ডা. সংযুক্তা সাহার কারণেই আজ এই অবস্থা
১৯ জুন ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
নবজাতকসহ না ফেরার দেশে পাড়ি জমানো মাহবুবা রহমান আঁখির চিকিৎসায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করেছে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে তার মৃত্যুর ঘটনায় ‘দুঃখ প্রকাশ’ করা হয়েছে। হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডা. এটিএম নজরুল ইসলাম বলেন, গাফিলতির প্রথমেই আছেন হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. সংযুক্তা সাহা। তার কারণেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল সোমবার সেন্ট্রাল হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম জানান, আঁখির চিকিৎসায় অবশ্যই গাফিলতি ছিল। প্রথমত এই গাফিলতি ছিল ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের। কারণ, সে সময় তারা সিনিয়র চিকিৎসকদের ডাকেননি। যদিও তারা বলছেন ফোনে পাওয়া যায়নি, দেরি করে এসেছেন। তিনি বলেন, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতোমধ্যে পাঁচ দিন চলে গেছে, আর বাকি আছে দুই দিন। আশা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।
হাসপাতালের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের তদন্ত কার্যক্রম তো এখনও শেষ হয়নি। তদন্ত প্রতিবেদনের রিপোর্ট এলেই আমরা একটা অ্যাকশনে যাবো। একটি বিষয় পরিষ্কার যে সংযুক্তা সাহার কারণেই আজ এই ঘটনা ঘটলো। উনি একসঙ্গে এত বেশি রোগী দেখেন। শুরু থেকে যদি ক্লিয়ার করে দেওয়া হতো, তাহলে হয়তো রোগী তার অধীনে ভর্তি হতো না। আমাদের আরও কনসালটেন্ট ছিলেন, অথবা রোগীরা অন্য কোথাও যেতেন। ফল্ট তা তো তার (ডা. সংযুক্তা) কারণেই হয়েছে।
ডা. সংযুক্তা সাহা ওইদিন হাসপাতালে থাকবেন না, সেটি তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে জানাননি বলে দাবি করেন ডা. এটিএম নজরুল ইসলাম। তিনি আরও বলেন, আমরা যদি জানতাম তিনি কর্মস্থলে নেই, তাহলে তার রোগীদের জন্য আমরা বিকল্প চিকিৎসকের ব্যবস্থা রাখতাম। কিন্তু তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে না জানিয়েই দেশের বাইরে চলে গেছেন। সুতরাং আমরা মনে করি এ ঘটনাটি তার জন্যই ঘটেছে। এমনকি যারা রোগীদের ইনফরমেশন দিয়েছেন, তারা হাসপাতালের স্টাফ নন। তারা সংযুক্তা সাহার পারসোনাল অ্যাসিস্ট্যান্ট, সুতরাং এর দায় সম্পূর্ণ সংযুক্তা সাহার।
একজন চিকিৎসকের পক্ষে প্রতিদিন দেড়শ’ থেকে দুইশ’ রোগী দেখা আসলে কতটা সম্ভব এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আসলে মানসম্পন্ন সেবা দিতে গেলে একজন চিকিৎসকের দৈনিক এত রোগী দেখা সম্ভব নয়। কিন্তু সংযুক্তা সাহা দেখতেন, কী বলবো আর এটি নিয়ে।
হাসপাতাল প্রশাসন কি তাহলে এ বিষয়গুলো এতদিন জানতো না এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই। ডাক্তারের কাছে এলে চিকিৎসা তো মূলত তারাই দেয়। তারপর কোনও একটা ইনসিডেন্ট ঘটলেই সেটা আমাদের কাছে আসে। বাইরের বিষয়গুলোতে আমাদের অবগত করা হয় না। এ জন্যই আমরা এই বিষয়গুলো জানতে পারিনি।
অন্যদিকে সেন্ট্রাল হসপিটালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের প্রতারণায় মারা যাওয়া মাহবুবা রহমান আঁখি ও তার নবজাতকের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। আঁখির ভাই সাখাওয়াত হোসেন শামীম বলেন, আমার বোন ও ভাগ্নেকে যারা এভাবে হত্যা করেছে আমরা তাদের শাস্তি চাই। আমরা চাই না কোনো হাসপাতাল বন্ধ হয়ে যাক। তবে আমরা চাই যারা এই কাজটি করেছে তাদের শাস্তি হোক।
তিনি বলেন, গত রোববার থেকে এখানে ময়নাতদন্তের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু নানা জটিলতায় তারা ময়নাতদন্ত সম্পন্ন করছিলেন না। পরে বিকেলে তারা ময়নাতদন্ত সম্পন্ন করেন। তাদের লাশ নিয়ে কুমিল্লার লাকসামে বাবার বাড়িতে জানাজা শেষে দাফন করা হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টেকনোলজি লিডারশিপে উৎকর্ষের জন্য সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার
আন্তর্জাতিক শিক্ষাক্রমের প্রতি বাংলাদেশি অভিভাবকদের আগ্রহ বাড়ছে
ইবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে গোল্ডেন লাইনের আটক
গণঅভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেঈমানি করলে প্রধান উপদেষ্টাকেও ছাড় নয়
সচেতনতা হাজার হাজার শিশুকে বাঁচাতে পারে অন্ধত্ব থেকে: কর্মশালায় বক্তারা
হত্যা মামলার আসামি হয়েও ধরাছোয়ার বাইরে পুলিশ কর্মকর্তারা
৫ আগস্টের পর থেকে আমরা কথা বলার অধিকার ফিরে পেয়েছি -আবুল হোসেন আজাদ
গণ-অভ্যুত্থানের বিশ্বাসের সাথে বেঈমানি করলে কাউকেই ছাড়া দেয়া হবে না - রাজশাহীতে সারজিস আলম
বুদ্ধিজীবী হত্যার রহস্য আজও উন্মোচিত হয়নি- এড. মুয়াযযম হোসাইন হেলাল
মানিকগঞ্জে ডিএফএ'র নতুন কমিটির সভাপতি ইলিয়াস, সম্পাদক আলাউদ্দিন
পশ্চিমবঙ্গের একই জেলায় ‘বাবরি মসজিদ’ ও রাম মন্দির গড়তে চায় তৃণমূল-বিজেপি
মুসলিম উম্মাহর ঐক্য কামনা চেয়ে মৌলভীবাজারে শেষ হলো তাবলীগের তিন দিনের জেলা ইজতেমা
ফুটবলার থেকে জর্জিয়ার প্রেসিডেন্ট, কে এই মিখাইল কাভেলাশভিলি?
তিন খেলোয়াড়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ১৮ বছর বাদে মিথ্যা স্বীকার
রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল
বিনা প্রতিদ্বন্দ্বিতায় যেভাবে বিশ্বকাপ জিতেছে সউদী
বেনাপোল বন্দর দিয়ে ২৫ দিনে ৩৩২০ টন চাল আমদানি
বুদ্ধিজীবী দিবসের শহীদ পরিবারের তালিকা করে স্বীকৃতির দাবি'
ব্রাহ্মণপাড়ায় ডায়রিয়ার প্রকপ শীত বাড়ছে মৌসুমি রোগবালাই
ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র করছে