ঢাকা   শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ | ৬ আশ্বিন ১৪৩১
সক্রিয় অসাধু কর্মকর্তাদের চক্র দখলকারী ফখরুল আরো বেপরোয়া

গণস্বাস্থ্য ফার্মেসি দখল

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২৪ জুলাই ২০২৩, ১০:৪৬ পিএম | আপডেট: ২৫ জুলাই ২০২৩, ১২:০৮ এএম

ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠিত গরীবের হাসপাতাল খ্যাত গণস্বাস্থ্য কেন্দ্র দখলদারদের কবলে পড়েছে। এর অংশ হিসেবে প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের একটি চক্র বল প্রয়োগের মাধ্যমে বে-আইনিভাবে গণস্বাস্থ্য ফার্মেসি লিমিটেডের তালা ভেঙ্গে এরই মধ্যে দখল নিয়েছে। প্রাণনাশের হুমকি, সনদ জালিয়াতির মাধ্যমে সফল না হয়ে এবার এই চক্রটির সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে তাদের দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে।

অভিযোগের পাশাপাশি খোঁজ নিয়ে জানা গেছে, দখলের এই প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন, প্রতিষ্ঠানের কৌঁসুলি আাদলতের রায় ফাঁস ও জামিন সনদ জালিয়াতির মতো অপকর্মের জন্য জাতীয়ভাবে পরিচিত ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। আর তাকে সর্বাত্বক সহযোগীতা করে যাচ্ছেন, খোদ গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপার্সন প্রফেসর আলতাফুন্নেসা।

অনুসন্ধানে জানা যায়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুর এক মাস পার হতে না হতেই অসাধু কর্মকর্তারা গণস্বাস্থ্য থেকে ট্রাস্টিদের বিতাড়িত করে প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেয়ার পায়তাঁরা শুরু করে। ট্রাস্টি আইন অমান্য করে নুতন টাস্ট্রি নিয়োগ দেখিয়ে টাস্ট্রি ডিড রেজিস্ট্রি করার তৎপরতা চালায় তারা। পাশাপাশি প্রতিষ্ঠান থেকে অর্থ লোপাট, শিক্ষর্থী ভর্তিতে জালিয়াতি, ক্রয়-বিক্রয়ে নয়-ছয়সহ নানা অনিয়ম করে। এসব অনিয়মের প্রতিবাদ করায় প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদেকে প্রাণ নাশের হুমকি দেয়। পাশাপাশি নাজিমের পক্ষে অবস্থান নেয়ায় প্রতিষ্ঠানের পরিচালক এস এম মহিবুল্লাহ মহিউদ্দিনের শিক্ষা সনদ জালিয়াতির মাধ্যমে প্রথম চাকুরিচ্যুত এবং পরে মামলা দিয়ে হয়রানি করে। গত ৭ জুলাই এই মামলায় তাকে কারাগারে পাঠিয়ে এর দুই দিন পরে তার মালিকানাধীন গণস্বাস্থ্য ফার্মেসিতে দুর্বৃত্তদের সঙ্গে নিয়ে বলপূর্বক দখল করে। মালিকের সব কর্মচারীদের ভয়-ভীতি দেখিয়ে বের করে দেয়। সেদিনই বিষয়টি ধানমন্ডি থানাকে অবগত করতে মহিবুল্লাহর স্ত্রী শহিনুর বেগম পাপড়ি থানায় সাধারণ ডায়েরি করলে প্রতিষ্ঠানে তালা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়। এর চারদিন পরে গত ১৩ জুলাই সিসিটিভির কানেকশন কেটে ফর্মেসির দখল নেয় ফখরুল বাহিনী। সেদিন আবারো সাধারণ ডায়েরির মাধ্যমে থানাকে অবিহিত করেন পাপড়ি। যার নম্বর-৭২২। তাতেও কোনো লাভ হয়নি। গত রোববার সরেজমিনে সেখানে গিয়ে দেখা গেছে, ফখরুলের নিয়ন্ত্রণে তার কর্মচারীরা ফার্মেসি চালাচ্ছে।

ব্যারিস্টার ফখরুলের এই দখল মিশনের সহায়তাকারী হিসেবে দু’টি ডায়েরিতে মো. জিল্লুর রহমান, সোহেল, আলতাফুন্নেসা, বশির আহমেদ, ফরহাদ, সোহান, সুমনের নাম উল্লেখ করা হয়। এর বাইরে তালা ভাঙার প্রক্রিয়ায় যুক্ত থাকা অন্য যাদের নাম জানা যায়, তারা হলেন, ঈসমাইল, মো. পারভেজ, লাবু, নাহিদ হাসান নবী ও শাকিল।

ফার্মেসির বিষয়ে খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালে ৫ ডিসেম্বর ডা. জাফরুল্লাহ জয়েন্ট স্টক কোম্পানি অ্যান্ড ফার্মস রেজিস্ট্রার বরাবর গণস্বাস্থ্য ফার্মেসি লিমিটেড-এর নামে কোম্পানি নিবন্ধন করার আবেদন করেন। যা ওই বছর ৯ ডিসেম্বর অনুমোদন পায়। এরপর গণস্বাস্থ্য ফার্মেসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল্লাহ মহিউদ্দিনের সঙ্গে ১০ বছর মেয়াদী চুক্তি হয়। যা ২০২০ সালের ১ জানুয়ারী থেকে কার্যকর হয়। এ পর্যন্ত কোম্পানিটি চুক্তির সব শর্ত মেনে ফার্মেসিটি পরিচালনা করে আসছিল। এরপরেও প্রায় ২ কোটি টাকার ওষুধ থাকা সত্ত্বেও এই ফর্মেসিটি দখল নেয়া হয়।

এই দখলের নেপথ্যের কারণ অনুসন্ধানে জানা যায়, এই কার্মেসি দখলের মাস্টার মাইন্ড জাল-জালিয়াতির জন্য জাতীয়ভাবে পরিচিত ব্যারিস্টার এ কে এম ফখরুল ইসলাম। মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ- কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় ফাঁস মামলায় এই আইনজীবীর ১০ বছর কারাদ- হলেও তিনি জামিনে বেরিয়ে বহাল তবিয়তে আছেন। এই মামলার আপিল শুনানি প্রায় সাত বছর ধরে ঝুলে আছে। সাজা হওয়ার পরও ব্যারিস্টার ফখরুল দিব্যি আইন পেশায় আছেন। এছাড়া গত বছরের ২৬ জানুয়ারি তিনি ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি মামলার ছয় আসামিকে হাইকোর্ট থেকে আগাম জামিনের ভুয়া সনদ দেন। এ তথ্য ফাঁস হলে আদালত তাকে সতর্ক করেন। সাজা বা আদালতের সতর্কতাও তাকে নতুন করে জালিয়াতি করা থেকে বিরত রাখতে পারেনি। সুকৌশলে গণস্বাস্থ্যের কৌঁসুলী হয়ে তা থেকে অর্থ লোপাটের পরিকল্পনা করে এবং সফল হয়। বারবার চিঠি দেয়ার পরেও গণস্বাস্থ্য কেন্দ্রের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নেয়া প্রায় ১ কোটি টাকার হিসেব দেয়ার প্রয়োজনও অনুভব করেনি বিতর্কিত এই আইনজীবী। অনিয়ম জালিয়াতির জন্য প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে সঙ্গী করে নানা তৎপরতা চালায়। ব্যারিস্টার ফখরুলের নেতৃত্বাধীন এই অসাধু চক্রের তৎপরতার বিষয়টি আঁচ করতে পারেন প্রতিষ্ঠাতা ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন আহমেদ। সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে এই মুক্তিযোদ্ধা গত ৭ মে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সনের বরাবর চিঠি দেন। ফলশ্রুতিতে আর্থিক লেনদেনে অনিয়মসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত ২ জুন গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ডা. মুহিব উল্লাহ খোন্দকার ও অর্থ পরিচালক মনিকা সরকারকে সাময়িক বরখাস্ত করে প্রতিষ্ঠানটি। অসাধু সিন্ডিকেটের ২ প্রভাবশালীর বিরুদ্ধে প্রতিষ্ঠান ব্যাবস্থা নিলেও গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপার্সন প্রফেসর আলতাফুন্নেসাকে ম্যানেজ করে সুচতুর ফখরুল থেকে যান ধরা ছোয়ার বাইরে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে ডা. নাজিম উদ্দিন আহমেদেকে প্রাণনাশের হুমকি দিতে শুরু করেন। এ নিয়ে ধানমন্ডি থানায় সাধারণ ডায়েরি করেন নাজিম উদ্দিন (জিডি নং-৫৯৩, ১০ মে ২০২৩)। এরপর আরো সতর্ক হয়ে আলতাফুন্নেসাকে সামনে রেখে দখলবাজীর নতুন মিশন শুরু করেছে। এর অংশ হিসেবে গণস্বাস্থ্য ফার্মেসির দখল নিয়েছে।
দখল হওয়া প্রতিষ্ঠান গণস্বাস্থ্য ফার্মেসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম মহিবুল্লাহ মহিউদ্দিন জানান, গণস্বাস্থ্যের সঙ্গে আমার কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করে ২০২০ সালের ২২ জানুয়ারি লিখিতভাবে আমাকে অতিরিক্তি দায়িত্ব দেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এর ধারবাহিকতায় ওই বছর ৫ মার্চ আমাকে পরিচালক প্রশাসন পদে আমাকে নিয়োগ দেয়া হয়। ওই সময়ে আমার কাছে শিক্ষা সনদ চাওয়া হয়নি, আমিও দেইনি। চলতি বছর ২০ মার্চ আমাকে শিক্ষা সনদ চেয়ে একটি চিঠি দেয়। অন্যদিকে এর আগে গত ১৯ ফেব্রুয়ারি আমার নামে একটি জাল শিক্ষা সনদ বানিয়ে চট্টগ্রাম বিশ্বাদ্যালয়ে তল্লাশিতে পাঠায়। যেখানে তাদের চিঠিতে প্রমাণিত আমি শিক্ষা সনদ দেইনি। তাহলে কীভাবে তারা আমার শিক্ষা সনদ পেলো। এরপরেও এই অভিযোগে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিযে কারাগারে পাঠায়। মূলত ফার্মেসি দখল করার এটি ছিল সূদুর প্রসারী পরিকল্পনা। এর মাস্টার মাইন্ড ব্যারিস্টার ফখরুল ও আলতাফুন্নেসা।

অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করেও ব্যরিস্টার এ কে এম ফখরুল ইসলামকে পাওয়া যায়নি। তবে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের চেয়ারপার্সন প্রফেসর আলতাফুন্নেসা বলেন, গণস্বাস্থ্য ফার্মেসি লিমিটেডের সঙ্গে করা চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে ৬০০ স্কয়ার ফিটের ফার্মেসির দখল গণস্বাস্থ্যের পক্ষে বুঝে নেয়া হয়েছে।


বিভাগ : জাতীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মব জাস্টিসের প্রতিবাদে চবিতে মানববন্ধন

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

মতলবে ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যু : আটক ছেলে

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ছাত্ররাজনীতিতে গুণগত সংস্কার প্রয়োজন : শিবির সেক্রেটারী

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

ভোলায় ঝড়ের কবলে পড়ে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ১

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত: বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডা. জাহিদ

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

‘শুধু সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে’ : তারেক রহমান

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

সাজেক ভ্রমণে আটকা পড়েছেন ৮০০ পর্যটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সুগার মিলের নিরাপত্তা প্রহরীর মৃত্যু

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

একদিনে ৮৪৩ জনের ডেঙ্গু শনাক্ত, মৃত্যু ১

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

বিচার বিভাগে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা প্রধান বিচারপতির

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

মানুষের প্রত্যাশা পূরণ করতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই: তারেক রহমান

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

জিয়ার ভূমিকাকে অবহেলা করায় পাহাড়ে সমস্যা হচ্ছে : জামায়াত নেতা শাহজাহান চৌধুরী

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

এনপি জনগণকে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিবে- বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম ডাঃ জাহিদ হোসেন,

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

আশুলিয়া শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে আওয়ামীলীগের পাঁচ নেতা গ্রেপ্তার

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

শেখ হাসিনা ও শামীম ওসমানসহ ৩৬ জনের নামে নারায়ণগঞ্জে মামলা।

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

আড়াইহাজারে চাঁদা আদায়ের অভিযোগে চাঁদাবাজ গ্রেপ্তার

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

ছাত্র জনতার এই অর্জনকে নস্যাৎ করার চেষ্টা চলছে-জামায়াত নেতা আব্দুল করিম

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী

সরকার পতন আন্দোলনের মূল কারিগর তারেক রহমান : রিজভী