যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
০৫ জুন ২০২৩, ১১:১৭ পিএম | আপডেট: ০৬ জুন ২০২৩, ১২:০৪ এএম
দেশের বিদ্যুৎ সেক্টরের জন্য আরো একটি দুঃসংবাদ যে কোনো সময় বন্ধ হয়েছে যেতে পারে ১৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানাধীন এ প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ৬৬০ মেগাওয়াটের একটি ইউনিট চালু রাখতে প্রয়োজন পড়ে প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার।
বিদ্যুৎকেন্দ্রটি সর্বশেষ কয়লা মজুদের সুনির্দিষ্ট তথ্য প্রদান না করলেও সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন করে কয়লার চালান না এলে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে এর উৎপাদন।
গত বছরের ১৭ ডিসেম্বর উৎপাদনে যাওয়ার ২০ থেকে ২২ দিন পরই আমদানিকৃত কয়লার স্বাভাবিক মজুদ শেষ হয়ে যায়। ডলার সঙ্কটে এলসি খুলতে না পারায় রিজার্ভ কয়লা দিয়ে আরও পাঁচদিন উৎপাদন চালু রাখা হয়। পরে রিজার্ভ কয়লার মজুদ শেষ হয়ে গেলে গত ৪ জানুয়ারি সকালে বাণিজ্যিক উৎপাদন শুরুর মাত্র ২৭ দিনের মাথায় বিদ্যুৎ কেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার প্রথম ইউনিটটি বন্ধ করে দেয়া হয়। তবে কয়লা সরবরাহ স্বাভাবিক হলে এক মাসের মাথায় আবার উৎপাদনে ফেরে রামপাল বিদ্যুৎকেন্দ্র। গত ১৫ এপ্রিল রাত থেকে যান্ত্রিক ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে যায় এই মেগা প্রকল্পের উৎপাদন। তিন দিন বন্ধ থাকার পর ১৮ এপ্রিল সচল হলেও কয়লা সঙ্কটে ২৩ এপ্রিল রাত থেকে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ১৬ মে আবারও বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয়।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম জানান, বর্তমানে ৫০ হাজার মেট্রিক টন কয়লা এসেছে। সামনে আরও ৫০ হাজার মেট্রিক টন কয়লা আসবে। আমাদের মোট এক লাখ টন কয়লার ক্রয়াদেশ ছিল। সেটাই ধাপে ধাপে আসছে। মূলত, সঙ্কট তো হচ্ছে ডলার নিয়ে। আমরা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ রাখছি, যেন এ সঙ্কট মোকাবিলা করে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন স্বাভাবিক রাখা যায়।
তিনি আরো জানান, নিয়মিত ৫৬০ থেকে ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। উৎপাদিত বিদ্যুতের মধ্যে ৪৬০ মেগাওয়াট ঢাকার জাতীয় গ্রিডে এবং ২০০ মেগাওয়াট খুলনা-বাগেরহাটে সরবরাহ করা হয়।
সূত্র জানায়, প্রতিদিন কেন্দ্রটির একটি ইউনিট চালু রাখতে প্রায় ৫ হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। সে ক্ষেত্রে ১ লাখ মেট্রিকটন কয়লায় মোট ২০ দিন উৎপাদন সচল রাখা সম্ভব। প্রথম দফায় আমদানিকৃত এই ৫০ হাজার মেট্রিক টন কয়লা দিয়ে গত এক সপ্তাহ ধরে উৎপাদন চলছে। এ হিসাবে ক্রয়াদেশকৃত কয়লা সময় মত এসে না পৌঁছালে আগামী ৪ থেকে ৫ দিন উৎপাদন চলবে। বাকী ৫০ হাজার মেট্রিকটন কয়লা এলে দৈনিক ৫ হাজার মেট্রিকটন হিসাবে ১০ থেকে ১১ দিন উৎপাদন চলতে পারে। এরপর নতুন করে কয়লা না এলে বন্ধ হয়ে যাবে উৎপাদন। নতুন করে কয়লার ক্রয়াদেশ আপাতত নেই বলে জানিয়েছে একাধিক সূত্র।
