আ.লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাব না
২০ জুলাই ২০২৩, ১১:৩৩ পিএম | আপডেট: ২০ জুলাই ২০২৩, ১১:৪৯ পিএম
এই সরকারের আমলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনবার নির্বাচন করে মার খেয়েছি। হামলায় আমি মারাও যেতে পারতাম। নির্বাচন করতে এসে আর যেন কোনো মায়ের জন্য বুক খালি না হয়। আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবো না। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সামনে এ কথা বলেন ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে হামলার শিকার আশরাফুল আলম ওরফে হিরো আলম।
হিরো আলম বলেন, আমি চেষ্টা করেছি, সুষ্ঠু ভোট হোক, ভোটাররা ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম। পছন্দ না হলে আমাকে ভোট দিয়েন না। কিন্তু আমাকে মারার কোনো অধিকার দেওয়া হয় নাই। সেদিন যেভাবে মারা হয়েছে একমাত্র ওপর আল্লাহর জন্য আমি বেঁচে আছি। পাষÐের মতো মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে মেরেছে। হামলায় জড়িতদের গ্রেপ্তারে ডিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি হামলাকারীদের দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানান।
হামলার ঘটনা জড়িতদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, হামলাকারীদের গায়ে নৌকার সিল দেখেছিলাম। এদের মধ্যে ক্ষতাসীন দলের কিছু লোকজন ছিল, কিছু ভাড়া করা লোক ছিল। প্রকৃত আওয়ামী লীগের কয়জন তা জানি না, তাদের ক›জন পদের লোকজন ছিল। হামলার ঘটনা সাজানো কিনা এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, হামলায় যদি আমার লোকই থাকে তাহলে তো আমার লোকই ধরতো। যাদের ধরা হয়েছে তাদেরকে তো রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি সবকিছু মাথা পেতে নেব।
উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকাÐ১৭ আসনে উপনির্বাচন চলাকালে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে একদল লোক হিরো আলমকে মারধর করেন। পরে তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন। এ ঘটনায় অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করে বনানী থানায় মামলা করেন তার ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ। ইতোমধ্যে এ মামলায় মোট ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সর্বশেষ গত বুধবার রাতে মানিক গাজী ও আল আমিন নামে আরো দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তারা ম‚ল হামলাকারী। গতকাল বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাঁদের তিন দিনের রিমান্ডের আদেশ দেন। এ নিয়ে এ মামলায় চারজনের রিমান্ড মঞ্জুর হলো।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোস্তাফিজুর রহমান আজ দুপুরে বলেন, হামলার সময় হিরো আলমের কোমর ধরে রেখেছিলেন মানিক, আর হিরো আলমকে মারধর করেছেন আল আমিন। ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরায় ধারণ করা ফুটেজে এমন দৃশ্য দেখা গেছে।
রিমান্ডে থাকা ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন জিজ্ঞাসাবাদে পুলিশকে বলেছেন, হিরো আলমের ওপর হামলায় আরও ১৫ জন জড়িত। তাঁদের নাম–পরিচয়সহ বিস্তারিত তথ্য পাওয়া গেছে। এখন তাঁদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার তদন্ত–সংশ্লিষ্ট স‚ত্র জানায়, গ্রেপ্তার মাহমুদুল হাসান, মোজাহিদ খান, আশিক সরকার ও হৃদয় শেখ বনানী থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ মেহেদীর অনুসারী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নবীনগর ও কসবায় বিভিন্ন রকমের মাদকসহ তিন যুবক গ্রেপ্তার
চাঁদপুর মেঘনায় জাহাজে মিলল ৫ জনের মরদেহ
বরিশালে মাহমুদিয়া মাদ্রাসার ৭৮তম মাহফিল ও ইসলামী মহাসম্মেলন শুরু
বিনা খরচে কৃষকের দেড়’শ ধানের চারা রোপন করে দিল কালীগঞ্জ কৃষি আফিস
সিরিয়ার নেতার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
আরাফাত রহমান কোকো ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে উদ্দীপন যুব সংঘ চ্যাম্পিয়ন
সাতক্ষীরার নলতায় চার দফা দাবিতে ছাত্র -ছাত্রীদের আন্দোলন, ক্যাম্পাসের নাম বদল
অর্থনৈতিক সংকটে আফগান রুটি, ঐতিহ্য ও জীবনের অংশ
আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা
উত্তরপ্রদেশে ৩ খলিস্তানি বিদ্রোহীকে গুলি করে হত্যা পুলিশের
শিবালয়ের যমুনায় অবৈধভাবে বালু উত্তোলন হুমকিতে বৈদ্যুতিক টাওয়ার
হিলিতে কমেছে আলু পেঁয়াজের দাম
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার ১,১০০ হতাহতের শিকার : সিউল
ঢাকা - মাওয়া এক্সপ্রেসওয়েতে ঘণ কুয়াশায় আবারো দূর্ঘটনা , নিহত ১ আহত ৪
ড্রোন হামলার জবাবে ইউক্রেনে ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুমকি পুতিনের
রাহাত ফতেহ আলী খানের সম্মানে পাকিস্তান হাইকমিশনারের নৈশভোজ আয়োজন
‘চা পান স্বাস্থ্যের জন্য উপকারী’, স্বীকৃতি যুক্তরাষ্ট্রের
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে কাপ্তাই ভূমিকা রেখেছিলো, আগামীতেও রাখবে : ঢাবি শিবির সেক্রেটারি
মার্কিন টাইফুন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা অর্জনের পথে ফিলিপাইন
সুন্দরবনকেন্দ্রিক দস্যুতা বন্ধে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হচ্ছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত