মামলাটি হয়রানি ও উদ্দেশ্যমূলক
২৩ জুন ২০২৩, ১০:২৩ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০১ এএম
ধানমন্ডির সেই ভয়ঙ্কর প্রতারক মুজিবুর রহমানের বিরুদ্ধে নতুন করে আরো প্রতারণার তথ্য বেরিয়ে এসেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর তদন্তে। একজন ব্যবসায়ী ও ডিএমপি’র ধানমন্ডি থানার একজন উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে সম্প্রতি আদালতে মামলা করেছিলেন প্রতারক মুজিবুর। মামলাটি উদ্দেশ্যমূলক ও বিবাদীদের হয়রানি করার জন্য দায়ের করা হয় বলে তদন্ত শেষে আদালতে দেয়া পিবিআই’য়ের চুড়ান্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়।
মামলার সূত্রমতে ধানমন্ডি ১১/এ নম্বর সড়কের ৭৭ নম্বর কনকর্ড নুসরাত অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলার ২-এ নম্বর ফ্ল্যাটের বাসিন্দা মুজিবুর রহমান। যিনি নিজেকে কখনো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (ডিএস), কখনো রাজউকের অথরাইজড অফিসার, আবার কখনো জাতীয় গৃহায়ণ অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে পরিচয় দিতেন। বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মিথ্যা পরিচয়ে প্রতারণার মাধ্যমে সহজ সরল মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা।
চলতি বছরের ফ্রেব্রুয়ারি মাসে মুজিবুর রহমান বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে একটি মামলা (সিআর মামলা নং-১১৮/২০২৩, ধারা-৩২৩/৩৮৫/৩৮৬/৫০৬/৩৪ পেনাল কোড) দায়ের করেন। মামলায় ধানমন্ডি১১/এ নম্বর সড়কের ৭৭ নম্বর বাড়ির ৫/বি ফ্ল্যাটের বাসিন্দা ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান ও ধানমন্ডি থানার এসআই মাহবুব উল আলমকে অভিযুক্ত করা হয়। উল্লেখ করা হয়, আসামিরা বাদীকে মারধর, জোর করে স্ট্যাম্প ও চেক বইয়ে স্বাক্ষর আদায় করে। এসআই মাহবুব উল আলম বাদীকে পিস্তল ঠেকিয়ে ক্রস ফায়ারে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন। আদালতের নির্দেশে স্পর্শকাতর এ মামলাটি তদন্তের দায়িত্ব পায় পিবিআই। পিবিআই দক্ষিন কল্যাণাপুরের পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম দীর্ঘদিন মামলাটি তদন্ত করেন। গত ১৯ জুন তিনি মামলাটির চুড়ান্ত প্রতিবেদন আদালতে পাঠান। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বাদী মুজিবুর রহমান মামলার অভিযোগের ¯¦পক্ষে দালিলিক ও প্রত্যক্ষদর্শী সাক্ষ্য উপস্থাপন করতে পারেন নি। এছাড়া মামলার উল্লেখিত সময়ে এসআই মামবুব উল আলমের নামে থানার অস্ত্রাগার থেকে কোন অস্ত্র ইস্য করা হয় নাই। সাক্ষীদের জিজ্ঞাসাবাদেও কোনো সত্যতা মেলেনি।
উল্লেখ্য এর আগেও ব্যবসায়ী মোস্তাফিজুর রহমানের নামে ধানমন্ডি থানায় মামলা নং-২০, তারিখ-২২-২-২০২২,ধারা- ৪০৬/৪২০/৩২৩/৩৪২//৩৮৪/৫০৬ পেনাল কোডে মামলা করেছিলেন মুজিবুর রহমান। মামলায় মুজিবুর উল্লেখ করেন, তার অঙ্গীকারানামার একটি স্ট্যাম্প ছিনতাইয়ের ঘটনা ঘটে গত ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি। অথচ এর দুই দিন আগে ২২ ফেব্রুয়ারি তিনি মামলা করেন। শুধু তা-ই নয়, এ সংক্রান্ত জিডি হয় স্ট্যাম্প ছিনতাইয়েরও দশ দিন আগে অর্থ্যাৎ ওই বছরের ১৪ ফেব্রুয়ারি।
