দেশে অস্বাভাবিক এক বর্ষা
২৭ জুলাই ২০২৩, ১১:০৬ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
আবহাওয়ার বিরূপ প্রভাবে বিপর্যস্ত সারাবিশ্ব। এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বড় অংশ দাবদাহে পুড়ছে। একই সময়ে প্রবল বর্ষণ আর বন্যায় বিপর্যস্ত এশিয়ার বিস্তীর্ণ এলাকা। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাব বাংলাদেশেও এখন প্রকট। জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে ঋতুচক্রের স্বাভাবিক নিয়ম, পরিবেশে পড়ছে নেতিবাচক প্রভাব। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততাসহ প্রাকৃতিক দুর্যোগের এ নানা রূপের সাথে কয়েক বছর ধরে নতুন করে যোগ হয়ে তাপদাহ এবং খরা। ভরা বর্ষায় নেই বর্ষণ, মাঠ ফেটে চৌচির। এর বড় প্রভাব পড়ছে কৃষিতে। এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, দেশে বছরে খরায় ক্ষতি হচ্ছে প্রায় ৩৫ লাখ ২০ হাজার হেক্টর জমি। টাকার অঙ্কে তা ২ হাজার ৭৩৪ কোটি।
আগামী দিনগুলোতে আরও বড় খরা অপেক্ষা করছে বলেও সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। বাংলাদেশের উত্তরাঞ্চলীয় খরার প্রভাব আগামী ৫০ বছরের মধ্যে দক্ষিণ ও মধ্য-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা তাদের।
এখন শ্রাবণ মাস। ভরা বর্ষাকাল। অথচ এই শ্রাবণেও দেশের বেশির ভাগ অঞ্চলে বৃষ্টির দেখা নেই। একই সঙ্গে বইছে তাপপ্রবাহ। বৃষ্টি যা হচ্ছে তাও সামান্য। ঝলমলে আকাশ, হঠাৎ এক চিলতে মেঘ এসে ক’ফোটা বৃষ্টি ঝরিয়ে দিচ্ছে। ঝিরি ঝিরি বৃষ্টি শেষে ঝকঝকে রোদ। আবহাওয়াবিদরা বলছেন, এমন বৃষ্টি বর্ষাকালের সঙ্গে যায় না। এ এক অস্বাভাবিক বর্ষা দেখছে এদেশের মানুষ।
শ্রাবণের এ সময়ে দেশের নদ-নদী ডোবা-নালা, খাল-বিল, পুকুর, ক্ষেত পানিতে থইথই করার কথা। অথচ কোথাও তেমন পানি নেই। অনেক এলাকা খরায় পুড়ছে। এতে কৃষিকাজে নেতিবাচক প্রভাব পড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে তাপমাত্রার পারদও স্বাভাবিকতার সীমা ছাড়িয়েছে। শ্রাবণেও যেন চৈত্রের গরম। আর এই অস্বাভাবিক গরমে জনজীবনে নাভিশ্বাস।
আবহাওয়াবিদরা জানান, সারাদেশে স্বাভাবিকের চেয়ে অনেক কম বৃষ্টি হচ্ছে। চলতি মাসে এখন পর্যন্ত কোথাও কোথাও ৭০ শতাংশের কম বৃষ্টি হয়েছে। একই সঙ্গে তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকছে। তাই অস্বাভাবিক বৃষ্টি ও তাপমাত্রার বর্ষাকাল পার করছে বাংলাদেশ।
আবহাওয়াবিদ ও আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বর্ষার এমন আচরণ অতীতেও দেখা গেছে। সাগর থেকে প্রয়োজনীয় জলীয়বাষ্প স্থলভাগে আসতে পারছে না। তাই মৌসুমি বায়ুর নিষ্ক্রিয়তায় এ বৃষ্টিহীনতা। জলবায়ু পরিবর্তনের প্রভাবসহ আবহাওয়ার বিভিন্ন বিষয় এর জন্য দায়ী।
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার শীর্ষ জলবায়ুবিদ গ্যাভিন স্মিট এক বিবৃতিতে জানান, চলমান জুলাই মাস হতে পারে শত শত বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ মাস। এছাড়া চলতি বছরের তুলনায় ২০২৪ সাল আরও বেশি উষ্ণ বছর হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আমরা বর্ষাকাল ধরি। সারা বছর যে বৃষ্টিপাত হয়, এর ৭১ শতাংশই হয় এ চার মাসে। চলতি বছরে ২২ জুলাই পর্যন্ত যে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেই অনুযায়ী সারাদেশে স্বাভাবিকের চেয়ে ৫৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে। তবে আগামী কয়েকদিন তো টুকটাক কিছু বৃষ্টি হবে। তাই জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টি কম হতে পারে।
এখন পর্যন্ত চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম জানিয়ে তিনি বলেন, ২২ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ৭৭ শতাংশ বৃষ্টি কম হয়েছে। চট্টগ্রামে প্রচুর বৃষ্টি হয়। অতীতের বিভিন্ন সময়ে আমরা দেখেছি, সেখানে ভারি বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এবার সেখানে বৃষ্টি সবচেয়ে কম। ২২ তারিখ পর্যন্ত রেকর্ড করা বৃষ্টিপাত অনুযায়ী স্বাভাবিকের চেয়ে ঢাকায় ৫৩ শতাংশ, ময়মনসিংহে ১৬ শতাংশ, সিলেটে ৯ শতাংশ, রাজশাহীতে ৫৮ শতাংশ কম বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুরে ৩২ শতাংশ, খুলনায় ৬০ শতাংশ, বরিশালে ৬৯ শতাংশ বৃষ্টি কম হয়েছে।
এখন সারাদেশের সর্বোচ্চ তাপমাত্রা মোটামুটি ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি থাকছে। কখনো কখনো তা ৬ ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। গত ২৩ জুলাই দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে প্রায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেশি। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি সেলসিয়াস বেশি।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র ও লন্ডনে ৩শ’ কোটি টাকা পাচারের অভিযোগে হাসিনা-জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
রাজশাহী মহানগরীতে ঘন কুয়াশা
আবারও ভানুয়াতুতে দ্বীপপুঞ্জে ৬.২ মাত্রার ভূমিকম্প
হাজীগঞ্জে ভরাট মিঠানিয়া খালের মুখ, হুমকিতে ফসলি জমি
রাহাতের সুরের মুর্ছনায় বিমোহিত দর্শক, বাংলায় বললেন 'আমরা তোমাদের ভালোবাসি'
‘প্রশাসন ক্যাডার নিয়ে ষড়যন্ত্র চলছে’
যুক্তরাজ্যে ট্রাম্পের বিশেষ দূত হিসেবে মার্ক বার্নেট নিযুক্ত
ফাইনালে ভারতের কাছে বাংলাদেশের হার
ফ্রেন্ডলি ফায়ার দুর্ঘটনায় লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ধ্বংস
ইরানে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১০
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী কে, জানেন?
বাংলাদেশি রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত
হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি
কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একাধিক দুর্ঘটনা: নিহত ১, আহত ১৫
ঢাকার বায়ুমানে উন্নতির কোনো লক্ষণ নেই, বিপজ্জনকের কাছাকাছি
উগ্রবাদী সন্ত্রাসী 'সাদ' পন্থীদের কর্মকান্ডের বিরুদ্ধে সাতক্ষীরায় মানববন্ধন
বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক ড্রোন মোতায়েন ভারতের
নরসিংদীতে দুর্বৃত্তের গুলিতে ছাত্রদলকর্মী নিহত
সিনেটে প্রার্থী হতে সরে দাঁড়ালেন লারা ট্রাম্প
আমাদেরকে আর স্বৈরাচার হতে দিয়েন না : পার্থ