং ওয়ার্ডের প্রার্থী এ কে এম মোসফেকুস সালেহীনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের জন্য সুপারিশ করা হয়েছে। গত ২৯ এপ্রিল নগর বিএনপি’র নির্বাহী কমিটির সভায় কেসিসি নির্বাচনে দলের কোনো নেতা-কর্মী অংশ নিতে পারবেন না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এমনকি কোনো প্রার্থীর পক্ষে তারা প্রচারও চালাতে পারবেন না। নির্বাচনে কারও অংশ নেয়ার প্রমাণ পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়।
সূত্রে জানা গেছে, দল থেকে বহিষ্কারের জন্য সুপারিশ করা ২৪নং ওয়ার্ডের প্রার্থী শমসের আলী মিন্টুর প্রার্থিতা বাতিল হয়েছে। আপিল করেও তিনি প্রার্থিতা ফেরত পাননি। তিনি বছর দেড়েক আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন। ৯নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী মাজেদা খাতুন ও ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নগর বিএনপি’র সাবেক যুগ্ম-সম্পাদক মাহবুব কায়সারও ওই একই সময়ে দল থেকে পদত্যাগ করেন। গ্রæপিংয়ের কারণে নগর বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক মাজেদা খাতুনের সাথে নেই দলীয় নেতা-কর্মীরা। অন্যদিকে, ৩০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুহাম্মদ আমান উল্লাহ ২০ বছরের বেশি সময় ধরে দলীয় রাজনীতিতে নিষ্ক্রিয়। তবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি তাকে সমর্থন দিয়েছিল। ৯নং ওয়ার্ডের প্রার্থী নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহবায়ক কাজী ফজলুল কবীরকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। ১৪নং ওয়ার্ডের প্রার্থী এ কে এম মোসফেকুস সালেহীন একসময় ছাত্রদলের রাজনীতি করলেও ২৩ বছরের বেশি সময় ধরে তিনি দলীয় রাজনীতিতে নিষ্ক্রিয়।
খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাড. শফিকুল আলম মনা বলেন, গত ২৯ এপ্রিল খুলনা মহানগর বিএনপি’র নির্বাহী কমিটির অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কেসিসি নির্বাচনী কার্যক্রমে দলের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ত না হতে বলা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না বিএনপি। দলের সিদ্ধান্তকে অমান্য করে যারা নির্বাচনে অংশ নিচ্ছেন, দুই একদিনের মধ্যেই তাদের বহিষ্কার আদেশ আসতে পারে বলে জানিয়েছেন তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত