ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
বিতর্কিত উপসচিব (হজ) কে তাৎক্ষণিক বদলি : বিমানের ৫টি হজ ফ্লাইট বাতিল

হজ ফ্লাইট বিপর্যয়ের শঙ্কা

Daily Inqilab শামসুল ইসলাম

০৫ জুন ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৪ এএম

হজ ফ্লাইট নিয়ে বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। মদিনাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫টি হজ ফ্লাইট বাতিল হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের চরম উদাসিনতা ও খামখেয়ালির দরুণ হজ অফিসের পরিচালক হজের অসহযোগিতার দরুণ এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার একটি হজ ফ্লাইটও বাতিল হয়েছে। নতুন হজ ফ্লাইটের স্লট বরাদ্দ যদি পাওয়া না যায় তবে অনেক হজযাত্রীর হজে গমণে অনিশ্চয়তার মুখে পড়তে পারেন। নাম প্রকাশ না করার শর্তে হাবের একাধিক সদস্য এতথ্য জানিয়েছেন।
এবার বাংলাদেশ থেকে প্রায় ১ লাখ ২০ হাজার হজযাত্রীর হজে যাওয়ার কথা। গতকাল পর্যন্ত প্রায় ৫৪ হাজার হজযাত্রী সউদীতে পৌঁছেছেন। সউদী-বাংলাদেশ হজ চুক্তি অনুযায়ী মদিনায় ৩০% ফ্লাইট পরিচালনার কথা থাকলেও তা’বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ধর্ম মন্ত্রণালয়ের চরম উদাসিনতা ও খামখেয়ালির দরুণ সরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রীকেও মদিনার হজ ফ্লাইটে পাঠানো হয়নি। এ নিয়ে ধর্ম সচিবও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন।
মদিনায় ৩০% হজযাত্রী পরিবহনে সরকারি হজযাত্রীর ফ্লাইট না দেয়ায় ধর্ম সচিব চরমভাবে ক্ষুব্ধ। সরকারি ১০ হাজার ৩৬০ জন হজযাত্রীর মধ্যে মদিনায় ৩০% হজযাত্রী হিসেবে ৩ হাজার ১০৮ জন সরকারি হজযাত্রীকে মদিনায় পাঠানোর কথা ছিল। কিন্ত ধর্মমন্ত্রণালয়ের উপসচিব (হজ)আবুলকাশেম মুহাম্মদ শাহীনের চরম উদাসিনতা ও পরিচালক হজ সাইফুল ইসলামের খামখেয়ালির দরুণ এ যাবত সরকারি ব্যবস্থাপনার একজন হজযাত্রীকেও মদিনায় পাঠানো সম্ভব হয়নি। একাধিক হজ ফ্লাইট বাতিল হওয়ায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান চরমভাবে উদ্বিগ্ন। ধর্ম প্রতিমন্ত্রী উপসচিব (হজ) শাহীনের অযোগ্যতা এবং চরম খামখেয়ালির দরুণ চরমভাবে ক্ষুদ্ধ। তিনি উপসচিব হজকে অন্যত্র বদলি করারও হুমকি দিয়ে হজ ব্যবস্থাপনার কার্যক্রমে গতিশীল আনতে পারেননি। হজ ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি এবং পরিস্থিতি বেগতিক দেখে ধর্ম মন্ত্রণালয় উপসচিব হজ শাহীনকে দ্রুত অন্যত্র বদলির উদ্যোগ নেয়। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ৪ জুন এক প্রজ্ঞাপনে (স্বারকনং ০৫০০.০০০০.১৩২.১৯.০০৩.২৩-৪০৪) ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনকে হজ মৌসুম চলাকালে শিল্প মন্ত্রণালয়ের এনপিও বিভাগে প্রেষণে পরিচালক পদে তাৎক্ষণিক বদলি করে। এতে ধর্ম মন্ত্রণালয়ের চৌকস কর্মকর্তা ও হাবের নেতৃবৃন্দের মাঝে স্বস্তি ফিরে আসে। রাতে এ রিপোর্ট লেখাকালে একাধিক সূত্র এ তথ্য জানায়।
এ প্রতিবেদক গতকাল সোমবার সরেজমিনে ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব (হজ)আবুল কাশেশ মুহাম্মদ শাহীনের দপ্তরে হজ ব্যবস্থাপনা নিয়ে চরম খামখেয়ালি সর্ম্পকে জানতে গেলে প্রথমে তিনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। পরে উপসচিব শাহীন ইনকিলাবকে উদ্দেশ্য করে বলেন, এতো কাজ করেও কোনো সুনাম পাচ্ছি না। আমি আর অত্র মন্ত্রণালয়ে থাকবো না। তিনি এক পর্যায়ে দম্ভ করে বলেন, ধর্ম প্রতিমন্ত্রীতো আমাকে প্রতি দিনই একাধিক বার বদলি করেন। এক প্রশ্নের জবাবে বদলিকৃত উপসচিব (হজ) শাহীন বলেন, নিবন্ধিত হজযাত্রীদের ই-ভিসা ইস্যু না করায় এবং সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় অসহযোগিতা করায় ৯০টি হজ এজেন্সিকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের একের পর এক ভুল সিদ্ধান্তের দরুণ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে। হজের সাথে সংশ্লিষ্ট একাধিক মহল এ অভিমত ব্যক্ত করেছে।
এদিকে ধর্ম মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, হজ ফ্লাইট নিয়ে চরম বিপর্যয়ের আশঙ্কা দেখা দেয়ার গত ৩১ মে হাব কর্তৃপক্ষ ধর্ম সচিবে লিখিত এক জরুরি চিঠিতে বলেন, চলতি বছর হজ ফ্লাইট সঙ্কটের আশঙ্কা করে ইতিপূর্বে আপনার বরাবরে পত্র দিয়ে অবহিত করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়েছিল। চিঠিতে জোর দিয়ে উল্লেখ করা হয়, মদিনায় ৩০% হজযাত্রী গমণের বাধ্যবাধকতা এবং তৎপরিপ্রেক্ষিতে সরকারি হাজীগণের কোন ফ্লাইট ঢাকা-মদিনা না দেয়ার কারণে বহুহজযাত্রীর হজ ফ্লাইট নিয়ে শঙ্কা রয়েছে। বিষয়টি হাব ইতোপূর্বে ধর্ম মন্ত্রণালয়কেবহুবার অবহিত করলেও দৃশ্যত কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। হাজীদের সউদী অংশের খচরের অর্থ আইবিএএন এর মাধ্যমে সউদীতে পাঠাতে গত ২ মে চিঠি দেয়া হয়। সউদীতে বিলম্বে অর্থ প্রেরণের উদ্যোগ নেয়ায়ও হজের কার্যক্রমে হজ এজেন্সির মালিক প্রতিনিধি রা চরম বিপাকে পড়েন।
হজযাত্রী পরিবহনে বিপর্যয় রোধে বিমানের অনুকূলে অতিরিক্ত আরো ১০টি হজ ফ্লাইটের সিডিউল বরাদ্দের অনুমোদন চেয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান গত ৪ জুন পররাষ্ট্র সচিবের মাধ্যমে সউদী হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফওজান বিন মোহাম্মদ আল রাবিয়ার কাছে লিখিত প্রস্তাত পাঠিয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

তোফাজ্জলের জানাজায় মানুষের ঢল, দাফন হলো বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

গণপিটুনিতে হত্যা: ঢালাওভাবে ছাত্রদের বিজয়কে খাটো করতে আওয়ামী মিডিয়ার আস্ফালন, সমালোচনার ঝড়

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক এমপি ইয়াকুবসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কারাগারে

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে দিল বাংলাদেশ, হাসানের ৫

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরলেন আরো ১৫০ অনিয়মিত বাংলাদেশি

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

দোয়ারাবাজার সীমান্তে মহিষসহ মাছের চালান জব্ধ

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

সিলেটে ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার, নারী গ্রেফতার

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

আশ্বিনকেও ফেরালেন তাসকিন

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

কক্সবাজার পাহাড়তলীতে অনৈতিক কাজে অতিষ্ঠ মানুষ, বাধা দেয়ায় বাসার মালিকের উপর হামলা

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

অংশীদারত্ব ও সহযোগিতা চুক্তির খসড়া পাঠিয়েছে ইইউ

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

তাসকিনের জোড়া আঘাত, লিটনের রেকর্ড

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

ডিবির আলোচিত ডিসি মশিউর গ্রেপ্তার

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

১৯৯ রানের জুটি ভাঙলেন তাসকিন

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

গণপিটুনিতে দুই মাসে ৩৩ জনের মৃত্যু

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় প্রশ্ন তুললেন জয়

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

মেট্রোরেলের কাজীপাড়া স্টেশন খুলছে আজ

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

বিচিত্রার সম্পাদক দেওয়ান হাবিব আর নেই

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ

জাবিতে ছাত্রলীগ নেতা শামীম হত্যা : ৮ শিক্ষার্থীসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে থানায় অভিযোগ