ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
পুরো এলাকাটায় কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এবং ঢাকাবাসী উপকৃত হবে -ডিএসসিসি মেয়র

সৌন্দর্যবর্ধন হবে ফ্লাইওভারের নিচের অংশ

Daily Inqilab একলাছ হক

০৭ জুন ২০২৩, ১০:২৭ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

রাজধানীর ফ্লাইওভারগুলোর নিচে নোংরা ময়লা আবর্জনায় ভরা পরিবেশ। রাতে অন্ধকার ভুতুড়ে পরিবেশে মাঝে মাঝেই ঘটছে ছিনতাই ডাকাতিসহ বিভিন্ন অপরাধের ঘটনা। ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে কাঁচাবাজার, মাছের বাজার, বিভিন্ন যানবাহনের পার্কিং, গ্যারেজ, দোকান, মাদকের আখড়া, বস্তি গড়ে তুলেছে সুবিধাভোগী মানুষ। যানজটে নগরবাসীকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ।

এ অবস্থা থেকে ফেরানোর জন্য মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গৃহীত কার্যক্রম হাতে নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সরেজমিন পরিদর্শন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

জনা যায়, মেয়র হানিফ ফ্লাইওভারটি চার লেনবিশিষ্ট। এই ফ্লাইওভারটি শনির আখড়া থেকে বকশীবাজার মোড় পর্যন্ত বিস্তৃত। ফ্লাইওভারের নিচে উঁচু বিভাজকে সৌন্দর্য্যবর্ধনের পরিকল্পনা ছিল মূল নক্সায়। সেখানে ফুলের গাছ লাগানোর পরিকল্পনাও ছিল। সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। বরং ফ্লাইওভারের নিচে এখন অবৈধভাবে গড়ে উঠেছে রিকশা ও ভ্যানের গ্যারেজ থেকে শুরু করে দোকানপাট, মুরগির খামার, হোটেল-রেস্তরাঁ ও সিএনজি- টেম্পো-বাসস্ট্যান্ড। ময়লার ভাগাড়ও রয়েছে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে। আছে মাদকাসক্তদের আড্ডা ও মাদক বেচাকেনার জন্য নিরিবিলি স্থানও। এই ফ্লাইওভারের গুলিস্থান অংশের নিচে ঘোড়ার আস্তাবল, জুতার মার্কেট আর মুদি দোকান বসানো হয়েছে। টিকাটুলীর রাজধানী মার্কেট এলাকায় ফ্লাইওভারের নিচে ছিন্নমূল মানুষের বাস। কাপ্তানবাজার অংশে মুরগির খাঁচা ও বর্জ্যর দুর্গন্ধে ফ্লাইওভারের নিচ দিয়ে চলাই দায়। নিয়ম না থাকার পরও ফ্লাইওভারের উপরেও যেখানে-সেখানে চালকরা বাস থামিয়ে যাত্রী তুলে থাকে।

নগর বিশেষজ্ঞদের মতে, ফ্লাইওভারগুলোর নির্মাণকারী সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট নগর কর্তৃপক্ষের যথাযথ নজরদারি না থাকায় ফ্লাইওভারগুলো অরক্ষিত ও অপরাধের আখড়ায় পরিণত হয়ে পড়ছে। নিচের রাস্তাসহ সংশ্লিষ্ট এলাকা হয়ে গেছে বেদখল। ফ্লাইওভারগুলোর মুখে বা ওপরে বাস থামিয়ে চলে যাত্রী ওঠানামা। মাঝেমধ্যে উল্টোপথে চলে মোটরসাইকেল। এতে দ্রুতগতির গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনার মুখে পড়ে। এ ছাড়া চালকদের বেপরোয়া গতির প্রতিযোগিতার কারণে অহরহ যানবাহন দুর্ঘটনা ঘটে। নিচের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে মাদকসহ বিভিন্ন অপরাধ চক্রের আখড়া। সেখানে চলে মাদক সেবন ও কেনাবেচা। বেশিরভাগ ফ্লাইওভারের নিচের জায়গা দখল করে অবৈধ পার্কিং, মাছ ও সবজি বাজার, ফলের ও চায়ের দোকান বসিয়ে চলছে স্থানীয় সিন্ডিকেট বাণিজ্য।

এদিকে, জনগণের চাহিদা ও প্রয়োজনীয়তা বিবেচনায় ফ্লাইওভারের নিচে সৌন্দর্যবর্ধন করা হবে জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এই ফ্লাইওভারের নিচে যে পরিবেশ রয়েছে, সেটাকে কিভাবে উন্নয়ন করা যায় তা ঢাকাবাসীর অনেক দিনের প্রাণের দাবি। দীর্ঘদিন ধরে এটা অবহেলিত অবস্থায় রয়েছে। সেটার প্রেক্ষিতে আমরা পরামর্শক নিয়োগ দিয়েছি। পরামর্শকদের সাথেই পুরো এলাকাটা হেঁটে হেঁটে আমরা দেখছি। কোন জায়গায় কি চাহিদা, কোন জায়গায় এলাকাবাসীর কি প্রয়োজন রয়েছে সেটাকে মাথায় নিয়ে এখানে কিভাবে সৌন্দর্যবর্ধন করা যায় সে বিষয়টা আমরা খতিয়ে দেখছি। মেয়র হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য প্রায় ১১ কিলোমিটার। এটাকে আমরা আট ভাগে ভাগ করেছি। এর আগে আমরা চারটি অংশে পরিদর্শন করেছি। এই পুরো এলাকাটায় আমরা মনে করি কিছুদিনের মধ্যে পরিবর্তন হয়ে যাবে এবং ঢাকাবাসী উপকৃত হবে।

তিনি আরও বলেন, মগবাজার ফ্লাইওভারের নিচের অংশসহ আমরা ঢাকা শহরের পুরো অংশে যে ফ্লাইওভার রয়েছে, তার নিচে আমরা কাজ আরম্ভ করেছি। এখানে আমরা মগবাজার অংশে কাজ আরম্ভ করেছি। সেখানে একটি শৌচাগার নির্মাণ করা হয়েছে। সেখানে বসার জায়গা করা হবে। মোটরসাইকেল ও বাই-সাইকেল রাখার জায়গা করা হবে। এখানে যত্রতত্র কিছু পুলিশের গাড়ি রাখা হয়েছে। সেগুলো আলামত হিসেবে ব্যবহার করে। সেগুলো আমরা তাদেরকে সরিয়ে ফেলতে বলেছি। তারা দু’একদিনের মধ্যেই সরিয়ে ফেলবে। আমরা পুরো এলাকাটা নিয়ে আমাদের কাজগুলো সম্পন্ন করব।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা