ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

৪ জেলায় সড়কে ঝরলো ৬ প্রাণ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক :

১২ জুলাই ২০২৩, ১১:২০ পিএম | আপডেট: ১৩ জুলাই ২০২৩, ১২:০০ এএম

চার জেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। এর মধ্যে খুলনায় ১, নারায়নগঞ্জে ২, মাদারীপুরে নিহত ১ ও আহত ১ এবং কুষ্টিয়ায় ২ জন নিহত হয়েছেন। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-
খুলনা ব্যুরো জানায়, খুলনায় ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে নগরীর লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল চালক সুজন ব্যাপারী হরিণটানা এলাকার জনৈক আবু বক্কর সিদ্দিকীর ছেলে এবং পেশায় একজন চটপটি বিক্রেতা ছিলেন। লবণচরা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক বলেন, বেলা ১১টার দিকে সুজন লবণচরা থানাধীন টেক্সটাইল কলেজের সামনে রাস্তায় উল্টো দিক থেকে মোটর সাইকেলে আসছিলেন। এ সময়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্টাফ রিপোর্টার, কুষ্টিয়া থেকে জানান, কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে মোটরসাইকেলে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কালুমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গার দামুড়হুদা থানার ঝাঝাডাঙ্গা গ্রামের মো. সামছুল আলমের ছেলে শাহিন মিয়া ও দর্শনা থানার নাস্তিপুর গ্রামের মো. ছালামের ছেলে মো. ইকরামুল।
কুমারখালী ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. বুখতিয়ার উদ্দিন বলেন, মোটরসাইকেলর সঙ্গে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা শাহিন নামের একজন নিহত হন। আহত একজনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ কাজ করছে। পরে বিস্তারিত বলা যাবে।
কুষ্টিয়া সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, হাসপাতালে আসার আগেই ইকরামুল নামের একজন মারা গেছেন।
স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান : মাদারীপুরের কালকিনিতে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত ও একজন আহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টার দিক পৌর এলাকার নয়াকান্দি গ্রামের কুলুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আয়েশা বেগম গৃহবধূ উপজেলার শিকারমঙ্গল এলাকার চরফতেবাহাদুর গ্রামের মিলন চৌধুরীর স্ত্রী।
পুলিশ সুত্রে জানাগেছে, গৃহবধূ আয়েশা অটোরিকশা যোগে তার ব্যক্তিগত কাজে বাড়ি থেকে কালকিনির উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে পৌর এলাকার নয়াকান্দি গ্রামের কুলুর ব্রিজের কাছে পৌঁছলে বিপরীতমুখী আরেকটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গৃহবধূ ও চালক খবির সরদার গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের কালকিনি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আয়েশা বেগমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে চালক খবির সরদারকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জের বন্দরে একটি কাভার্ডভ্যান এর ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাস্বের মিয়ার ছেলে আমান উল্লাহ আমান ও জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া। নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। গতকাল বিকেল তিনটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় অলম্পিক কারখানার পাশে এই দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ ইব্রাহীম মিয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে এ বিষয় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা

শ্রীলঙ্কার সামনে রাচিন বাধা

বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

বৃহৎ স্বার্থে ভারতে ইলিশ রফতানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

ভাবমূর্তি পুনরুদ্ধার ও পুলিশিং কার্যক্রমে গতি আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু

ভাবমূর্তি পুনরুদ্ধার ও পুলিশিং কার্যক্রমে গতি আনতে ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

ফারাক্কা বাঁধের কারনে সুন্দরবনের প্রতিবেশ ব্যবস্থার ভারসাম্য নষ্ট হয়েছে

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

তথ্য মন্ত্রণালয়ের সার্চ কমিটির সদস্য হলেন ডুজার সাবেক সভাপতি তুষার

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াত দায়িত্বশীল ভূমিকা পালন করবে -কক্সবাজারে সমাবেশে নেতৃবৃন্দ

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

আইবিটিআরএ-তে ‘সার্টিফিকেশন কোর্স অন ট্রেজারি ডিলিংস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজানোয় নতুন নির্দেশনা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের জরুরী মতবিনিময় সভা

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

উন্মুক্ত অনলাইন রিটার্ন সিস্টেম, দাখিল ২০ হাজার

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

চার হত্যা মামলায় ফের ৮ দিনের রিমান্ডে গোলাম দস্তুগীর গাজী

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

‘দ্রুত’ নিষ্পত্তির নির্দেশ প্রবাসীদের নতুন এনআইডির আবেদন

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

নির্বাচনী ব্যবস্থা ও পুলিশ সংস্কারে সহায়তা করতে চায় জাতিসংঘ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে না.গঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনালে ২ গ্রুপের সংঘর্ষ আহত ১০

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

২১ দিনে ১ মাসের চেয়েও বেশি রেমিট্যান্সএলো

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

সোনারগাঁওয়ে নারীর লাশ উদ্ধার।

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

হঠাৎ অশান্ত ক্রীড়া পরিদপ্তর, ক্রীড়া অফিসারদের ধর্মঘটের ডাক

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ মনসুরুল হকের পদত্যাগের দাবীতে শ্রীমঙ্গলে ছাত্র জনতার সড়ক অবরোধ

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

চবিতে একদিনেই ডিন, প্রভোস্ট ও প্রক্টর হিসেবে নিয়োগ পেলেন ২৩ জন

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত