বরিশালে পাশের হার বাড়লেও কমেছে জিপিএ-৫
২৮ জুলাই ২০২৩, ১১:২৩ পিএম | আপডেট: ২৯ জুলাই ২০২৩, ১২:০১ এএম
করোনা মহামারী কাটিয়ে বরিশাল শিক্ষা বোর্ডের মাধ্যমিকের তৃতীয় পরিক্ষায় পাশের হার আগের বছরের চেয়ে দশমিক ৫৭ ভাগ বৃদ্ধি পেয়ে এ যাবতকালের সর্বোচ্চ ৯০.১৮%-এ উন্নীত হলেও মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার ৩.৬৮% পেছনেই থাকল। এবারের ফলাফলে ছেলেদের গড় পাশের হার ৮৮.২৬%। বরিশাল শিক্ষা বোর্ডে গড় পাশের হারের চেয়ে এবারো মেয়েদের সাফল্যের হার বেশী, ৯১.৯৪%। তবে এবার মেয়েদের ফলাফলও গত বছরের চেয়ে অনেকটাই নিচের দিকে।
গত বছর বরিশাল বোর্ডে মেয়েদের গড় পাশের হার ৯৬,৬৭% থেকে এবার ৪.৭৩% কম। এমনকি এবারে বরিশাল শিক্ষা বোর্ডে ৯০ হাজার ১৯৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করলেও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণের হার মাত্র ৭%। সংখ্যায় মাত্র ৬ হাজার ৩১১। যা গত বছরের চেয়ে ৩,৪৫৭ কম। গত বছর বরিশাল বোর্ডের এসএসসি’তে জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১০ হাজার ৬৮। যা ২০২১ এ ছিল ১০ হাজার ২১৯। তবে ২০২০ সালে ৪,৪৮৩ জিপিএ-৫ সহ পাশের হার ছিল ৭৯.৭০%। এবার জিপিএ-৫ পাওয়া পরিক্ষার্থীদের মধ্যে মেয়েদের সংখ্যাই ৩,৬৫৪। আর সব বিভাগে জিপিএ-৫ পাওয়া ৬,৩১১ পরিক্ষার্থীর মধ্যে ৫,৪৬২ জনই বিজ্ঞান বিভাগের। যারমধ্যে মেয়েদের সংখ্যাটাই ২,৯৪৩। তবে শতভাগ উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা গত বছরের ১৪৯ থেকে এবার ২৩১টিতে উন্নীত হয়েছে। এবারো শতভাগ অকৃতকার্য কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই দক্ষিণাঞ্চলে।
শুক্রবার প্রকাশিত বরিশাল শিক্ষা বোর্ডের এসএসসি’র ফলাফলে বরিশাল ক্যাডেট কলেজের ৫২ ছাত্রই জিপিএ-৫ নিয়ে উত্তীর্ণ হয়ে হয়ে ঐতিহ্য অক্ষুন্ন রেখেছে। এবার বিজ্ঞান বিভাগে পাশের হার গত বছরের ৯৬.৬৭ থেকে ৯৬.৭৯%-এ উন্নীত হলেও এ বিভাগে মেয়েদের পাশের হার ৯৭.২৯%। যা গত বছর ছিল ৯৭.২২%। তবে এবার বিজ্ঞান বিভাগে ছেলেদের পাশের হার গত বছরের ৯৬.১২% থেকে ৯৬.৩০%-এ উন্নীত হয়েছে।
তবে এসব কিছুর পরেও গতকাল শুক্রবার সারা দেশের সাথে বরিশাল শিক্ষা বোর্ডের ২০২২ সালের মাধ্যমিক পরিক্ষার ফল প্রকাশিত হবার পরে বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলেই উচ্ছ্বসিত ছিল অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের সাথে অভিভাবকমহলও। বেশিরভাগ মিষ্টির দোকানেই দুপুরের মধ্যেই বেঁচা কেনা শেষ হয়ে গেছে।
বরিশাল শিক্ষা বোর্ডের এবারে এসএসসি পরিক্ষার্থীর সংখ্যা ছিল গত বছরের ৯৪ হাজার ৮৭১ জনের চেয়ে ২ হাজার ৮৯২ জন কম, ৯১,৯৭৯ জন। তবে এর মধ্যে ১,৭৮৩ জন পরিক্ষায় অংশ নেয়নি। এবার বিজ্ঞান বিভাগে মেয়েদের পাশের হার এযাবত কালের সর্বোচ্চ ৯৭.৭০%। যা গত বছরের চেয়েও দশমিক ৫৭ ভাগ বেশি। বিজ্ঞান বিভাগে ছেলেদের সাফল্য গত বছরের চেয়ে দশমিক ১৮% বেশি, ৯৬.৩০%। ব্যবসায় শিক্ষা বিভাগে মেয়েদের সাফল্য হার গত বছরের চেয়ে দশমিক ৮৮% পিছিয়ে, এবার ৯৫.৩০%। এ বিভাগে ছেলেরাও গত বছরের চেয়ে ৩.১২% পিছিয়ে, এবার ৯০.২৩%। আর মানবিক বিভাগে মেয়েদের সাফল্যের হার গত বছরের চেয়ে ১.৩৮ এগিয়ে, এবার ৮৯.৪০%-এ স্থির হয়েছে। ছেলেরাও মানবিক বিভাগে গত বছরের চেয়ে ১.৬৯% এগিয়ে এবার ৮৩.৭১%-এ উন্নীত হলেও মেয়েদের চেয়ে প্রায় ৬% পিছিয়ে রয়েছে।
বরিশাল বোর্ডে এবারো জিপিএ-৫ নিয়ে ৬ হাজার ৩১১ পরিক্ষার্থীর মধ্যে ৩,৬৫৪ জনই ছাত্রী, ছাত্র ২,৬৫৭ জন। মানবিক বিভাগে মাত্র ৬২৪ জনের মধ্যে ৫৫৯ জনই ছাত্রী, ছাত্র ৬৫ জন। ব্যাবসায় শিক্ষা বিভাগে যে মাত্র ২২৫ জনের ভাগ্যে জিপিএ-৫ জুটেছে, তার ১৫২ জনই ছাত্রী। ছাত্র মাত্র ৭৩।
এবার বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন ৬টি জেলার ১ হাজার ৪৭৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯০ হাজার ১৭৬ ছাত্রÑছাত্রী ১৯০ টি কেন্দ্রে অংশ নিলেও বরিশাল ৬৯টি, পিরোজপুর ও ভোলার ৪৩টি করে, পটুয়াখালীর ২৯টি,ঝালকাঠীর ২৮টি ও বরগুনার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ ছাত্রÑছাত্রী উত্তীর্ণ হয়েছে।
তবে এবারের মাধ্যমিক পরিক্ষায় ভোলা জেলায় পাশের হার ৯১.০৪%,ঝালকাঠীতে ৯১.০১%, বরিশালে ৯০.৮৩%,পিরোজপুরে ৮৯.৩১%,বরগুনায় ৮৯.১৮%। পটুয়াখালীর ৮৯.০৫% ছাত্র-ছাত্রী উত্তীর্ন হয়ে বিভাগের সর্বনি¤েœ অবস্থার করছে।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার ৪Ñ<৫ গ্রেডে ১৯,৭৯৬, জিপিএ ৩.৫Ñ<৫ গ্রেডে ১৫,৯৫৯,জিপিএ ৩-<৩.৫ পেয়ে ১৬,৮৮২৭ এবং ২-<৩ গ্রেডে উত্তীর্ণের সংখ্যা সর্বাধীক ২০,৫৮৭ ও ১Ñ<২ গ্রেডে পাশ করেছে সর্বনিম্ন সংখ্যক মাত্র ১,৮৫৯ ছাত্রÑছাত্রী।
বিভাগ : জাতীয়
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
যমুনার ভাঙনের মুখে আলোকদিয়াবাসীর বসতবাড়ি ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা
কুষ্টিয়া চিনিকলসহ দেশের ৬ চিনিকল চালু হওয়ায় ভারতের দম্ভ খতম!
নোবিপ্রবির সঙ্গে নেদারল্যান্ডের ইউট্রিচ বিশ্ববিদ্যালয়ের চুক্তি স্বাক্ষর
৯ দফা দাবীতে নওগাঁয় পুলিশ সুপারের কার্যালরে সামনে শিক্ষার্থীদের অবস্থান
এলজিইডির এক প্রকল্পে ৪০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
আবাসিক হোটেলের নামে মাদকের আড্ডা
নোয়াখালীতে মসজিদের ইমাম ও খতিবকে বিদায়ী সংবর্ধনা
খুলনাকে বিদায় করে ফাইনালে মেট্রো
কালিয়াকৈরে চাঁদাবাজের হামলায় চাঁদাবাজ কালামের মৃত্যু
বিরল উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় নিহত- ১
কামালপুর সড়কের ব্রিজ ভেঙ্গে মরণফাঁদ চরম দুর্ভোগে পথচারীরা
মেয়েদের ক্রিকেটে যুক্ত হলো যেসব সুযোগ-সুবিধা
বাড়ছে শীতের প্রকোপ, সাধারণের স্বাস্থ্য সুরক্ষায় করণীয়
জকিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
খালিশপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বি-বার্ষিক সম্মেলন
যুব এশিয়া কাপজয়ীরা পাচ্ছেন আর্থিক পুরস্কার
আদমদিঘীতে বিএনপি কার্যালয় উদ্বোধন
রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়ে যা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা
গোপালগঞ্জে বিএনপির বহিস্কৃত ও আ. লীগ কর্মীদের নিয়ে বিএনপির ২ জেলা কার্যালয়