আওয়ামী লীগ খেলতে নামলে বিএনপির পালানোর পথ থাকবে না
১০ জুন ২০২৩, ১১:৪২ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ১২:০০ এএম

টেমস নদীর পাড়ে বিদেশে বসে ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের প্রস্তুতি নিতে বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে। গতকাল শনিবার রাজধানীর উত্তরায় আয়োজিত শান্তি সমাবেশে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। আমরা মাঠে আছি, আমরা মাঠে থাকব। মোকাবিলা হবে, খেলা হবে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির মাথার মধ্যে এখন ৩টি ভূত ঢুকেছে। এক ভূত, তত্ত্বাবধায়ক সরকার; আরেক ভূত, শেখ হাসিনার পদত্যাগ; আরেক ভূত, পার্লামেন্টের বিলুপ্তি। এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ চাইলে বিএনপির মাথা থেকে এই ৩ ভূত নামাতে হবে। তিনি বলেন, মির্জা ফখরুল এখন জ্যোতিষের মতো কথা বলেন; এখন নাকি নির্বাচন হলে আওয়ামী লীগ ১০ ভাগ ভোটও পাবে না। তারাই তো বলেছিল, আওয়ামী লীগ ১০০ বছরেও ক্ষমতায় আসবে না। এখন একাধারে ১৫ বছর ক্ষমতায়। আল্লাহ যাকে রাখবে, জনগণ যাকে রাখতে তাকে কেউ হটাতে পারবে না। ২০০৮ সালে এই বিএনপি বলেছিল যে, নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। রেজাল্ট কী হলো, ৩০ আসন বিএনপি পেয়েছে। তারা আমাদের যা দিতে চেয়েছিল, সেই ৩০ আসন তাদের ভাগ্যে জুটেছে। মির্জা ফখরুল সাহেব ভবিষ্যত বাণী করছেন, আওয়ামী লীগকে ১০ ভাগ ভোটও দেবেন না, এতই যখন বুকে বল নির্বাচনে আসেন, খেলা হবে। খেলার মাঠে আসেন। খেলার মাঠে না গিয়ে ফাউল শুরু করেছেন, বন্ধ হয়ে যাবে লাফালাফি, বাড়াবাড়ি। আওয়ামী লীগ যখন খেলার মতো খেলতে নামবে তখন আপনাদের পালানোর পথ থাকবে না।
বিএনপি জামায়াতকে মাঠে নামিয়েছে মন্তব্য করে কাদের বলেন, জামায়াত মাঠে নামেনি, নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তারা নির্বাচন কমিশনে নিবন্ধিত দল নয়। তাদেরকে নামানোর অর্থ হচ্ছে বিএনপি আগুন সন্ত্রাসের জন্য প্রস্তুতি হচ্ছে। বিএনপি আবারো ভাঙচুর করবে, আবারো আগুন নিয়ে বাস পোড়াবে, মানুষ পুড়িয়ে মারবে। অবলা নারীকে পুড়িয়ে মারবে, স্কুল শিক্ষকের চোখ তুলে নেবে। ওই রাজনীতি যারা করে তাদের পৃষ্ঠপোষকতা করে সাম্প্রদায়িকতার বিশ্বস্ত ঠিকানা বিএনপি। তিনি বলেন, শত্রুতা কারো সঙ্গে আমরা করি না। ১৭ কোটি মানুষের একমাত্র শুত্রু এই বিএনপি। ক্ষমতার জন্য তারা পারে না হেন কোনো অপকর্ম নেই। ক্ষমতায় যদি আসে এই দেশ-গণতন্ত্র-মুক্তিযুদ্ধ-স্বাধীনতার আদর্শ-ভোটের বাক্স গিলে খাবে। ক্ষমতায় আসতে পারলে তারা আবারো হাওয়া ভবন করবে। আবারো লুটপাট-দুর্নীতি করবে। বিএনপি ক্ষমতায় এলে এই দেশে বিদ্যুতের জায়গায় খাম্বা আসবে।
কয়েক দিন পরে বিদ্যুতের দুর্ভোগ আর থাকবে না দাবি করে কাদের বলেন, ইনশাল্লাহ, এই সমস্যার সমাধান হবে। জিনিসপত্রের দামও কমবে। বিএনপি যদি আজ ক্ষমতায় থাকত, তাহলে বাংলার মাটিতে আপনারা রক্তের বন্যা দেখতেন।
শেখ হাসিনার কোনো ব্যক্তিগত লোভ নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের লোকেরা পকেট ভর্তি করুক শেখ হাসিনা এটা চান না। শেখ হাসিনা চান বাংলাদেশের জনগণের উন্নয়ন। জনগণের ভাগ্যের উন্নয়ন। দিন-রাত পরিশ্রম করেন।
সংলাপ প্রসঙ্গে বিএনপি মহাসচিবের বক্তব্যের জের ধরে কাদের বলেন, ২ বার নাকি আমরা প্রতারণা করেছি; আমরা তো আপনাদের ডাকছি না, আসেন, আসেন! আবার সাধিলে খাইব, সেটা আমরা জানি।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে শান্তি সমাবেশে আরো বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএ মান্নান কচি প্রমূখ। ##
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার আক্ষেপ ক্লাব বিশ্বকাপে ঘোচাতে চায় ইন্টার

বিজিবির অভিযানে মে মাসে ১৩৩ কোটি ১১ লক্ষাধিক টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

পরিবহন আইন লঙ্ঘনের অভিযোগে ৭টি ওমরাহ কোম্পানি স্থগিত

রাশিয়ার হামলায় কিয়েভে মার্কিন নাগরিকসহ নিহত ১৪

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিল না হলে আন্দোলন চলবে

জি-৮ থেকে রাশিয়াকে বাদ দেয়া ‘বিশাল ভুল’ ছিল: ট্রাম্প

সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

এস আলমের ২০০ একর জমি জব্দের নির্দেশ আফতাবুলের ৯৪ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নগর ভবন অচলাবস্থার জন্য এই সরকার দায়ী : ইশরাক

বাবার যত্নে ওষুধ, মেডিকেল টেস্ট, হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

শেখ হাসিনা নিজের ইচ্ছেমতো ইতিহাস ও পাঠ্যবই রচনা করেছিল: রিজভী

‘ইসরাইল ইরানের পারমাণবিক অবকাঠামো ধ্বংস করতে পারবে না’

ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবীতে বিশ্বনাথে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-দোয়া মাহফিল

দোয়ারাবাজারে সড়ক দূর্ঘটনায় গরুটি মৃত্যু আহত ৪

জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে ২ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সুন্দরগঞ্জে জামের গাছ থেকে পড়ে একজনের মৃত্যু

ভবিষ্যতে ছেড়ে দেব এমন কথা বললে তালাক হয়ে যাওয়া প্রসঙ্গে।

পরিবার থেকে রাষ্ট্র : ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের উপায়

ইরান-ইসরাইল যুদ্ধ এবং জেরুজালেমের মুক্তির প্রশ্ন

সকলের দৃষ্টি এখন ডোনাল্ড ট্রাম্পের দিকে