ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাহি না
২১ জুলাই ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ২২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
মহান আল্লাহুপাক ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস আল মুহাররামকে পবিত্রতা সুলভ এমন কিছু দুর্লভ অলঙ্ঘণীয় ফজিলত ও মর্তবা প্রদান করেছেন যার অন্তর নিহিত গুরুত্ব ও মাহাতœ্য সম্পর্কে চিন্তা করলে অবাক না হয়ে পারা যায় না। এ মাসকে তিনি অলঙ্ঘণীয় মর্যাদার আসন প্রদান করে এত যুদ্ধ-বিগ্রহ, দ্বন্ধ-সংঘাত, হানাহানি, রক্তপাত, হিংসা-বিদ্বেষ ও সীমালঙ্ঘনসূলভ কর্মকা- ও আচার-আচরণকে নিষিদ্ধ ও হারাম ঘোষণা করেছেন। এতদপ্রসঙ্গে তিনি মুসলিম মিল্লাতকে পথ নির্দেশনা প্রদান করে ইরশাদ করেছেন : ‘তোমাদেরকে সামাজিদুল হারামে প্রবেশে বাধা দেয়ার কারণে কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনই সীমালঙ্ঘনে প্ররোচিত না করে। নেক কাজ ও তাকওয়ায় তোমরা পরস্পর সাহায্য করবে এবং পাপ ও সীমালঙ্ঘনে একে-অন্যের সাহায্য করবে না। তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর। নিশ্চয় আল্লাহপাক শাস্তিদানে কঠোর। (৫ নং সূরা আল মায়িদা : আয়াত নং ২ এর শেষাংশ)।
এই আয়াতে কারীমায় সুস্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে, যে সম্প্রদায় হুদায়বিয়ার ঘটনার সময় তোমাদেরকে মক্কায় প্রবেশ করতে এবং ওমরা পালন করতে বাধা প্রদান করেছিল এবং তোমরা তীব্র ক্ষোভ ও দুঃখ নিয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে এসেছিলে, এখন শক্তি সামর্থের অধিকারী হয়ে তোমরা তাদের কাছ থেকে এভাবে প্রতিশোধ নিও না যেন জুলুম ও সীমালঙ্ঘনের দায়ভার তোমাদের ওপর এসে পড়ে। আর ইসলাম জুলুমের উত্তরে জুলুম করতে চায় না। বরং ইসলাম জুলুমের প্রতিদানে ইনসাফ এবং ইনসাফে কায়েম থাকার শিক্ষা দেয়। মাহে মুহাররামের এটাই মূল প্রেরণা। আর এটাই প্রমাণ করে যে, ইসলাম সত্য দ্বীন (আদওয়াউল বয়ান)।
আলোচ্য আয়াতে পারস্পারিক সাহায্য ও সহযোগিতা ভিত্তি কি হবে সেটা আলোচনা করা হয়েছে। আল কুরআন সৎকর্ম ও আল্লাহর ভয়কে আসল মাপকাঠি করেছে এবং এ ভিত্তিতেই পারস্পারিক সাহয্য ও সহযোগিতার আহ্বান জানিয়েছে। এর বিপরীতে পাপও অত্যাচার, উৎপীরণকে কঠোর অপরাধ গণ্য করেছে এবং এতে সাহায্য সহযোগিতা করতে নিষেধ করেছে। মূলত সৎকর্ম ও তাকওয়াই হলো শ্রেষ্ঠত্বের মাপকাঠি। কারণ, সমস্ত মানুষ এক পিতা-মাতার সন্তান। প্রিয় নবী মোহাম্মাদুর রাসূলুল্লাহ (সা:) এ বিষয়টির ব্যাখ্যা প্রসঙ্গে বিদায় হজ্জের ভাষনে ঘোষণা করেন যে, ‘কোনো আরবের অনারবের ওপর অথবা কোনো শ্বেতাঙ্গের কৃষ্ণাঙ্গের ওপর কোনো শ্রেষ্ঠত্ব নাই। আল্লাহ ভীতি ও আল্লাহর আনুগত্যই শ্রেষ্ঠ্যত্বের একমাত্র মাপকাঠি’ (মোসনাদে আহমাদ : ৫/৪১১)। আয়াতে বর্ণিত সৎকাজ ও পাপকাজ এর সংজ্ঞায় রাসূলুল্লাহ (সা:) বলেছেন : ‘বির বা সৎকাজ হচ্ছে সচ্চারিত্রতা। আর পাপ হচ্ছে, যা তোমাদের অন্তরে উদিত হয় অথচ তুমি চাওনা যে, মানুষ সেটা জানুক। (সহিহ মুসলিম : ২৫৫৩)। অপর এক হাদিসে রাসূলুল্লাহ (সা:) বলেছেন : ‘বির বা সৎকাজ হচ্ছে যাতে অন্তর শান্ত হয়, চিত্তে প্রশান্তি লাভ হয়। আর পাপ হচ্ছে যাতে অন্তর শান্ত হয় না এবং চিত্তে ও প্রশান্তি লাভ হয় না। যদিও ফতোয়া প্রদানকারীরা তোমাকে ফতোয়া দিয়ে থাকুক’। (মুসনাদে আহমাদ : ৪/১৯৪)। অপর হাদিসে রাসূলুল্লাহ (সা:) বলেছেন : ‘যে কেউ কোনো মুসলিমের সম্মান-ইজ্জত-আব্রু নষ্ট হওয়া প্রতিরোধ করবে, কেয়ামতের দিন আল্লাহ তার মুখম-ল হতে জাহান্নামের আগুন প্রতিরোধ করবেন’। (জামেয়া তিরমিজি : ১৯৩১; মুসনাদে আহমাদ : ৬/৪৫০)।
ডেঙ্গু রোগীর প্রয়োজনে রক্ত দেবে বিএনপির নেতাকর্মীরা ৪ কর্মসূচি
স্টাফ রিপোর্টার
রাজধানীতে ডেঙ্গু বিস্তারে দুই সিটি করপোরেশনের মেয়রের ব্যর্থতাকে দায়ী করেছে বিএনপি। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের পাশে থাকাসহ জনসচেতনতা সৃষ্টির জন্য ৪ দফা কর্মসূচি নিয়েছে দলটি। গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা সিটি করপোরেশনের গত নির্বাচনে ধানের শীষের দুই মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও তাবিথ আউয়াল এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন।
এগুলো হলো- ১। ব্লাড ড্রাইভ কর্মসূচি: ডেঙ্গু রোগীদের জন্য রক্তের প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় দলের নেতাকর্মীরা রক্ত দেবে এবং অন্যদের রক্ত দিতে উৎসাহিত করা হবে। ২। অনলাইনে সেন্ট্রালাইজড ব্লাড ইনফরমেশন ডিপোজেটারি ওয়েবসাইট চালু করা হবে। যতদিন ডেঙ্গু পরিস্থিতি থাকবে এই সেবা চালু থাকবে। এর মাধ্যমে যে গ্রুপের রক্ত জরুরি প্রয়োজন, তা দ্রুত পাওয়ার ব্যবস্থা থাকবে। ৩। এডিস মশার লার্ভা ধ্বংস করতে এবং ডেঙ্গু থেকে সতর্ক থাকতে রাজধানীর ওয়ার্ড পর্যায়ে লিফলেট বিতরণ এবং পোস্টার প্রকাশের মাধ্যমে জনসচেতনতা সৃষ্টির প্রচার-প্রচারণা চালানো হবে। ৪। এডিস মশা উৎপাদনের বড় ক্ষেত্র সরকারি স্থাপনা ও নির্মাণাধীন ভবন। এসব স্থাপনা চিহ্নিত করে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে জনগণকে সম্পৃক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর চাপ তৈরি করতে হবে। এছাড়া, ওয়ার্ডে ওয়ার্ডে পানিবদ্ধতা দূর করতে এলাকাবাসীকে নিয়ে প্রতিবাদ সমাবেশ করা হবে।
এসব কর্মসূচি ঘোষণার পর তাবিথ আউয়াল বলেন, ডেঙ্গু থেকে মুক্ত হতে শহরকে পরিচ্ছন্ন রাখা, এডিস লার্ভা যেখানে জন্ম হয় সেই জায়গাগুলো নষ্ট করে দেওয়া এবং বিভিন্ন জায়গায় জনসচেতনতা সৃষ্টি করা, আমরা দেখছি যে এসব কোনো কাজই করা হচ্ছে না।
তিনি আরও বলেন, আমি বলতে পারি তামাশা করে অনেক উদ্যোগ নেয়া হয়েছিল। হাঁস ছাড়া হয়েছে বিভিন্ন লেকে, মাছ ছাড়া হয়েছে, ব্যাঙ ছাড়া হয়েছে এবং দেখানোর জন্য কিছু লেক বা খালের পাশে ঘাস কাটা হয়েছে। মশক নিধনে কার্যক্রম চলছে অবৈজ্ঞানিকভাবে। ব্যবহার করা হচ্ছে অকার্যকর, মেয়াদোত্তীর্ণ ওষুধ।
ইশরাক হোসেন বলেন, আজকের দিন পর্যন্ত বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুর যে পরিস্থিতি তাতে বিশেষজ্ঞরা বলছেন যে গত ২০ বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে এবার। বর্তমানে মেয়র পদে চেয়ার দখল করে যারা আসীন আছেন, তাদের ব্যর্থতার কারণে আজ ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। তাদের জবাবদিহিতার অভাবের কারণে, জনগণের কাছে তাদের জবাব দিতে হয় না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বলেন তিনি।
ইশরাক হোসেন আরও বলেন, সার্বিকভাবে দূষণরোধ এবং বর্জ্য ব্যবস্থাপনায় ব্যর্থতা ডেঙ্গু পরিস্থিতিকে এ পর্যায়ে নিয়ে আসার জন্য অন্যতম একটি কারণ। পর্যাপ্ত বর্জ্য নিষ্কাশন না করায় ময়লা-আবর্জনার মধ্যে জমে থাকা পানিতে এডিস মশার লাগামহীন বিস্তার ঘটেছে। শুধু হাতে গোনা কিছু এলাকায় তারা বর্জ্য ব্যবস্থাপনা করেছেন যেখানে উচ্চবিত্তরা থাকেন।
তিনি বলেন, মেয়র পদটাকে নগরপিতা বলা হয় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। আমি মনে করি যারা এ পদে বসে আছেন তারা এর গুরুত্ব বোঝেন না। নগরপিতার যে ভূমিকা, সেটা রাখা তো দূরের কথা বরং তারা স্বৈরাচারী মনোভাব নিয়ে সিটি করপোরেশন পরিচালনা করছেন।
বিশেষজ্ঞদের মতামত উপেক্ষা করে তারা মনগড়া কিছু কার্যক্রম করছেন, লোকদেখানো কার্যক্রম করছেন। এখানে ড্রোন ওড়ানো হয়েছে, আরও অন্যান্য উদ্ভট কিছু কর্মসূচি দিয়েছে, জনগণ যেগুলোকে ভাওতাবাজি বলে মনে করছে যোগ করেন তিনি। দুই সিটি করপোরেশনের মেয়রের আয়তন ও জনসংখ্যা অনুপাতে পর্যাপ্ত কীটতত্ত্ববিদ নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন ইশরাক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের বিদেশ সফর ও ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের চাকরির মেয়াদ আবারও বৃদ্ধি, রাজধানীতে বিদ্যুৎ-গ্যাস-পানি সঙ্কটসহ নাগরিক সেবা না পাওয়ার বিষয়গুলো তুলে ধরে সিটি করপোরেশনের মেয়রদের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করা হয় এই সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্যসচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ভারপ্রাপ্ত সদস্যসচিব তানভীর আহমেদ রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
শহীদ মিনারে ছাত্র আন্দোলনে নিহত আরাফাতের জানাজা বিকালে
নিউইয়র্ক সাবওয়েতে নারীকে পুড়িয়ে হত্যা
ঘনকুয়াশার কারণে ৭ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু
ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৫০
আওয়ামী পন্থী মুক্তিযোদ্ধাদের সাথে যুক্তরাজ্য শাখা বিএনপি নেতার মতবিনিময়
পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত উপ-পরিচালক শরিফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ
আ.লীগের দোসর সালাম আলী এখন বিএনপির সভাপতি প্রার্থী!