মাতারবাড়ি ও পায়রা বন্দরে এলো কয়লাবাহী দুই জাহাজ
২৩ জুন ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ২৪ জুন ২০২৩, ১২:০১ এএম
কক্সবাজারের মহেষখালীর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৬৪ হাজার ৩০০ টন কয়লা নিয়ে আরো একটি জাহাজ ভিড়েছে। এমভি নাভিয়াস এমবার জাহাজটি গতকাল শুক্রবার দুপুর ১২টায় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ে। এরপর থেকে শুরু হয় জাহাজ থেকে কয়লা খালাসের কার্যক্রম। জাহাজটি বহির্নোঙরে থেকে ব্রেক ওয়াটার দিয়ে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নিয়ে আসেন বন্দরের পাইলট মো. মাসুদ হোসাইন। এ কাজে সহায়তা করে চট্টগ্রাম বন্দরের শক্তিশালী টাগ কা-ারী ২ ও ৪ সহ চারটি টাগ। ইন্দানেশিয়ার তারাহান বন্দর থেকে কয়লা নিয়ে পানামার পতাকাবাহী সাড়ে ১২ মিটার ড্রাফটের জাহাজটি বাংলাদেশে এসেছে। এটি এ বিদ্যুৎকেন্দ্রে কয়লা নিয়ে আসা পঞ্চম জাহাজ। এর আগে গত ২৪ এপ্রিল থেকে কয়লা নিয়ে আরো চারটি জাহাজ ওই বন্দরে ভিড়ে। বন্দর কর্তৃপক্ষ জানায়, এ নিয়ে গত দুই মাসে এলো ৩ লাখ টনের বেশি কয়লা। মাতারবাড়ী কয়লা বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, কয়লা নিয়ে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের কার্যক্রম চলছে। শীগ্রই মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে। এদিকে এখনও বন্দর হিসেবে গড়ে না উঠলেও গত দেড় বছরে ১১৬টি জাহাজ ভিড়িয়ে নতুন রেকর্ড স্থাপন করেছে মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর। এর আগে ১১৫টি জাহাজ বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আনলেও বাকি দুটি বিশাল আকৃতির জাহাজ এনেছে বিদ্যুৎকেন্দ্রের কয়লা। আর এ পর্যন্ত অন্তত ২০ কোটি টাকার উপরে রাজস্ব পেয়েছে চট্টগ্রাম বন্দর। এদিকে, ইন্দোনেশিয়া থেকে ১০ দিনের মধ্যে ৪১ হাজার মে.টন কয়লা নিয়ে এমভি এথেনা এখন পায়রা বন্দরের ইনার এ্যংকোরেজে। ইতোমধ্যে লাইটার জাহাজে করে কয়লা নিয়ে আসার কার্যক্রম শুরু করেছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।
পায়রা বন্দরের উপ পরিচালক ট্রাফিক আজিজুর রহমান জানান, গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ১০ মিটার ড্রাফটের মাদার ভ্যাসেল এমভি এথেনা ইন্দোনেশিয়ার বালিকাপানান বন্দর থেকে ৪১ হাজার ২০৭ মে.টন কয়লা নিয়ে পায়রা বন্দরের জেটি এরিয়ার নিকটবর্তী ইনার এ্যাংকোরেজে ভিড়ে।
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজে অবস্থানরত এমভি এথেনা থেকে লাইটার জাহাজে করে কয়লা খালাস করে পায়রা তাপের জেটিতে নিয়ে আসার কার্যক্রম শুরু করা হয়েছে। রাতের মধ্যেই মাদার ভ্যাসেল এমভি এ্যাথেনা পায়রা তাপের জেটিতে কিছুটা কয়লা খালাস করার পর বাকী কয়লা নিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
এছাড়া আজ রাত ১০টার মধ্যে পুরোকয়লা খালাস সম্পন্ন করে মধ্যরাত থেকেই বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন।
উল্লেখ্য, দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট থেকে ২০২০ সালে পর্যায়ক্রমে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রীডে সরবরাহ হচ্ছিল। কয়লার মজুদ ফুরিয়ে যাওয়ায় পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট থেকে গত ২৫ মে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। পরবর্তীতে দ্বিতীয় ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায় ৫ জুন। যার ফলে পায়রা তাপদি্যুৎ কেন্দ্র থেকে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ জাতীয় গ্রীডে সরবরাহ বন্ধ হযে যাওয়ায় সারাদেশে ব্যাপক পরিমাণ বিদ্যুৎ সঙ্কট দেখা দেয় তখন। ডলার সঙ্কটের কারণে ৬ মাসেরও বেশী সময় ৪০০ মিলিয়ন ডলার বকেয়া থাকায় এ অচলাবস্থা সৃষ্টি হয়।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কলাপাড়ায় গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক চোর
মাগুরায় গ্রামবাসির সংঘর্ষে নিহত যুবদল নেতা শরিফুলের বাড়িতে বিএনপি নেতারা
সিমকার্ডের আড়ালে সীমান্তে বেড়েছে চোরাচালান
কিশোরগঞ্জের আব্দুল কাহার আকন্দ কোথায়? কেউ জানে না!
হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারি
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি