ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
স্বেপ্টেম্বরে মাসব্যাপী জনসংযোগ

নির্বাচনে নজর আওয়ামী লীগের

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৫ জুলাই ২০২৩, ১১:৪৮ পিএম | আপডেট: ০৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন নির্বাচনের জনসংযোগ ও প্রচার প্রচারণা নিয়ে ইতিমধ্যে ভাবতে শুরু করে দিয়েছে ক্ষমতাশীন দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনের আগেই একদিকে জনগণের পাশে থাকা অপর দিকে কূটণৈতিক বিষয়গুলো আরো জোরদার করতে চায় আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, বিএনপির আন্দোলনের আগেই মাঠ নিজেদের দখলে রাখতে চায় আওয়ামী লীগ। এ জন্য আগামীতে শোকের মাস আগস্ট রয়েছে। এর সঙ্গে সেপ্টম্বরে সারা দেশে সরকারের এতদিনে অর্জন ও সাফল্য তুলে ধরে জনসংযোগ করতে চায় দলটি। অপর দিকে একই সময়ে বিদেশী রাষ্ট্রগুলো যারা নির্বাচন বর্তমান সরকারের বিষয়ে প্রশ্ন তুলছে তাদের সঙ্গে সংযোগ জোরদার করতে চায় আওয়ামী লীগের নীতি নির্ধারকরা। দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দলের নেতা-কর্মীদের মধ্যে বিভাজন তৈরী হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বলছেন, নৌকার পক্ষে প্রচারণা শুরু হলে দলের এই বিভাজনও আর থাকবে না।

তবে এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ইনকিলাবকে বলেন, আমরা বিএনপির আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে আগামীতে কর্মসূচি দেব না। আসলে আমরা জনগণের কাছে যেতে চাই। আমরা আমাদের কথা বলে জনগনকে প্রস্তুত করতে চাই।

গতকাল রাজধানীর আগারগাঁও বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ভবনে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্যবিষয়ক মন্ত্রী নাইজেল হাডলস্টন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিএনপির সঙ্গে সংলাপ নিয়ে তিনি বলেছেন, কীভাবে নির্বাচন আরও সুষ্ঠু ও ভালো করা যায়, এ নিয়ে সংলাপ তাদের সঙ্গে হতে পারে। তবে তত্ত্বাবধায়ক সরকার উচ্চ আদালত বাতিল করেছে, এটা নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না।

আওয়ামী লীগ নেতারা বলছেন, নির্বাচনের জন্য আওয়ামী লীগের যোগ্য প্রার্থী যাচাইয়ে অনেক আগেই জড়িপ শুরু করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা। এ ছাড়া কেন্দ্রীয় কমিটির বৈঠকে যে প্রার্থী জয়ী হয়ে আসতে পারবে এমন প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ইঙ্গিতও দিয়েছেন তিনি। এর পর থেকে সকল দলীয় নেতারা আগের চেয়ে অনেক বেশি চাঙ্গাভাব নিয়ে মাঠে মেনে পরেছে। আওয়ামী লীগের দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ইতিমধ্যে তাঁর নিজ এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গিয়ে নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

আওয়ামী লীগের নেতারা বলছেন, নির্বাচনের আগে বিভিন্ন জেলায় জেলায় যেমন জনসংযোগ হবে তেমনি বিভাগীয় ও একেবারে তৃনমূল পর্যায়েও জনমত তৈরীতে কাজ করবে দলটি। এ কর্মসূচিগুলোতে সরকারের আমলে আর্থ সামাজিক উন্নয়নে যে অর্জন তা তুলে ধরে দেশেকে বোঝানো হবে যে আওয়ামী লীগের আমলে কি কি বাস্তব সুফল দেশের মানুষ পেয়েছে। এ ছাড়া নতুন প্রজন্মকে নিয়ে আলাদভাবে কর্মসূচি রাখার ইচ্ছা আছে আওয়ামী লীগের। সকল কর্মসূচি দলীয়ভাবে বসে ঠিক করা হবে, কোন কর্মসূচিগুলোতে দলীয় প্রধান যাবেন তাও নির্ধারণ করা হবে শীগগীর।

দলীয় সূত্র জানিয়েছে, গত ঈদের আগে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির বৈঠকে দলীয় নেতাদের এলাকা গিয়ে জনসম্পৃক্ততা বাড়াতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নির্দেশনা মেনে ঈদে নিজ নিজ এলাকায় গিয়েছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এদিকে সরকারের সাড়ে ১৫ বছরের উন্নয়ন কর্মকান্ড দেশের মানুষের সামনে তুলে ধরতে আগামী সেপ্টেম্বরে মাসব্যাপী গণসংযোগ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গতকাল বুধবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকম-লীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের এক যৌথ সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে।

গতকালেরবৈঠকে উপস্থিত আওয়ামী লীগের কয়েকজন নেতারা জানান, অগাস্ট মাসব্যাপী সারা দেশে নানা কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। এরপর সেপ্টেম্বর মাসে সারা দেশে গণসংযোগ চালানো হবে। শোকের মাসে সংগঠনের কর্মকা- শোক দিবসের অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করতে একটি ‘রোডম্যাপ’ ঠিক করার কথা জানিয়েছেন দলটির নেতারা।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আউয়াল শামীম ইনকিলাবকে জানান, স্বেপ্টেম্বরে সারা দেশের জেলায় জেলায় জনসংযোগ নিয়ে আলোচনা হয়েছে। তবে সে বিষয়ে এখন কোন ‘রোডম্যাপ’ ঠিক করা হয়নি। এর আগে শোকের মাস আগস্ট রয়েছে, তারও একটি মাসব্যাপী কর্মসূচি দল থেকে দেওয়া হবে।

আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর অপর এক নেতা বলেন, আজকের বৈঠকে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে অগাস্ট শোকের মাস ছাড়াও সেপ্টেম্বরে মাসব্যাপী গণসংযোগের পরিকল্পনার কথা তুলে করা হয়েছে। শোকের মাস পার হলেই আমরা সারা দেশে গণসংযোগ করব। এটা মাসব্যাপী হবে।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আরেক নেতা বলেন, সামনে নির্বাচন, নির্বাচনের আগে সরকারের এতদিনের সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরতে এই গণসংযোগে চালানো হবে।

বৈঠক সূত্র জানিয়েছে, এ ছাড়া তিন সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের ওয়ার্ড ও থানা কমিটি দ্রুত দিয়ে দিতে সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকদের নির্দেশ দেওয়া হয়েছে।ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ নেতাদেরকে অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি দিতে আমাদের সাধারণ সম্পাদক বলেছেন। আর ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ নেতাদেরকে থানা ও ওয়ার্ড কমিটি অতি দ্রুত দেওয়ার নির্দেশ দিয়েছেন।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

এবার বুন্দেসলীগায়ও বায়ার্নের গোল উৎসব

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দিয়াজের জোড়া গোলে চূড়ায় অলরেডসরা

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

দ্বিতীয় ওয়ানডেতেও অজিদের অনায়স জয়

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

প্লটবঞ্চিত পূর্বাচলের আদিবাসিন্দাদের ৩শ’ ফুট সড়কে অবস্থান : বিক্ষোভ অব্যাহত

দেশে সংস্কার  ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

দেশে সংস্কার ও জবাবদিহি প্রতিষ্ঠার আহ্বান

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

ছাত্রলীগের হামলার শিকার শিক্ষার্থীদের মামলা করতে বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

উম্মাহর কল্যাণে মুসলমানদের ঐক্যের বিকল্প নেই

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

বৈরুতে ইসরাইলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ১৪

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

পুলিশের লুট হওয়া অস্ত্র অপরাধে ব্যবহারের আশঙ্কা

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

মস্কোয় হামলার উপযুক্ত ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাবে না জার্মানি

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১