স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না
১৭ জুলাই ২০২৩, ১০:৪৯ পিএম | আপডেট: ১৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
একদফা দাবিতে চট্টগ্রামে বিএনপির পদযাত্রা কর্মসূচি আগামী কাল বুধবার। চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত এই পদযাত্রা নগরীর বহদ্দারহাট থেকে শুরু হয়ে দেওয়ানহাটে শেষ হবে। কর্মসূচি সফল করতে গতকাল সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি দলের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, দেশে একটা গণতান্ত্রিক নির্বাচন হওয়ার সুযোগ, জনগণের ভোট দেয়ার অধিকার, সাংবাদিকদের লেখার অধিকার কোথাও নেই। গণতন্ত্র আজ নির্বাসনে। বিচার ব্যবস্থাও ধ্বংস করেছে আওয়ামী লীগ। আওয়ামী এই দুঃশাসন থেকে মুক্তি পেতে বিএনপি এক দফার আন্দোলন ঘোষণা করেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার এই আন্দোলনে সবাইকে জেগে উঠতে হবে। এক দফার আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে সরে যেতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আওয়ামী লীগের অধীনে এই দেশে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। এই স্বৈরাচার সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবো। ভয় ত্রাস সৃষ্টি করে নির্বাচনী বৈতরণি পার হওয়ার চেষ্টা জনগণ এবার রুখে দেবে। তিনি শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বুধবার চট্টগ্রামে পদযাত্রা কর্মসূচি সফল করার আহ্বান জানান।
দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, আওয়ামী লীগ নিজেদের ইচ্ছা অনুযায়ী আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান কাটাছিড়া করে এখন বলছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। বর্তমান সংবিধান জনগণের স্বাধীন ভোটাধিকার নিশ্চিত করে না। এই সংবিধান জনগণের নয়, হাইব্রিড আওয়ামী লীগের। এই সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না।
দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি একদফার আন্দোলন করছে। এতেই সরকার আতঙ্কিত হয়ে নানা ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু যতই চক্রান্ত করা হোক না কেন, এই অবৈধ সরকারের পতন ঠেকানো যাবে না। মামলা দিয়ে চক্রান্ত করে জনগণকে দাবিয়ে রাখা যাবে না। নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা দিয়ে আওয়ামী লীগকে বিদায় নিতে হবেই। সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাররফ হোসেন, আবদুল গাফ্ফার চৌধুরী, বদরুল খায়ের চৌধুরী, এস এম মামুন মিয়া, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মোস্তাফিজুর রহমান, আবু মো. নিপার, খোরশেদ আলম, মফজল আহমদ চৌধুরী, ভিপি মোজাম্মেল হক, মেজবাহ উদ্দিন চৌধুরী জাহেদ, আমিনুর রহমান চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, হাজী মো. রফিক, নুরুল কবির, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম শফিক, জসীম উদ্দীন, জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, বাঁশখালী উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান মাষ্টার, সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী, পটিয়া পৌরসভা বিএনপির সদস্য সচিব গাজী আবু তাহের, সাতকানিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব গোলাম রসুল মোস্তাক, বিএনপি নেতা হাসান চৌধুরী, আবুল কালাম আবু, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, জাহাঙ্গীর আলম, হারুনুর রশীদ চৌধুরী, তৌহিদুল আলম তৌহিদ, শফিকুল ইসলাম রাহী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সার্চ কমিটি করে গ্রহণযোগ্যদের স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ করার দাবি
পাকিস্তান ও আফগানিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক
অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতে ১৬ বাংলাদেশি গ্রেপ্তার
গণহত্যার পূর্ণাঙ্গ তথ্য জাতিসংঘকে দিতে নাগরিক কমিটির দাবি
ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৮ ফিলিস্তিনি নিহত, পশ্চিম তীরে সংঘর্ষ অব্যাহত
এনসিটিবি কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর