ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১
সুফলবঞ্চিত মৎস্যজীবী

কুষ্টিয়ায় প্রভাবশালীদের দখলে হাওর-বাঁওড়

Daily Inqilab স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে

১২ জুলাই ২০২৩, ১১:১৪ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

এক সময় কুষ্টিয়ায় বেশ কয়েকটি হাওর-বাঁওড় ছিল। এসব জলাশয় ছিল মৎস্যজীবীদের মৎস্য আহরণ ও আয়ের অন্যতম উৎস। তবে দখলে-দূষণে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া আটটি নদ-নদী হারিয়ে যেতে বসেছে। হাওর-বাঁওড় বলতে গেলে এখন আর কিছুই অবশিষ্ট নেই। দখলদারের পেটে চলে গেছে হাওর-বাঁওড়। সেখানে গড়ে উঠেছে ঘরবসতি।
জেলায় বর্তমানে যে দুটি হাওর ও বাঁওড় রয়েছে সে দুটিও এখন অস্তিত্ব সঙ্কটে। সেখানে প্রকৃত মৎস্যজীবীদের মাছচাষের সুযোগ নেই। দখলদারিত্ব চলে গেছে প্রভাবশালীদের হাতে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রশস্ততা কমিয়ে ভুল পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে কুষ্টিয়ার খোকসার সিরাজপুর হাওরটি এখন মৃত খালে পরিণত হয়েছে। বর্ষায়ও পানি নেই। নদীর দুই তীরের কয়েক লাখ বিঘা কৃষি জমির সেচ সুবিধা বন্ধ হয়ে গেছে। মৎস্য চাষের প্রকল্পটি বন্ধ হওয়ার উপক্রম। সবশেষ খননের পর এক ইউপি চেয়ারম্যান নিজে মাছচাষ করার জন্য বাঁধ দিয়ে হাওর দখল করে নিয়েছেন।
কুমারখালী উপজেলার লাহিনী এলাকায় কালিগঙ্গা-বাদলবাসা বাঁওড়টিও প্রভাবশালীরা দখলে নিয়ে মৎস্য চাষ করছেন। যে কারণে প্রকৃত মৎস্যজীবীরা এখানে মাছচাষের সুযোগ থেকে বঞ্চিত। কুমারখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান জানান, ২০২১ সালে বাঁওড়ের ইজারার মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে বাঁওড়টি আর ইজারা দেওয়া সম্ভব হয়নি। প্রভাবশালী মহল উচ্চ আদালতে রিট করে নিজেদের দখলে রেখে সেখানে প্রায় দুই বছর ধরে মাছ চাষ করে আসছে।
জেলার একমাত্র প্রাকৃতিক হাওর নদী (নদীর সঙ্গে সংযুক্ত এজন্য ‘হাওর নদী’ বলা হয়) খোকসার সিরাজপুর মৌজায় গড়াই নদী থেকে উৎপত্তি। হাওরটি ২১ কিলোমিটার ভাটিতে মাগুরার শ্রীপুর উপজেলার আলমসা ইউনিয়নে গিয়ে আবার গড়াই নদীতে মিশেছে।
চার দশক আগে বর্ষা মৌসুমে হাওর নদীতে ইলিশ ধরার প্রতিযোগিতা শুরু হতো। বাইরে থেকে জেলেরা নৌকা নিয়ে আসতেন। ’৯১ সালের পরবর্তী সময়ে নদীর দুই তীরের লক্ষাধিক বিঘা আবাদি জমি সেচের আওতায় নেয়া হয়। হাওরে মৎস্য সমিতির মাধ্যমে আধুনিক পদ্ধতির মাছচাষের প্রকল্প হাতে নেয়া হয়। ওই সময়ের কোটি টাকা ব্যয়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে ১৫০ মিটার প্রশস্ত নদী ৩৫ মিটার করা হয়। নদীর স্বভাবিক প্রবাহ ঠেকাতে নদীর উৎসমুখ ও ভাটির মিলনস্থলে একাধিক স্লুইস গেট তৈরি করা হয়। ফলে উৎসমুখ গড়াই থেকে বিচ্ছিন্ন হয়ে হাওরটি শুকিয়ে মৃত খালে পরিণত হয়েছে।
সরেজমিন দেখা গেছে, নদীর দুই তীরে জেগে ওঠা চরের জমি প্রভাবশালীরা দখল করে ঘরবাড়ি তৈরি করে বসবাস করছেন। অনেকেই ফসল আবাদ করে দখল পোক্ত করেছেন। কুষ্টিয়া, রাজবাড়ী ও মাগুরা জেলার প্রায় ৩০টি গ্রাম স্পর্শ করে গেছে হাওরটি। এসব গ্রাম ও মাঠের পানি নিষ্কাশনের ৩০টি খাল এসে মিশেছে হাওরে। দুই পাড়ের হাজার হাজার একর জমি নানাভাবে দখলে করে নিয়েছেন প্রভাবশালীরা।
খোকসা অংশে জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ নিজে মাছচাষের জন্য একতারপুর ব্রিজের পশ্চিম পাশ দিয়ে মাটি ফেলে চওড়া বাঁধ দিয়ে নদী ও হাওরটিকে দুই ভাগে বিভক্ত করেছেন। ফলে আসন্ন বর্ষা মৌসুমে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। বাঁধ দিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেয়ায় বিস্তীর্ণ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
জানিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যাান হবিবর রহমান হবি বলেন, নদীটির প্রশস্ততা (চওড়া) কমিয়ে খাল বানানো হয়েছে। নদীর প্রবাহ ঠিক রেখে পরিকল্পিতভাবে খনন করা হলে নদীটি মারা যেতো না।
গতবছর ইজারা নিয়ে মাছচাষ করেছিলেন, জানিয়ে হাওর নদীর জলকর ইজারাদার আব্দুল মান্নান বলেন, বেতবাড়িয়া মোড় থেকে চর দশকাহুনিয়া পর্যন্ত কিছু জায়গায় সাত মাস পানি থাকে। কিন্তু এবার নদী খননের নামে খাল তৈরি করা হয়েছে। এতে এবার এ হাওরে মাছচাষ করা যাবে না।
হাওর নদীর পানি ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অনিতা বিশ্বাস বলেন, ‘শুনেছি নদী কাটা হচ্ছে। এখন দেখি নদী কেটে খাল বানানো হচ্ছে।’
জানিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান মজিদ তার বিরুদ্ধে নদী-হাওর দখলের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, খননের প্রয়োজনে সেখানে বাঁধ দেয়া হয়েছে।
এ বিষয়ে খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার বিশ্বাস বলেন, নদী বা হাওর দখলের কোনো সুযোগ নেই। এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা

শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা

বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

ভাবমূর্তি পুনরুদ্ধার ও পুলিশিং কার্যক্রমে গতি আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু

ভাবমূর্তি পুনরুদ্ধার ও পুলিশিং কার্যক্রমে গতি আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত