প্রায় এক মাস পর মুক্তি পেলেন কুরেশি
০৭ জুন ২০২৩, ১১:১১ পিএম | আপডেট: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রায় এক মাস কারাগারে কাটানোর পর অবশেষে মুক্তি পেলেন পিটিআই ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কুরেশি। মঙ্গলবার লাহোর হাইকোর্ট তার জামিন মঞ্জুর করে। গত ৯ মে পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তারের পর দেশব্যাপী দাঙ্গার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কুরেশিকে গ্রেপ্তার করা হয়েছিল।
কুরেশি এখন ইমরান খানের ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবেই পরিচিত হয়ে উঠেছেন। এক সপ্তাহ আগেই ইমরান খান জানান যে, তার অবর্তমানে কুরেশিই হবেন পিটিআইর প্রধান। খান নিজের রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে কুরেশিকে মনোনয়ন দেয়ায় পাক রাজনীতিতেও কুরেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। তাকে পিটিআই থেকে বের করে আনতে কারাগারে একাধিকবার যোগাযোগ করেছেন দলত্যাগী শীর্ষ নেতারা। তবে শেষ পর্যন্ত পিটিআই’র সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।
জানা গেছে, মুক্তির পরই ইমরান খানের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন কুরেশি। গত মাসে একাধিক মামলায় গ্রেপ্তার হন তিনি। এরমধ্যে আছে সহিংস দাঙ্গায় উস্কানি প্রদানও। কারা কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আদালতের নির্দেশে কুরেশিকে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার মুক্তি পাওয়ার পরই আদিয়ালা কারাগারের বাইরে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন পিটিআইয়ের এই সিনিয়র নেতা। তিনি বলেন, আমি পিটিআই কর্মীদের বলতে চাই, ‘ন্যায়বিচারের পতাকা’ আমার হাতে রয়েছে এবং আমি এখনো এই আন্দোলনের অংশ।
৯ মের সহিংসতার ঘটনায় পিটিআইয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। এতে পিটিআই’র শীর্ষ নেতাদের বড় একটি অংশ ইমরান খানকে ত্যাগ করেছেন। এছাড়া পাঞ্জাব ও সিন্ধুতে কয়েক ডজন আইনপ্রনেতা পিটিআই ছেড়েছে। কুরেশিকেও পিটিআই ছাড়তে রাজি করাতে কারাগারে গিয়েছিলেন সাবেক পিটিআই নেতারা। কিন্তু কুরেশি ইমরান খানের সঙ্গে থাকার প্রত্যয় ঘোষণা করেছেন। এ প্রসঙ্গে দলীয় কর্মী ও নেতাদের উপর দমন-পীড়নের কথা উল্লেখ করে কুরেশি বলেন, পিটিআই ‘কঠিন পরীক্ষার সময়’ সময় অতিক্রান্ত করছে। তবে আশা হারাবেন না, ‘ন্যায়বিচারের সূর্য’ আবার উঠবে।
কুরেশি বলেন, বুধবার পার্টি প্রধানের সাথে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন এবং তার নির্দেশনা চাইবেন তিনি। আমি এমন একটি আন্দোলনের একজন অংশ যারা একটি স্বাধীন পাকিস্তান দেখতে চায়। আমি এক মাস নির্জন কারাবাসে কাটিয়েছি এবং অনেক কিছু চিন্তা করার সময় পেয়েছি। এই সময় তার সাথে থাকার জন্য আল্লাহ, পরিবার, পিটিআই, আদালত এবং তার আইনি দলকে ধন্যবাদ দিয়েছেন কুরেশি। তিনি আরও বলেন, আমাকে এমপিও বা মেইনটেন্যান্স অফ পাবলিক অর্ডারের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল। কিভাবে একজন বন্দী জনসাধারণের বিশৃঙ্খলায় লিপ্ত হতে পারে? গ্রেপ্তারের কোনো যৌক্তিকতা ছিল বলে আমি বিশ্বাস করি না। আমি মনে করি, বিভিন্ন কারাগারে অসংখ্য নিরপরাধ মানুষ আছে যাদের মুক্তি দেয়া উচিত। সূত্র : ডন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ
মার্চের মধ্যে রাষ্ট্র-সংস্কার কাজ শেষ হবে : ধর্ম উপদেষ্টা
জামালপুরে দুই ইজিবাইকের চাপায় সাংবাদিক নুরুল হকের মৃত্যু
বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইনের সামরিক সদর দফতরের দখল নিয়েছে আরাকান আর্মি
ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩২
নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ সিরিয়ায়