সাক্ষ্য দিতে এসে নিখোঁজ মুসার লাশ চাইলেন স্ত্রী পান্না
১৭ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আলোচিত সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিতে এসে পলাতক আসামি কামরুল ইসলাম শিকদার ওরফে মুসার স্ত্রী পান্না আক্তার স্বামীর লাশ চেয়ে কান্নায় ভেঙে পড়েন। পান্না জানান, স্বামী মুসার কাছ থেকে তিনি জানতে পারেন, মুসা এই ঘটনায় ‘জড়িত ছিলেন’। তবে নিজের ইচ্ছায় নয়, মিতুর স্বামী বাবুল আক্তারের ‘নির্দেশে’ এই কাজ করেছেন মুসা। এ সময় আদালতের কাঠগড়ায় ছিলেন বাবুল আক্তার। গতকাল সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্য দেন পান্না। পরে আসামি বাবুল আক্তারের আইনজীবী পান্না আক্তারকে জেরা করেন।
আদালতে পান্না জানান, মিতুকে হত্যার আগের দিন ২০১৬ সালের ৪ জুন সন্ধ্যায় তার বাসায় কিছু লোক আসেন। তারা কারা, তা তিনি জানেন না, আগে দেখেননি। পরদিন সকাল ৭টা থেকে সাড়ে ৭টায় মুসা নাস্তা হিসেবে পরোটা ও হালুয়া নিয়ে আসেন। দুই সন্তানকে নিয়ে টেবিলে বসে নাস্তা করার সময় টিভিতে মিতু হত্যার সংবাদ দেখতে পান। সংবাদের শিরোনামে আসছিল, হত্যার শিকার নারী এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার। তখন মুসাকে পান্না জিজ্ঞেস করেন, মিতু বাবুল আক্তারের স্ত্রী কি না? তিনি দেখতে যাবেন কি না। মুসা তাকে বলেন, আমি এখন যাব না। স্যার (বাবুল আক্তার) আসলে যাব। এ সময় আসামি পক্ষের আইনজীবী জানতে চান, বাবলু আক্তার আসার পর মিতুকে দেখতে মুসা গিয়েছিলেন কি না।
জবাবে পান্না বলেন, যে হারায়, সে বুঝতে পারে হারানোর বেদনাটা কী। আমি কিছু মিথ্যা বলছি না। আমার বক্তব্য আগে শেষ হোক। এটা কেন জিজ্ঞেস করলেন পরে গিয়েছিল কি না, কিছু জানি না। উনি বাইরেই ছিল। ২ দিন পর আমার বাবা অসুস্থ হওয়ায় আমি রাঙ্গুনিয়া বাপের বাড়িতে যাই। সেখানে থাকার দুয়েকদিন পর আমার স্বামী মুসা আমার বাবার বাড়িতে যায়। তার ৭-৮ দিন পর মুসার মোবাইলে একটা টিঅ্যান্ডটি থেকে কল আসে। কলটা আমি রিসিভ করি। আমাকে ওপাশ থেকে বলা হয়, মুসা কোথায় জিজ্ঞেস করে বলা হয়, মুসাকে সাবধানে থাকতে বলবা।
পান্না জানান, ১৯ বা ২০ জুন মুসা ফোনে বলছিলেন, স্যার আমি তো এটা করতে চাইনি। আমার ফ্যামিলির কোনো সমস্যা হলে, আমি পুলিশের কাছে মুখ খুলতে বাধ্য হব। তখন পান্না জানতে চান, এটা কে? মুসা বলেন, বাবুল আক্তার স্যার। এরপর পান্না তার স্বামীকে প্রশ্ন করেন, আপনি কি মিতু হত্যার সাথে জড়িত আছেন? তার ভাষ্য, মুসা জবাবে বলেন, পান্না, আমি এটা করতে চাই নাই, আমাকে বাধ্য করা হয়েছে। পান্না আদালতে জানান, তিনি বাবুল আক্তারকে কখনো সরাসরি দেখেননি, টিভিতে দেখেছেন। পরে কাঠগড়ায় থাকা বাবুলকে শনাক্ত করেন তিনি।
সাক্ষ্য শেষে পান্না আদালতে কান্নায় ভেঙে পড়ে বলেন, মিতু একজন নারী। আমিও একজন নারী। আমার স্বামী ছাড়া কিচ্ছু নেই। তিনিও আজ বহুদিন নেই। আমার আর্থিক অবস্থা খুব খারাপ। দুটা বাচ্চা, কীভাবে চলছি আমি জানি। একজন নারী হিসেবে আমি মিতু হত্যার বিচার চাই। পাশাপাশি স্বামীকে আমি আইনের কাছে হাজির দেখতে চাই। আপনি আদেশ দেন, যে অবস্থায় যেখানে থাকুক, আমার স্বামীকে হাজির করুক। সে যদি অপরাধ করে, তাহলে বিচারে তার ফাঁসি, সাজা, যা বিচার হয় আমরা হাসিমুখে মেনে নেব। আর যদি মেরে ফেলে, তার লাশটা আমাদের বুঝিয়ে দেয়া হোক। মুসাকে ধরে নেয়ার ঘটনা সাক্ষ্যে উল্লেখ করে পান্না বলেন, ২০১৬ জুনের ২১ তারিখে রাঙ্গুনিয়ায় বাবার বাড়ি থেকে মুসাসহ চট্টগ্রামে আসি তার পরিচিত নুরন্নবীর বাসায়।
নগরীর কাটগড় বন্দর এলাকার বাসা থেকে ২২ জুন ডিবি পরিচয় দিয়ে মুসাকে গ্রেফতার করে। তখন সকাল ৭টা সাড়ে ৭টা হবে। তারপরে আর আজ পর্যন্ত মুসার কোনো খবর পাওয়া যায়নি। মিতু হত্যার পর ২০১৬ সালের ৪ জুলাই চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একই দাবি করেছিলেন পান্না। পুলিশের কোন কোন কর্মকর্তা তাকে তুলে নিয়ে গিয়েছিল তাদের নামও প্রকাশ করেন পান্না। তবে পুলিশ মুসাকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করেছিল। মুসা বালু ব্যবসার পাশাপাশি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। তাকে পলাতক দেখিয়ে মিতু হত্যা মামলায় তার বিচার চলছে।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর