বিভিন্ন স্থানে জমে ওঠেছে পশুর হাট
২৪ জুন ২০২৩, ১০:৫৮ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০১ এএম
মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে ওঠেছে পশুর হাট। ছোট-বড় গরুসহ বিভিন্ন পশু নিয়ে হাটে ভিড় জমিয়েছেন স্থানীয় খামারি ও ব্যবসায়ীরা। হাটগুলোতে দেশীয় জাতের গরুর উপস্থিতি অনেকটা বেশি। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়ে কেউ যেন প্রতারিত না হয় সে জন্য জাল টাকা শনাক্তকরণ মেশিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বিভিন্ন হাট ঘুরে আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন :
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় হাটগুলোতে জমে ওঠছে পশু বেচাকেনা। এ বছর জেলায় ৭৩টি পয়েন্টে হাট বসছে। পাশাপাশি অনলাইন প্লাট ফর্মেও বসানো হয়েছে ৮টি হাট। সেখানে ২৫ হাজার গরু বিক্রি লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে জেলা প্রাণিসম্পদ অধিদফতর।
জানা গেছে, কোরবানি ঈদকে সামনে রেখে আগে থেকেই গরুকে মোটাতাজাকরণ করেছেন খামারিরা। বাহারি রং ও আকারের গরু দেখা গেলেও কেনাবেচা কিছুটা কম। দেশি গরুর চাহিদাই বেশি। গত বছরের তুলনায় গরুর দাম অনেকটাই বেশিই বলে অভিযোগ করেন ক্রেতারা। খামারি মনির হোসেন ও আকতার হোসেন বলেন, পশু খাদ্যের দাম বাড়ার ফলে দাম কিছুটা বেশি। আরও হাট রয়েছে তখন আরও বাড়তে পারে। এ অবস্থায় আবার যদি ভারতীয় গরু হাটে উঠে সে ক্ষেত্রে লোকসান হবে বলে মন্তব্য খামারি ও বিক্রেতাদের। এদিকে, হাটগুলোতে আক্রান্ত গরু বিক্রি বন্ধে ২১টি ভেটনারি টিম বসিয়েছে প্রাণিসম্পদ দফতর।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইন্দ্রজিৎ কুমার ম-ল বলেন, চাহিদার চেয়েও প্রায় ৫ হাজার গরু সরবরাহ রয়েছে। এবার চাহিদা রয়েছে ৮৪ হাজার ৪০০ সেখানে প্রস্তুত আছে ৯১ হাজার ১০০টি গরু। জেলায় ২ হাজার ৪৪৫টি বাণিজ্যিক ও ১৫ হাজার পারিবারিক খামারে গরু, মহিষ ও ছাগল রয়েছে ৭ লাখের অধিক।
আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের আনোয়ারায় জমে ওঠেছে পশুর বাজার। এ বছর উপজেলায় পাঁচটি অস্থায়ী, তিনটি স্থায়ীসহ ১৭টি পশুর হাটে কোরবানির পশু কেনাবেচা হবে। তবে এ বছর আগেভাগেই জমে ওঠেছে তৈলারদ্বীপ সরকার হাট। বাজারটিতে আনোয়ারা ছাড়াও বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, সাতাকানিয়া, কর্ণফুলী, কক্সবাজার জেলার পেকুয়াসহ চট্টগ্রাম নগর থেকে ক্রেতারা এসে কোরবানির পশু ক্রয় করে। এ ছাড়া পাইকারি ব্যবসায়ীরাও কোরবানীর পশু কিনতে চলে আসেন এ বাজারে।
আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন বলেন, হাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি জাল টাকা শনাক্তকরণ মেশিনও রাখা হয়েছে। ক্রেতা-বিক্রেতারা যেন প্রতারিত হতে না পারে সে জন্য মোবাইল কোর্ট টহলে থাকবে।
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) উপজেলা সংবাদদাতা জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বসেছে জেলার বিখ্যাত পশুর হাঁট। মাটিরাঙ্গা উপজেলা সদর বাজার ছাড়াও তাইন্দং, মোল্লাবাজার, তবলছড়ি, ডকবাংলা, বর্নাল, আমতলী, বেলছড়ি, শান্তিপুর, গুমতি বাজার সাপ্তাহিক পশুর হাঁট বসে। এসব বাজারে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ভির চোখে পড়ার মতো। দূরের ক্রেতাদের বিশেষ ছাড় দিচ্ছে বাজার ইজারাদার।
পটিয়া থেকে আসা পশু ব্যবসায়ী সুমন দে জানান, ভালো মানের প্রাকৃতিক পরিবেশে লতা-পাতা খেয়ে বড় হওয়া ছাগল গরু এখানে যতেষ্ট পাওয়া যায়, দামও ভাল। সমতলে পাহাড়ের গরু-ছাগলের চাহিদা বেশি তাই ব্যবসার উদ্দেশ্যে দুই ট্রাক পরিমাণ কিনেছি।
মাটিরাঙ্গা বাজার ইজারাদার বাবু সুবাস চাকমা বলেন, প্রতিবারের তুলনায় সরবরাহ বেশি তবে এবার বিক্রি কম। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাবু সমাপন চাকমা জানান, মাটিরাঙ্গার পারিবারিক ও ক্ষুদ্র চাষিরা স্টরয়েট জাতীয় হরমোন এমনকি ইউএমএস পদ্ধতি ব্যবহার করেনা। ভিটামিন এডি৩, কেটাফোস জাতীয় হরমোনের ব্যবহার এখানে নাই বললেই চলে। এ উপজেলায় কোরবানির পশু আড়াই হাজারের বিপরীতে পাঁচ হাজার প্রস্তুত রয়েছে। অতিরিক্ত গরু-ছাগল স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রফতানি হচ্ছে।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অস্থায়ী হাটে আসতে শুরু করেছে কোরবানীর পশু। ইতোমধ্যেই সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন সাইজের গরু, মহিষ, ছাগল নিয়ে আসতে শুরু করে দিয়েছেন বেপারীরা। হাটগুলোতে পশু আসতে থাকলেও এখনো জমে ওঠেনি বেচাকেনা।
সরজমিনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৭ নম্বর ওয়ার্ডে নাভানা সিটির বালুর মাঠ, ৮ নম্বর ওয়ার্ডে গোদনাইল ইব্রাহীম টেক্সটাইল মিলসের খালি মাঠ, ৯ নম্বর ওয়ার্ডে জালকুড়ি উত্তর পাড়া দশ পাইপ সংলগ্ন মোতালিব বেপারীর বালুর মাঠ, ফতুল্লা বাজার পশুর হাট, গোগনগর ইউনিয়ের নতুন সৈয়দপুর, কাশিপুর, পাগলা তালতলা, সাইনবোর্ড, বন্দরের সোনাকান্দা, নবীগঞ্জ বুধবারের হাটসহ বিভিন্ন অস্থায়ীগুলোতে গিয়ে দেখাগেছে, এই হাটগুলোতে ঘণ্টায় ঘণ্টায় বিভিন্ন স্থান থেকে বেপারীরা গরু-ছাগল নিয়ে আসলেও ক্রেতাদের তেমন দেখা মিলেনি কোথাও।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
দেশের পরিস্থিতি ঠিক না হলে সবাই ক্ষতিগ্রস্ত হবে: পররাষ্ট্র উপদেষ্টা
কিশোরগঞ্জে দুই নারীর রহস্যজনক মৃত্যু, গ্রেফতার-১
বড় চমক অ্যাপলের, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে ইয়ারবাডস
ফিরে দেখা ২০২৪: ফুটবলে ঘটনাবহুল বছর
যুদ্ধের দামামা, তালেবানের পাল্টা হামলায় ১৯ পাকিস্তানি সেনা নিহত
সচিবালয়ে অস্থায়ী প্রবেশ পাসের জন্য বিশেষ সেল গঠন
বিএনপির দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত হলে কাউকে ছাড় নয়: শাহ সুলতান খোকন
দেশে এলো ভিভোর নতুন ফ্ল্যাগশিপ এক্স২০০
পাবনার আমিনপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন, শঙ্কিত পরিবার
টোল প্লাজায় দুর্ঘটনা: বাসের ব্রেকে সমস্যা ছিল, চালক নেশা করতেন
দেশের বিরাজমান সংকট উত্তরণে জাতির আস্থা তারেক রহমান : মীর হেলাল
বিরক্তিকর সময়কে গুডবাই বলুন! এন্টি ডোট হিসেবে সেরা অ্যাপ (পর্ব-১)
পিরোজপুর প্রেসক্লাব নির্বাচন শামীম সভাপতি ও তানভীর সম্পাদক
৩১ দফা রাষ্ট্র কাঠামোর বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে: আমিনুল হক
আখাউড়ায় বাসের ধাক্কায় অটোচালক নিহত
২০২৬ সালের এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস ও মানবণ্টন প্রকাশ
ইনসাফ কায়েমকারী ছাত্র-শ্রমিক-জনতার ১৩ দফা দাবিতে মানববন্ধন
বিপিএলে অনিশ্চিত মাশরাফি
বাংলাদেশের ক্রিকেটাররাই বিপিএল তারকা: আফ্রিদি
মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুলিশ সুপারের মতবিনিময়