পার্ক বানাতে গাছ কাটছে জেলা প্রশাসন!
০৫ জুন ২০২৩, ১০:৪৮ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৪ এএম
‘ডিসি ফ্লাওয়ার পার্ক’ নির্মাণ করতে গিয়ে গাছ কাটছে চট্টগ্রামের জেলা প্রশাসন। নগরীর উত্তর কাট্টলী সাগর তীরবর্তী এলাকায় এ পার্ক নির্মাণ হচ্ছে। গতকাল সোমবার সকাল থেকে তিনটি স্কেভেটর দিয়ে শুরু হয় কেওড়া গাছ কাটা। দুপুর পর্যন্ত কয়েক হাজার গাছ ধ্বংস করা হয়। বিশ^ পরিবেশ দিবসে গাছ নিধনের এ খবর পেয়ে সেখানে ছুটে যান উপকূলীয় বন বিভাগের কর্মকর্তারা। পরে দুপুর নাগাদ গাছ কাটা বন্ধ করা হয়। বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা জানান, ১৯৯৮ সালে উপকূলীয় বেড়িবাঁধ ও লোকালয়ের নিরাপত্তার জন্য পতেঙ্গা বেড়িবাঁধের বাইরে ম্যানগ্রোভ ফরেস্টের আওতায় কেওড়া গাছ লাগানো হয়। এসব গাছ ইতোমধ্যে উপকূলে সবুজ বেষ্টনী হিসেবে দাঁড়িয়ে গেছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে সাগর তীরবর্তী উত্তর কাট্টলী এলাকায় টোল রোডের পাশে ডিসি ফ্লাওয়ার পার্ক নামে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেয়া হয়। এ লক্ষ্যে সেখানে বেদখল হয়ে যাওয়া সরকারি জমিও উচ্ছেদ করে দখলে আনা হয়। সেখানে মোট জমির পরিমাণ ১৯৪ দশমিক ৯৮ একর। এর মধ্যে পুরো এলাকা ঘেরাও করে পার্কের জন্য উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আর এ কাজ করতে গিয়ে কেওড়া বন ধ্বংস করার অভিযোগ এনেছে উপকূলীয় বন বিভাগ। বন বিভাগের কর্মকর্তারা জানান, মন্ত্রণালয়ের অনুমতি ছাড়াই জেলা প্রশাসনের লোকজন সেখানে গাছ কাটা শুরু করেন। স্কেভেটর দিয়ে কেওড়া বাগান উপড়ে ফেলা হয়। ইতোমধ্যে প্রায় ১২শ’ বর্গফুট দৈর্ঘ্য এবং ৫০ ফুট প্রস্থ বন ধ্বংস করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় বন বিভাগের কর্মকর্তারা সেখানে ছুটে গিয়ে কাজ বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপকূলীয় বন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান ইনকিলাবকে বলেন, কোনরকম অনুমতি ছাড়াই উত্তর কাট্টলী এলাকায় বন বিভাগের ম্যানগ্রোভ ফরেস্টের গাছ কাটা হচ্ছিল। আমরা বিষয়টি নিয়ে তাৎক্ষণিক জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করেছি। তিনি গাছ কাটা বন্ধ রাখার আশ^াস দিয়েছেন। পার্কের রাস্তা নির্মাণের জন্য গাছ কাটা প্রয়োজন উল্লেখ করে জেলা প্রশাসক জানিয়েছেন, এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে পরবর্তী কার্যক্রম অব্যাহত রাখবেন। আমরা বিষয়টি আমাদের মন্ত্রণালয়কে জানিয়েছি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ইনকিলাবকে বলেন, পার্কের উন্নয়ন কাজ চলছে। এজন্য সেখানে কিছু গাছ অপসারণ করা হয়েছে। তবে ভূমিদস্যুরা এসব গাছ রাসায়নিক ছিটিয়ে আগেই মেরে ফেলে। উন্নয়ন কাজের জন্য এসব মরা গাছ অপসারণ করা হয়েছে মাত্র। সেখানে কেওড়া বন ধ্বংস হয়নি বলে জানান তিনি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
শম্ভুর ধরা পড়ায় এলাকায় আনন্দের বন্যা
রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
লিসান্দ্রো মার্তিনেজকে বিশ্বকাপ বাছাইয়ে পাচ্ছেনা আর্জেন্টিনা
খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক এপিএস অপু
পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ব্যাপক তল্লাশি
আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ কমে ১৮.৪৬ বিলিয়ন ডলার
অফিস-আদালতসহ সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয় : রিজভী
পার্লামেন্টে ক্ষমা
ক্ষেপণাস্ত্র হামলা
ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় নতুন প্রহরী: রোবট কুকুর!
লুকিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করায় মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বহিস্কার
মাকে হত্যা করে লাশ ডিপ ফ্রিজে রাখা ছেলে গ্রেফতার
সীমান্তে ৪ বাংলাদেশী নারী আটক
গুলি বর্ষণকারী ৭৪৭ পুলিশ শনাক্ত গ্রেফতারের উদ্যোগ নেই
সিলেটে মতবিনিময় সভা করলো নেজামে ইসলাম পার্টির
স্বামী স্ত্রীকে শর্ত লাগিয়ে তালাক দেওয়ার পর শর্ত উঠিয়ে নেওয়া প্রসঙ্গে।
আন্তঃনগর ট্রেনের সময় পরিবর্তন করুন
জনপ্রশাসনে মেধাশূন্যতা : কারণ ও প্রতিকার
ভারতীয় হেজিমনি ও আওয়ামী লীগের আত্মঘাতী রাজনীতি
বিতর্ক পরিহার করতে হবে