দুদকে যোগ দিলেন কমিশনার আছিয়া খাতুন
০২ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার, অবসরপ্রাপ্ত সচিব মোছা: আছিয়া খাতুন যোগদান করেছেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি যোগদান করেন। তিনি বিদায়ী কমিশনার ড. মো: মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পরপরই মোছা: আছিয়া খাতুনকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় দুদক সচিব মো: মাহবুব হোসেন,মহাপরিচালকগণ,পরিচালক এবং উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোছা: আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার। কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খানের মেয়াদ গত ১ জুলাই (শুক্রবার) শেষ হয়। তার আগেই গত ১৩ জুন অনুসন্ধান কমিটির সুপারিশক্রমে মোছা: আছিয়া খাতুনকে এ পদে নিয়োগ দেয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৬(১) ধারার বিধান মতে তাকে এ নিয়োগ দেয়া হয়। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে তিনি দুদক আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
এর আগে মোছা: আছিয়া খাতুন গতবছর ৩ জানুয়ারি সরকারের সচিব হিসেবে অবসরে যান। উয় চুয়াডাঙ্গার দর্শনায় ১৯৬৩ সালে জন্ম মোছা: আছিয়া খাতুনের। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি এম.কম (হিসাব বিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জননী।
আছিয়া খাতুন ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (্রপ্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদান করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ও উপ-সচিব থাকাকালীন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ৭ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন মোছা: আছিয়া খাতুন। এ পদ থেকেই ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি অবসরে যান। তার স্বামী মো: মোকাম্মেল হোসেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত।
###
সাঈদ আহমেদ/৩৬০
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সাভারে রাজউকের অভিযান, সাতটি বাড়ির অবৈধ স্থাপনা উচ্ছেদ

গফরগাঁওয়ে ছাদ থেকে পড়ে মাদরাসার শিক্ষকের রহস্যজনক মৃত্যু

রাজশাহী শিক্ষাবোর্ডে দুদকের অভিযান, ৯১টি ফাইল উদ্ধার

ময়মনসিংহের জেলা প্রশাসকের নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে

শেরপুর অবৈধ বালু পরিবহন: ভ্রাম্যমাণ আদালতে ট্রাক চালককে ৫০ হাজার টাকা জরিমানা

মসজিদে হত্যাকাণ্ড, ফরাসীদের মুসলিম-বিদ্বেষী আচরণ প্রকাশ পাচ্ছে

বিশ্ব জাকের মঞ্জিলে ফাতেহা শরিফ শুরু বৃহস্পতিবার সকালে আখেরী মোনাজাত

বিভেদের রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করছে: মির্জা ফখরুল

গাজীপুরে কারাগারে মৃত্যুবরণকারী মসজিদের খতিব কমিটির রোষানলে পড়েছিলেন

চিন্ময় দাসের জামিন স্থগিত

কর্ণফুলীতে নিষিদ্ধ হর্ন ব্যবহার করায় ৭ যানবাহনকে জরিমানা

মার্ক টেম্পারিং ঠেকাতে বেরোবিতে চালু হচ্ছে নাম-রোলহীন খাতা মূল্যায়ন

আমান ও তার স্ত্রীর দুর্নীতির মামলায় খালাস পাওয়ায় কেরানীগঞ্জে মিষ্টি বিতরণ

পাকিস্তানে হামলা করলেই যেকারণে লেজে-গোবরে অবস্থা হবে ভারতের

কুষ্টিয়ায় মাদক-জুয়া আশক্ত সন্তান কর্তৃক পিতা মাতার উপর হামলা : সন্তান গ্রেফতার

শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে অসামাজিক ও অনৈসলামিক কার্যকলাপ বন্ধের দাবিতে বৈঠক

মিরাজের স্বপ্নীল দিনে বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়

কসবায় ৭০ লাখ টাকার ভারতীয় চশমা জব্দ করলো বিজিবি

ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক হলেন আনসার উদ্দিন খান

মহৎ উদ্যোগ রাউজানে ব্যক্তির টাকায় সড়ক নির্মান ব্যয় ১২কোটি টাকা