দুদকে যোগ দিলেন কমিশনার আছিয়া খাতুন
০২ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার, অবসরপ্রাপ্ত সচিব মোছা: আছিয়া খাতুন যোগদান করেছেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি যোগদান করেন। তিনি বিদায়ী কমিশনার ড. মো: মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পরপরই মোছা: আছিয়া খাতুনকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় দুদক সচিব মো: মাহবুব হোসেন,মহাপরিচালকগণ,পরিচালক এবং উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোছা: আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার। কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খানের মেয়াদ গত ১ জুলাই (শুক্রবার) শেষ হয়। তার আগেই গত ১৩ জুন অনুসন্ধান কমিটির সুপারিশক্রমে মোছা: আছিয়া খাতুনকে এ পদে নিয়োগ দেয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৬(১) ধারার বিধান মতে তাকে এ নিয়োগ দেয়া হয়। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে তিনি দুদক আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
এর আগে মোছা: আছিয়া খাতুন গতবছর ৩ জানুয়ারি সরকারের সচিব হিসেবে অবসরে যান। উয় চুয়াডাঙ্গার দর্শনায় ১৯৬৩ সালে জন্ম মোছা: আছিয়া খাতুনের। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি এম.কম (হিসাব বিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জননী।
আছিয়া খাতুন ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (্রপ্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদান করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ও উপ-সচিব থাকাকালীন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ৭ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন মোছা: আছিয়া খাতুন। এ পদ থেকেই ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি অবসরে যান। তার স্বামী মো: মোকাম্মেল হোসেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত।
###
সাঈদ আহমেদ/৩৬০
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়
কালীগঞ্জে ভাইরাল চিতাবাঘ হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার বন বিভাগ ও প্রশাসনে তোলপাড়
আশুলিয়ায় স্ট্যান্ডে চাঁদার দাবীতে হামলার অভিযোগ; আহত-১৩
সউদী আরবে সন্ত্রাসী কার্যকলাপের জন্য দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর
শুটিংয়ে গিয়ে আপত্তিকর আচরণ করায় নির্মাতার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা
সালাম মুর্শেদীর ৪ মামলার জামিন নামঞ্জুর
সম্প্রীতির জন্য রাখাইন রাজ্যে টেকসই রোহিঙ্গা প্রত্যাবাসন অপরিহার্য: পররাষ্ট্র উপদেষ্টা
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট