ঢাকা   রোববার, ০৮ সেপ্টেম্বর ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
আহত ৪

একই পরিবারের তিনজনসহ সারাদেশে নিহত ৭

Daily Inqilab স্টাফ রিপোর্টার

০৭ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ০৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যান চাপায় সিএনজিচালিত অটোরিকশা চালক মো. সুমন (৩৬) নিহত হয়েছেন। অপরদিকে গেন্ডারিয়ার দয়াগঞ্জ ট্রাকস্ট্যান্ড মোড়ে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা আরোহী একই পরিবারের তিনজনসহ চারজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন দিকে থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে যায়। এরপর কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন অটোরিকশার চালক সুমন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এর চালক আক্তার হোসেন লিটনকেও আটক করে পুলিশ। নিহত সুমনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে হাজারীবাগে থাকতেন। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে গতকাল শুক্রবার সকালে গেন্ডারিয়া ট্রাকস্ট্যান্ড এলাকায় এশিয়ান লাইন বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন। আহতরা হলেন- মো. পলাশ (২৯), তার মা সামছুন নাহার পর্বত (৫২), বোন সালেহা আক্তার (৩৫) এবং অটোরিকশাচালক মো. আমজাদ হোসেন (৬০)। গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শিহাব বলেন, গেন্ডারিয়া ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করি। দ্রুত তাদের স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি। এ ঘটনায় বাসের চালককে আটক করা হয়েছে ও বাসটি জব্দ করা হয়েছে। আহত অটোরিকশা যাত্রী পলাশ বলেন, আমরা মা ও বড় বোনকে নিয়ে কমলাপুর থেকে সিএনজি অটোরিকশাযোগে নারিন্দা যাচ্ছিলাম। পথে দ্রুতগামী এশিয়ান লাইন নামের একটি বাস আমাদের অটোরিকশার পেছনে ধাক্কা দেয়। এতে চালকসহ আমরা চারজনই আহত হই।
দেশের চার জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। এরমধ্যে খুলনা, ভোলা, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে একজন করে নিহত হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ
খুলনা ব্যুরো জানায়, খুলনায় সড়ক দুর্ঘটনায় গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের স্বামী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর লবণচরা থানাধীন বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাটি ঘটে। তবে নিহতের পরিচয় তৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
এলাকাবাসির বরাত দিয়ে লবণচরা থানার এসআই মো. সাইদুর বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে জিরোপয়েন্টের দিকে যাচ্ছিলেন ওই দম্পতি। পেছন থেকে বিআরটিসির একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে চালকের স্ত্রী রাস্তার ওপর পড়ে গেলে বাসটি মাথার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় গৃহবধূর স্বামী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও গুরুতর। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, চালক গৃহবধুকে চাপা দিয়ে জিরোপয়েন্টের দিকে চলে যায়। পরে পুলিশ বাসটিকে আটক করতে সক্ষম হয়।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জের হাট বাজার সংলগ্ন ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মানিক চন্দ্র শীল লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ গ্রামের মৃত সওদা নন্দ শীলের ছেলে।
এসআই মানিক মিয়া জানান, ঈদ উপলক্ষে শ্বশুরবাড়ির দাওয়াত খেতে গত শনিবার মোটরসাইকেল যোগে তজুমদ্দিন উপজেলায় যান। সঙ্গে তার ভাগ্নে তন্ময় ছিল। গতকাল শুক্রবার সকালে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কুঞ্জের হাট বাজার সংলগ্ন রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান। গুরুতর আহত অবস্থায় ভাগ্নে তন্ময়কে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা বেশি আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানান ডাক্তার ।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিঞা জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মানিকের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ছাড়াও গুরুতর আহত অবস্থায় সিএনজির অপর তিন যাত্রীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কের মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি সংগঠিত হয়। নিহত মতি মিয়া ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার প্রাইবাকুড়ি গ্রামের মৃত হাশেম মিয়ার পুত্র।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের বলেন, নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আড্ডা নাচোল রোডের নাচোল ইউনিয়নের গনইর এলাকায় সকাল সাড়ে ৬টার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে গাছের সাথে ধাক্কা দিলে ট্রাক ড্রাইভার আটকিয়ে যায়। স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাকে বের করতে ব্যর্থ হলে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে তাকে উদ্ধার করে নাচোল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে নাচোল ইউনিয়নের সূর্য্যপুর গ্রামের মৃত ফুল মোহাম্মদের ছেলে মতিউর রহমান মতি।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

গোল উৎসবে নেশন্স কাপে উড়ন্ত সূচনা জার্মানির

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

জয়ে ইংল্যান্ডের সাউথগেট-পরবর্তী অধ্যায় শুরু

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

পোপের ১৫৪ রানের পরেও ইংল্যান্ডের ৩২৫,কামিন্দু-সিলভায় লংকানদের লড়াই

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

স্কটল্যান্ডকে হোয়াইটওয়াশ করলো অস্ট্রেলিয়া

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে ইছামতী নদীতে থেকে মরদেহ উদ্ধার

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

‌'শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কঠাগড়ায় দাঁড় করাতে হবে'

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

শেষ ম্যাচও জিততে চায় বাংলাদেশ

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

সব ষড়যন্ত্র মোকাবিলায় জামায়াতকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

আইওসির কোচিং কোর্সে বাংলাদেশের মাহফিজুল

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

নাটোরে পৌরসভার পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

পটিয়ায় জশনে জুলুসে ঈদে মিলাদ্ন্নুবী অনুষ্ঠিত

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

মীরসরাইয়ে কমছে পানি তীব্র হচ্ছে নদীভাঙন

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

বিএনপিতে কোনো সন্ত্রাসী চাঁদাবাজের ঠাঁই হবে না

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

নেমে গেছে বানের পানি স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন

সভাপতি শওকত সম্পাদক মানিক

সভাপতি শওকত সম্পাদক মানিক

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

সংযোগ সড়ক ভেঙে দুর্ভোগে ৬ গ্রামবাসী

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

বাড়িভিটা হারিয়ে দিশেহারা তিস্তা পাড়ের মানুষ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

ভয়াবহ বন্যায় কৃষি মৎস্য ও প্রাণিসম্পদের সর্বনাশ

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা

মাদরাসা শিক্ষার সংস্কার : একটি পর্যালোচনা