দুদকে যোগ দিলেন কমিশনার আছিয়া খাতুন
০২ জুলাই ২০২৩, ১১:২৪ পিএম | আপডেট: ০৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার, অবসরপ্রাপ্ত সচিব মোছা: আছিয়া খাতুন যোগদান করেছেন। গতকাল রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে তিনি যোগদান করেন। তিনি বিদায়ী কমিশনার ড. মো: মোজাম্মেল হক খানের স্থলাভিষিক্ত হলেন। যোগদানের পরপরই মোছা: আছিয়া খাতুনকে দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ ও কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় দুদক সচিব মো: মাহবুব হোসেন,মহাপরিচালকগণ,পরিচালক এবং উপ-পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোছা: আছিয়া খাতুন দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার। কমিশনার (অনুসন্ধান) ড. মোজাম্মেল হক খানের মেয়াদ গত ১ জুলাই (শুক্রবার) শেষ হয়। তার আগেই গত ১৩ জুন অনুসন্ধান কমিটির সুপারিশক্রমে মোছা: আছিয়া খাতুনকে এ পদে নিয়োগ দেয়া হয়। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৬(১) ধারার বিধান মতে তাকে এ নিয়োগ দেয়া হয়। যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর। যোগদানের তারিখ থেকে পরবর্তী ৫ বছরের জন্য তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বপালনকালে তিনি দুদক আইনের ১৩ ধারার বিধান অনুযায়ী হাইকোর্ট বিভাগের বিচারপতির মর্যাদা, বেতন ও সুবিধাদি প্রাপ্ত হবেন।
এর আগে মোছা: আছিয়া খাতুন গতবছর ৩ জানুয়ারি সরকারের সচিব হিসেবে অবসরে যান। উয় চুয়াডাঙ্গার দর্শনায় ১৯৬৩ সালে জন্ম মোছা: আছিয়া খাতুনের। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ওই বিশ্ববিদ্যালয়ে তিনি এম.কম (হিসাব বিজ্ঞান) পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি এক মেয়ে সন্তানের জননী।
আছিয়া খাতুন ১৯৯১ সালের ২৬ জানুয়ারি বিসিএস (্রপ্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রামে যোগদান করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী ও খুলনাতে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে ও উপ-সচিব থাকাকালীন পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির পরিচালক পদে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের বাইরে সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ে কাউন্সেলর পদেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির মেম্বার ডিরেক্টিং স্টাফ (এমডিএস) পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের ৭ জুন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সচিব পদে যোগদান করেন মোছা: আছিয়া খাতুন। এ পদ থেকেই ২০২২ সালের ৩ জানুয়ারি তিনি অবসরে যান। তার স্বামী মো: মোকাম্মেল হোসেন বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত।
###
সাঈদ আহমেদ/৩৬০
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার

গাজীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

আবারও বিয়ের পিঁড়িতে শবনম ফারিয়া?

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন, জামায়াত সেক্রেটারির নিন্দা

মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ছাড়াল ৩০০০

ভারতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, এক পাইলট নিহত

বাগেরহাটের উন্নয়নে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে বিসিএস অফিসার্স ফোরাম

ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক না থাকলে আমাদের সকল অর্জন ব্যর্থ হবে: সেলিম উদ্দিন

সিরিয়ার রাজধানী দামেস্ক ও হামায় দফায় দফায় হামলা ইসরায়েলের

ধামরাইয়ে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১

বাংলাদেশ মাতাবে পাকিস্তানি ব্যান্ড,শুরু হয়েছে টিকিট বিক্রি

তারাকান্দায় অজ্ঞাত গাড়ীর ধাক্কায় অটোচালকের মৃত্যু

চীন-ভারত-ব্রিটেন-জাপান ও ইইউসহ কার ওপর কত শুল্ক বসালেন ট্রাম্প

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু

ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে ভারতের অতি প্রতিক্রিয়ার অন্তরালে

বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক রিভিউ করছে : প্রেস সচিব শফিকুল আলম

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

যে কারণে স্টারলিংক বাংলাদেশে গেম চেঞ্জার হতে যাচ্ছে

সন্তান জন্মের ১ ঘন্টা পর পুলিশ সদস্যের দাফন

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা জান্তা সরকারের