এদিকে, বারবার কয়লার অভাবে বাংলাদেশ-ভারত মৈত্রি বিদ্যুৎ কেন্দ্রটি বন্ধ হয়ে যাচ্ছে। এর পেছনে প্রকল্পটি নিয়ে সরকারের শুরু থেকেই অদূরদর্শিতাকেই দায়ি করছেন সংশ্লিষ্টরা। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যুৎ বিভাগের সাবেক একজন ঊর্ধ্বতন প্রকৌশলী দৈনিক ইনকিলাবকে বলেন, বিদ্যুৎকেন্দ্র তৈরির আগে একটি পরিপূর্ণ পরিকল্পনার প্রয়োজন ছিল। উৎপাদন সচল রাখতে কীভাবে জ্বালানির যোগান দেয়া হবে, সেটা আগে নিশ্চিত করা উচিত ছিল। এখন চালু করার পর অপেক্ষায় থাকতে হয় কখন কয়লা আসবে।
তিনি আরো বলেন, একটি ইউনিট সচল রাখতে হিমশিম খেতে হচ্ছে, দুটো ইউনিট চালু হলে অবস্থা আরো নাজুক হয়ে পড়তো। সরকারকে এখন এটি চালু রাখতেই হবে কারণ যৌথ মালিকানার প্রতিষ্ঠান এটি। পরিকল্পনায় ভুল থাকায় বারবার কয়লার অভাবে রামপালের উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানায় সমান অংশীদারিত্বে বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। এই প্রকল্পের মূলধনের ৩০ শতাংশ করে ৬০ শতাংশ উভয় দেশের এবং বাকী অংশ ভারতীয় ঋণ। ভারতীয় প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যাবতীয় কাজ করেছে এবং এখন কেন্দ্রটি পরিচালনা করছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পাকিস্তান থেকে যেসব পণ্য নিয়ে এবার এলো জাহাজ
ভারতের সেবাদাসী হাসিনাকে পুনর্বাসনে এবার জঙ্গি মিশনে তারা!
মাহফুজকে উপদেষ্টা থেকে বাদ দেওয়া উচিত? যা বললেন ড. জাহেদ
৬ বছরের মধ্যেই চীনের হাতে হাজার পরমাণু বোমা! উদ্বেগ যুক্তরাষ্ট্রের
বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে বড় ধরনের অপরাধ করেছে পুলিশ, এ জন্য আমরা লজ্জিত: আইজিপি
ব্রাহ্মণপাড়ায় পাঁচ দিনেও খোঁজ মিলেনি নিখোঁজ সোহাগের
কসবায় পাহাড় কাটার অপরাধে ২ জনের অর্থদণ্ড
নরসিংদীতে মাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামকে বিদায় করে টিকে রইল খুলনা
পলাতক ১৯ বাংলাদেশি নাবিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফ্রিজে রাখা বাসি ভাতে উপকার দ্বিগুণ!
আ.লীগ দেশটাকে গোরস্থানে পরিণত করেছিল : জামায়াত আমির
সেনবাগে মর্মান্তিক মোটরসাইকেল দূর্ঘটনায় ভাগ্নে নিহত : মামা আহত
কুষ্টিয়ায় সুদের টাকা পরিশোধ করতে না পারায় গৃহবধুকে নির্যাতন
রাজশাহীর বাগমারায় পুকুর থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার
‘জনশক্তি’ নামে কোনও রাজনৈতিক দল নিয়ে কোনও আলোচনা হয়নি : জাতীয় নাগরিক কমিটি
কুষ্টিয়ায় ট্রাক ও নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত
র্যাবকে সমাজে রাখা ঠিক হবেনা -রাজশাহীতে নূর খান
জার্মানিতে ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫
নওগাঁয় ৩ জনকে পিটিয়ে জখম, আহতদের উদ্ধার করলো পুলিশ