জিডি করায় সালিশের নামে ভুক্তভোগীদের মারধর
১৪ জুলাই ২০২৩, ১১:১৬ পিএম | আপডেট: ১৫ জুলাই ২০২৩, ১২:০০ এএম
শ্বশুর-শাশুড়ির সঙ্গে তুচ্ছ একটি ঘটনা নিয়ে তর্ক করায় স্থানীয় সন্ত্রাসীদের মারধরের শিকার হন রাজধানীর পল্লবীর ১১ নম্বর সেকশনের সি ব্লকের বাসিন্দা সাকিব। এ ঘটনায় তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে সাকিব ও তার বাবাকে ‘সালিশে’ ডাকেন স্থানীয় প্রভাবশালীরা। তাদের কথা না মানায় ভরা মজলিসে এ দুজনকে মারধর করেন ‘সালিশকারীরা’।
ঘটনাটির শুরু হয় গত বুধবার। এদিন সাকিব তার স্ত্রী দিয়াকে নিয়ে ঘুরতে যেতে চান। কিন্তু বাধ সাধের দিয়ার পরিবার। পরে বিষয়টি নিয়ে পল্লবীর ১১ নম্বর সেকশনের সি ব্লকে নিজ বাড়ির সামনেই সাকিব ও তার শ্বশুরের পরিবারের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। এ সময় দিয়াও তার সঙ্গে ছিলেন। খানিক বাদেই শীর্ষ সন্ত্রাসী কালা চানের অন্যতম সহযোগী মাসুম ও তাদের সাঙ্গপাঙ্গ সাকিবের ওপর হামলা চালায়। তার মা ও বোন বাসা থেকে নেমে হামলাকারীদের থামাতে চাইলে তাদের ওপরও অতর্কিত হামলা চালানো হয়। ঘটনাটি নিয়ে সাকিব স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেন। গত বৃহস্পতিবার রাতে তাকে ও তার বাবাকে স্থানীয় প্রভাবশালীরা সালিশে ডাকে। সেখানে তাদের মারধর করা হয়। বিষয়টি সাকিবের ভাই ইরফানকে জানায় পরিবার। তাকে বলা হয়, স্থানীয় বিহারি নেতা মোস্তাক, তার ছেলে রাজুসহ প্রায় এক দেড়শ ছেলে সাকিব ও তাদের বাবাকে আটকে ফেলে বিচার মানতে বাধ্য করার চেষ্টা করে। ইরফান সেখানে যান এবং জানান তারা বিচার মানবেন না। এতে ক্ষিপ্ত হয়ে মোস্তাক তার গাল চেপে ধরে গালিগালাজ করে। পরে তার ছেলে রাজু ও শীর্ষ সন্ত্রাসী কালো চানের অন্যতম সহযোগী মাসুমসহ প্রায় ১০-১২ জন তাকেও মারধর করে। হুমকি দিয়ে তাকে বলা হয়, বিচার না মানলে তার মাথা ফাটিয়ে দেওয়া হবে।
অভিযোগকারী মো. সাকিব বলেন, আমার স্ত্রীকে নিয়ে বেড়াতে যেতে চেয়েছিলাম। আমার শ্বশুর-শাশুড়ির কাছে এ ব্যাপারে অনুমতি চাইতে গেলে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক হয় আমাদের বাড়ির সামনে। এ সময় মাসুম, জাহিদ ও পাপ্পুসহ প্রায় অর্ধশতাধিক যুবক-কিশোররা আমার ওপর হামলা চালায়। এ বিষয়ে আমি থানায় অভিযোগ করেছিলাম। এখন তারা বলছে আমি নাকি যৌতুক চেয়ে আমার স্ত্রীকে নির্যাতন করেছি। অথচ আমার স্ত্রী আমার সাথেই আছে। সাকিবের স্ত্রী দিয়া বলেন, আমার স্বামী কারও কাছে যৌতুক চাননি। আমাকে কখনো নির্যাতনও করেননি। আমার প্রয়োজনে বাবার কাছে প্রয়োজনীয় জিনিস চেয়েছিলাম। শুধু শুধু আমার পরিবারের ওপর হামলা করা হয়েছে। আমার স্বামীর সাথে আমি অনেক ভালো আছি। শুধু শুধু তাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বিহারি নেতা মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। কিন্তু ওই ছেলেকে আমি বা আমার ছেলে মারধর করেছে এই অভিযোগ সত্য নয়। এ বিষয়ে পল্লবী থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ধামরাই পৌরসভার সাবেক মেয়র গোলাম কবিরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর
ঢাকা মহানগর মিশুক চালক ও শ্রমিক ইউনিয়নের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
কুমিল্লা জজকোর্টের ৩ পিপি-এপিপিকে সংবর্ধনা
চুয়াডাঙ্গার রেলস্টেশন এলাকা থেকে ১৪টি অবৈধ স্বর্ণেরবার উদ্ধার, আটক ৩
জাহাজে ৭ খুনের ঘটনার দ্রুত সুরাহা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
‘ছাত্র-জনতা সংস্কারের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়েছে’
পঞ্চগড়ে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা অনুষ্ঠিত
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে মজবুত করতে হবে: পীর সাহেব চরমোনাই
‘ট্রানজিটের নামে দিল্লিকে দেয়া করিডর জনগণ মেনে নেয়নি’
বদলির ৩ মাস পরই পূর্বের কর্মস্থলে ফিরলেন শরীয়তপুরে সদর হাসপাতালের ক্যাশিয়ার বজলুর রশিদ
বগুড়ায় যথাযথ মর্যাদায় বড়দিন পালন
শ্রীপুরে ভুয়া মেজর আটক
সাবেক দুদক কমিশনার জহরুল হকের পাসপোর্ট বাতিল, দেশত্যাগে নিষেধাজ্ঞা
জুলাই গণঅভ্যুত্থানের প্রশংসা করলেন রাহাত, জানালেন নিজ অনুভূতি
রাতের আধারে অসহায় ব্যাক্তিদের বাড়ির দরজায় গিয়ে কম্বল দিলেন ইউএনও
আমাদের সংস্কৃতির অংশ হলো সব ধর্মের মাঝে সম্প্রীতি ও সহাবস্থান: পররাষ্ট্র উপদেষ্টা
ভাঙ্গায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ আহত- ১০
কবি জসীমউদ্দিনের মেজ ছেলে ড. জামাল আনোয়ার আর নেই
নির্বাচনের তারিখ নিয়ে যা জানালেন প্রধান নির্বাচন কমিশনার