শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা
২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৮ পিএম
প্রথম দুই দিন খুব একটা সুবিধা করতে পারেনি দল। পরের দুই দিনে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের সেই জয়ের পথে চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন নিউজিল্যান্ডের তরুণ অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
গল টেস্টে রোববার চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২০৭ রান। শেষ দিনে জয়ের জন্য ৬৮ রান দরকার সফরকারী দলটির। আর শ্রীলঙ্কার দরকার ২ উইকেট। ৯১ রানে ব্যাট করছেন রাচিন।
শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচনের কারণে গতকাল ছিল টেস্টের রেস্ট ডে। ৪ উইকেটে ২৩৭ রান নিয়ে রোববার চতুর্থ দিন শুরু করে স্বাগতিকরা। লাঞ্চের আগেই হাতের ৬ উইকেট হারিয়ে ৩০৯ রানে গুটিয়ে যায় তারা। নিউজিল্যান্ড পায় ২৭৫ রানের লক্ষ্য।
লঙ্কানদের গুটিয়ে দিতে অগ্রণী ভূমিকা রাখেন আজাজ প্যাটেল। ৩০ ওভারে ৮ মেডেনসহ ৯০ রানে ৬ উইকেট নেন এই স্পিনার। আগের দিনই তিন শিকার ধরেছিলেন প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া উইলিয়াম ও’রুক।
ধনাঞ্জয়া ডি সিলভা ও অ্যাঞ্জেলো ম্যাথিউস দুজনেই ৩৪ রান নিয়ে দিন শুরু করেন। ৪০ রানে আউট হন ধনাঞ্জয়া, ৫০ পূর্ন করে টেকেননি ম্যাথিউস। দুজনেই আজাজের ঘুর্ণীর শিকার। ১৭ টেস্টের ক্যারিয়ারে এ নিয়ে পঞ্চমবার ৫ উইকেট নিলেন এই ৩৫ বছর বয়সী বাঁহাতি অর্থোডক্স বোলার।
জবাবে থিতু হয়ে আউট হয়েছেন টম লাথাম (৬৮ বলে ২৮), কেন উইলিয়ামসন (৪৬ বলে ৩০), টম ব্লান্ডেলরা (৪৩ বলে ৩০)। ৯৬ রানে ৪ উইকেট হারানোর পর সর্বোচ্চ ৫৬ রান আসে পঞ্চম উইকেটে ব্লান্ডেল-রাচিন জুটি থেকে।
অন্য প্রান্ত থেকে নিয়মিত উইকেট গেলেও চারে নামা রাচিন ছিলেন শান্ত ও দৃড়প্রতিজ্ঞ। ১৫৮ বলে ৯১ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৯টি চার ও ১ ছক্কায়।
দিনের শেষভাগে ১৫ বল মোকাবেলা করে রাচিনকে দারুণ সঙ্গ দিয়েছেন আজাজ। শেষ দিনে নিশ্চিতভাবেই শ্রীলঙ্কা ফেভারিট, তবে কে জানে আজাজ রাচিনকে সঙ্গ দিতে পারলে পাল্টে যেতে পারে ম্যাচের গতিপথ।
তিনটি করে শিকার ধরেছেন রামেশ মেন্ডিস ও প্রবথ জয়াসুরিয়া। একটি করে আসিথা ফার্নান্ডো ও ধনাঞ্জয়া।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩০৫
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৩৪০
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯৪.২ ওভারে ৩০৯ (আগের দিন ২৩৭/৪) (ম্যাথিউস ৫০, ধানাঞ্জায়া ৪০, মেন্ডিস ২৩, রামেশ ১, জায়াসুরিয়া ১১, কুমারা ০, আসিথা ০*; ও’ রোক ১৭-২-৪৯-৩, আজাজ ৩০-৮-৯০-৬, স্যান্টনার ১৪.২-২-৫১-১, সাউদি ১৬-৪-৩৯-০, ফিলিপস ১২-১-৫০-০, রাচিন ৫-০-১১-০)
নিউজিল্যান্ড ২য় ইনিংস: (লক্ষ্য ২৭৫) ৬৮ ওভারে ২০৭/৮ (ল্যাথাম ২৮, কনওয়ে ৪, উইলিয়ামসন ৩০, রাচিন ৯১*, মিচেল ৮, ব্লান্ডেল ৩০, ফিলিপস ৪, স্যান্টনার ২, আজাজ ০*; রামেশ ২৫-৩-৮৩-৩, আসিথা ২-০-৫-১, জায়াসুরিয়া ২৯-৭-৬৬-৩, ধানাঞ্জায়া ১০-৪-৩০-১, কুমারা ২-০-১৫-০)
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দেশের সর্বাধিক পুরস্কারপ্রাপ্ত হোটেলিয়ার-শাখাওয়াত হোসেন
যুদ্ধবিরতি চুক্তি : প্রথম পর্যায়ে মুক্তি পাবেন এক হাজার ফিলিস্তিনি
কালবিলম্ব না করে অবাদ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করুন- এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী
সংস্কার প্রস্তাব জমা দিয়েছে চার কমিশন
ঠাকুরগাঁও ও কুড়িগ্রামে আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ
গাজার 'মানবিক অঞ্চল' নিয়ে উদ্বেগ ,ইসরায়েলি আক্রমণ অব্যাহত
সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের তথ্যটি ভুয়া
রাশিয়াকে হুঁশিয়ারি দিল অস্ট্রেলিয়া ,নাগরিক নিহত হলে শাস্তি হবে কঠিন
বাংলাদেশ পুলিশের অত্যাচারী আচরণের নতুন ভিডিও ফাঁস
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা
আজ ছোট পর্দায় মুক্তি পাবে নাটক 'হোয়াট এ বৌ'
পাকিস্তানের আত্মসমর্পণের ছবি সরিয়ে ফেললেন ভারতের সেনাপ্রধান
বরিশাল ইন্সটিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন এন্ড অ্যলায়েড সায়েন্সেস চিকিৎসা সেবায় ব্যাপক অবদান রাখছে
হাসিনাকে নিয়ে ‘সম্ভাব্য ঝুঁকি’তে সচেতন ছিলেন না টিউলিপ এটি ‘দুঃখজনক’ : লরি ম্যাগনাস
শেখ পরিবার একটি চোরের কারখানা’
অব্যাহতি পাওয়া এসআইদের আন্দোলনের নেতৃত্বে ছাত্রলীগ নেতা মামুন
জিমি কার্টারের প্রতি ৩০ দিনের শোকাবস্থা উপেক্ষা করে ট্রাম্পের পতাকা উত্তোলন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা-তারেকসহ সব আসামি খালাস
টিউলিপের জায়গায় নিয়োগ পেলেন এমা রেনল্ডস
পদত্যাগপত্রে টিউলিপ সিদ্দিক যা লিখেছেন