চাঞ্চল্যকর ওই মামলাটিও পিবিআই তদন্ত করে। পিবিআইয়ের তদন্তে সেই মামলাটি মিথ্যা ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করে আদালতে উল্টো বাদীর বিরুদ্ধেই ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়। ওই মামলাটি ভূয়া প্রমানিত হয়। প্রতারক মুজিবুর রহমান প্রতিপক্ষকে ফাঁসাতে কাল্পনিক ঘটনা সাজিয়ে এভাবে মামলা করেন বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
খোঁজ নিয়ে জানা যায়, প্রতারণায় অভিযুক্ত মো. মুজিবুর রহমান ছিলেন মূলত খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেইনম্যান। বিভিন্ন অপরাধে তিনি চাকরিচ্যুৎ হন। মিথ্যা পরিচয়ে তার প্রতারণার বিষয়টি ধরা পড়ে ধানমন্ডির বাসায় একটি অনুষ্ঠান করতে গিয়ে। অতিরিক্ত আলোকসজ্জা করা ওই অনুষ্ঠানটির ব্যাপারে সবাই জানতো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিবের অনুষ্ঠান। কিন্তু পাশের ফ্ল্যাটের জাতীয় গৃহায়ণ অধিদফতরের এক কর্মকর্তা যখন নিশ্চিত করেন উক্ত মুজিবুর তার অফিসের সামান্য পিয়ন। তখন প্রতারণার বিষয়টি সকলের নজরে আসে। কিন্তু এর আগেই পূর্বাচলে ৬ কাঠার একটি প্লট বিক্রির কথা বলে একই ভবনের বাসিন্দা মোস্তাফিজুর রহমানের কাছ থেকে ৩ কোটি ৭ লাখ টাকা হাতিয়ে নেন মুজিবুর। পরে সেই ভুক্তভোগীর বিরুদ্ধেই মিথ্যা মামলা করেন মুজিবুর। তার অপকর্মের সহযোগী ঢাকার সেগুন বাগিচার জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের দুই কর্মচারি এমএলএসএস শংকর কুমার শিকদার এবং দিদারুল ইসলাম।
মুজিবুর এর আগে শাহবাগ থানায় একটি সাজানো জিডি করেন। থানা কর্তৃপক্ষ জিডির তদন্ত করতে আদালতের অনুমতির আবেদন করেন। কিন্তু আদালত বাদীকে উপস্থিত হতে একাধিকবার নোটিশ দিলেও মুজিবুর আদালতে যান নি।
জানতে চাইলে পিবিআই’র তদন্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, মুজিবুর একজন মামলাবাজ মানুষ। এদিকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মচারিরা জানিয়েছেন, তারা জানতেন, মুজিবুর তাদের সহকর্মী। তিনি শংকর-দিদারসহ কয়েকজন সহকর্মীকে বিভিন্ন প্রলোভনের ফাঁদে ফেলে অনৈতিক সুবিধাসহ সেবা প্রত্যাশীদের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
কুয়াকাটায় রাস উৎসবের শেষ মুহুর্তের প্রস্তুতি, সাজ সাজ রব
কাপ্তাইয়ের ওয়ারেন্টভুক্ত আসামি সীতাকুণ্ড হতে গ্রেপ্তার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শা সীমান্তে ৩ নারী আটক
এই সরকারকে সব সংস্কারে হাত দেওয়ার দরকার নেই : মির্জা ফখরুল
পাকিস্তানের উত্তরের ইন্দুস নদীতে বাস দুর্ঘটনা,অন্তত ১৪ জনের মৃত্যু
ফ্যাসিবাদী সাবেক মেয়র আতিক আবারও ৫ দিনের রিমান্ডে
একসঙ্গে ধেয়ে আসছে ভয়ঙ্কর ৪ ঘূর্ণিঝড়
"হিনার আবেগঘন পোস্টে দুশ্চিন্তায় ভক্ত-অনুরাগী"
নারী পোশাক শ্রমিক নিহতের ঘটনায় অপরাধীদের বিচার দাবি জাবি ছাত্রশিবিরের
ভয় দেখিয়ে লাভ নেই : সারজিস আলম
যশোরের ঝিকরগাছায় শিশু কন্যাকে গলা টিপে হত্যা
ট্রাম্পের মন্ত্রীসভায় চীন বিরোধী মনোভাব স্পষ্ট !
আদানির সঙ্গে চুক্তি বাতিল চেয়ে রিট
বেনাপোল : মণিরামপুরে হঠাৎ চুলকানিতে এক স্কুলের অর্ধশত শিশু শিক্ষার্থী হাসপাতালে
"আসিফের গানে মডেলিং করবেন ভাইরাল তরুণী ফারজানা সিঁথি"
যশোরের মণিরামপুরে জামায়াত কর্মী আনিছুর হত্যার ঘটনায় মামলা
সিরিয়ায় যুক্তরাষ্ট্রের টানা দ্বিতীয় বিমান হামলা
স্কুলে মাধ্যমিকে যুক্ত হচ্ছে আরবি, নেটিজেনদের উচ্ছ্বাস
মহেশপুর সীমন্ত থেকে নারী ও শিশুসহ ৩৬ জন আটক
জীবিত স্বামীকে মৃত দেখিয়ে হত্যা মামলা