ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
ঢাকা দুই সিটির ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যক্রম একদিনে আরো ৫ জনের মৃত্যু

উত্তরে ফগিং দক্ষিণে চিরুনি অভিযান

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৪ জুলাই ২০২৩, ১১:৩৮ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম

সাধারণত জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও চলতি বছর জুলাই মাসের আগেই ভয়াবহ হয়ে ওঠে ডেঙ্গু পরিস্থিতি। যা আক্রান্তের সংখ্যায় গেল বছরের তুলনায় ৯ গুণ বেশি। এই পরিস্থিতিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে ঢাকার দুই সিটির পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে ঢাকা উত্তর সিটি পুরনো পদ্ধতি ফগিংয়ে ভরসা রাখলেও ঢাকা দক্ষিণ হাতে নিয়েছে নতুন কর্মসূচি।

এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ ক্রমেই ভয়ঙ্কর আকার ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় এই জ্বরে আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে আরও ৬৭৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর একদিনে মৃত্যু ও শনাক্ত উভয়টি রেকর্ড। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৬৭৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪২৯ জন ঢাকায় চিকিৎসাধীন। বাকি ২৪৯ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে নতুন করে আরও পাঁচজন মারা গেছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জন। বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৬৬৯ জন ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ১০০ জন। এছাড়া ঢাকার বাইরে ৫৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট নয় হাজার ৮৭১ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন আট হাজার ১৪১ জন। প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

সংশ্লিষ্টরা বলছেন, বৃষ্টি ডেঙ্গু মশা (প্রজনন) বিস্তারে সহায়ক। কারণ, পরিষ্কার পানিতে এই মশা জন্ম হয়। এমন পরিস্থিতিতে নগরবাসীর সহযোগিতার পাশাপাশি ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা। এডিস মশার প্রজননকেন্দ্র ধ্বংস করতে বিশেষ চিরুনি অভিযানও পরিচালনা করছেন তারা। নেয়া হচ্ছে নানা প্রস্তুতি।

প্রায় সারা বছরই রাজধানীবাসীকে ডেঙ্গুবাহিত এডিস ও কিউলেক্স মশার উপদ্রব সহ্য করতে হয়। ক্ষুদ্র এই মশার কামড়ে প্রতিবছর প্রাণ হারায় শত শত মানুষ। মশা নিধনে দুই সিটি করপোরেশনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেয়া হলেও তেমনটা কাজে আসে না। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো প্রাণঘাতী মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নেয়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মনে করছেন কীটতত্ত্ববিদরা।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এডিস মশা নিজেকে খাপ খাইয়ে নিচ্ছে যেকোনো পরিবেশে। এ নিয়ে যথেষ্ট গবেষণারও ঘাটতি রয়েছে। তবে বর্তমান সময়ের অনুমেয় হটস্পট সামলাতে না পারলে আরও ছড়িয়ে পড়বে ডেঙ্গু পরিস্থিতি।

কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, এই মুহূর্তে ডেঙ্গুর সংক্রমণ ঠেকাতে বিজ্ঞানভিত্তিকভাবে এডিস মশা নিয়ন্ত্রণ করা প্রয়োজন। আর এই নিয়ন্ত্রণ প্রক্রিয়াতে সিটি করপোরেশন, পৌরসভা ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন অঙ্গপ্রতিষ্ঠানের সঙ্গে জনসাধারণকেও সরাসরি সম্পৃক্ত হতে হবে। আগামী দুই মাস হটস্পট ম্যানেজমেন্টের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসের কার্যক্রমও চালাতে হবে।

বর্ষায় পানিবদ্ধতা নিরসন ও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সংশ্লিষ্ট বিভাগ, শাখাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীসহ মাস্টাররোল শ্রমিকদের ছুটি বাতিল করা হয়েছে।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ডেঙ্গু যাতে কোনোভাবে ছড়িয়ে না পড়ে, সেজন্য সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি। জমে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। বাসার ভেতর, ছাদ ও বারান্দায় কোথাও কোনো পাত্রে যেন পানি না জমে সেটি নিশ্চিত করতে হবে। টানা ভারী বৃষ্টির কারণে শহরে অনেক জায়গায় পানি জমে। দ্রুত সময়ে পানিবদ্ধতা নিরসন করে জনগণকে স্বস্তি দিতে কর্মীদের সার্বক্ষণিক মাঠে থাকার নির্দেশ দিয়েছি। সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করা হয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ পলিথিনসহ অন্যান্য জিনিসপত্র ড্রেনে ফেলবেন না।

ধোঁয়া দিয়ে মশা মারার পদ্ধতি (ফগিংয়ের মাধ্যমে পরিপক্ব মশা নিধন) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সেই নিয়মে এবারও মশার হটস্পট ধ্বংসে কাজ করছে।

এদিকে, এডিস মশা নিধনে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আগামী ৬ জুলাই পর্যন্ত এই চিরুনি অভিযান চলবে। ডিএসসিসি জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, এডিস মশার প্রজননস্থল নিধনে দক্ষিণ সিটির ২৫টি ওয়ার্ডে তিন দিনব্যাপী বিশেষ চিরুনি অভিযান শুরু হয়েছে। ৪১ নম্বর ওয়ার্ডের বলদা গার্ডেন এলাকায় এই অভিযানের উদ্বোধন করা হয়। এলাকাভিত্তিক মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রতিদিনের ডেঙ্গু রোগীদের তথ্য পর্যালোচনার ভিত্তিতে অভিযানের জন্য ওয়ার্ডগুলো ঠিক করা হয়েছে।

এডিস মশার প্রজননস্থল হিসেবে ২৫টি ওয়ার্ডকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব ওয়ার্ডে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ইতোমধ্যে তিন দিনব্যাপী ‘বিশেষ চিরুনি’ অভিযান কর্মসূচি হাতে নিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার থেকে ডিএসসিসির ঝুঁকিপূর্ণ ২৫টি ওয়ার্ডে একযোগে চিরুনি অভিযান শুরু হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাধীন ঝুঁকিপূর্ণ ২৫ ওয়ার্ডের মধ্যে রয়েছে- ২, ৩, ৪, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৯, ২২, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৫, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড। এসব ওয়ার্ডের মশা নিধনে বিশেষ এই অভিযান চালানো হবে। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ৫২, ৫৩, ৫৪ ও ৬২ নম্বর ওয়ার্ডেও অভিযান পরিচালনা করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসিসি) ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির জানান, সার্ভেতে ডিএসসিসির কিছু ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই মোতাবেক এডিস মশার উৎস নির্মূলের লক্ষ্যে ৪ থেকে ৬ জুলাই চিরুনি অভিযান পরিচালনা হচ্ছে। জনগণকে সচেতন করতে মাইকিংসহ কাউন্সিলরদের নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, হটস্পট চিহ্নিত করে অভিযান শুরু হয়েছে। আগামী তিন দিন অভিযান চলবে। মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। সমন্বিতভাবে কাজ করলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনা যাবে। বাসা-বাড়ির কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ

গুলিবিদ্ধ ইলহামের জন্য তারেক রহমানের অনন্য উদ্যোগ